
30/08/2024
(কোরিয়ান ভাষা দক্ষতা যাচাই (TOPIK) 97 তম টপিক পরীক্ষার রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য: ৩রা অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৯ই অক্টোবর ২০২৪ ইং পর্যন্ত।
রেজিস্ট্রেশনঃ # ৩রা অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকা থেকে ৯ই অক্টোবর সোমবার ২০২৪ রাত ১২ টা পর্যন্ত।
পরীক্ষার ফিঃ
# টপিক -১/ ৪০,০০০উওন,
# টপিক -২/ ৫৫,০০০ উওন) পরিশোধ করতে হবে।
# কোরিয়াতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ই নভেম্বর ২০২৪ ইং (রবিবার)
ফলাফল প্রকাশ: ১৯শে ডিসেম্বর ২০২৪ ইং (বৃহস্পতিবার ) বিকাল ৩.০০ ঘটিকায়।
আসন সীমিত থাকায় আগে আসলে আগে রেজিস্ট্রেশন করতে পারবেন । নিকটস্থ এলাকার কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অতি শিঘ্রই রেজিস্ট্রেশন করবেন।
টপিক পরীক্ষা দিয়ে সনদ ( সার্টিফিকেট) অর্জন করে তা দিয়ে ভিসা পরিবর্তন সহ অন্যান্য কাজে লাগানো যায়। টপিক সনদের (সার্টিফিকেট) মেয়াদ দুই বছর ।
টপিক ২~ ৫ পর্যন্ত পয়েন্ট:
টপিক ২=৫ পয়েন্ট
টপিক ৩=১০ পয়েন্ট
টপিক ৪=১৫ পয়েন্ট
টপিক ৫=২০ পয়েন্ট
K-point E74 ভিসা পরিবর্তন পয়েন্ট :
টপিক ২ =৫০পয়েন্ট
টপিক ৩=৮০ পয়েন্ট
টপিক ৪=১২০ পয়েন্ট
আইডি করার জন্য যা প্রয়োজন:
এলিয়েন কার্ডের তথ্য, কোম্পানির ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, এক কপি পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি।