11/02/2025
আসা করি এখন আমার চেয়ে আগে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে যাবেন। এই ওয়েবসাইট গুলো কয়েকবার চর্চা করলে কি ভাবে কি খুজতে হবে তা সহজ হয়ে যাবে।
নীচের টা হলো ইপিএস কোরিয়ার ওয়েব সাইট, এখানে মালিকদের আবেদনের তারিখ, ইস্যূর তারিখ এবং ইপিএস সংক্রান্ত সকল সার্কুলার দেওয়া হয়।
https://www.eps.go.kr/index.jsp
নীচের টা হলো কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ের ওয়েব সাইট। ইপিএস পদ্ধতির কোনো পরিবর্তন বা সংযোজন হলে সেটা এখানে আগেই জানা যাবে।
https://www.moel.go.kr/index.do
নীচের লিংক থেকে ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
https://www.hikorea.go.kr/mobile/mMain.pt?locale=en