Rakebul Hassan

Rakebul Hassan Believer in the power of love to change lives and make the world a better place.

যেখানে আমরা নরম বিছানা ছাড়া ঘুমাতেই পারি না, অথচ এটাই আমাদের শেষ বিছানা।
11/08/2025

যেখানে আমরা নরম বিছানা ছাড়া ঘুমাতেই পারি না, অথচ এটাই আমাদের শেষ বিছানা।

ভিডিওটি দেখেছি আর ভেবেছি আসলে আমরা মানুষ নামের খোলসে আসলে কি?মানুষ হয়ে কিভাবে আমরা আরেকটি জলজ্যান্ত মানুষকে সামান্য চাঁদ...
11/07/2025

ভিডিওটি দেখেছি আর ভেবেছি আসলে আমরা মানুষ নামের খোলসে আসলে কি?
মানুষ হয়ে কিভাবে আমরা আরেকটি জলজ্যান্ত মানুষকে সামান্য চাঁদার জন্য এমন নৃশংশভাবে হত্যা করতে পারি।
আমরা আসলেই কি মানুষ নাকি ব্রেন লেস শয়তান?
এইসব ব্রেন লেস শয়তানকে আমরা যদি বুক ফুলিয়ে সমাজে চলতে দেই তাহলে হয়তো আমাদেরও ব্রেনলেস হয়ে যেতে হবে অথবা এদের হাতেই মরতে হবে।
তাই এখনি সময় সমাজের এইসব জঞ্জাল গুলোকে আইনের আওতায় নিয়ে এসে সমাজের সম্মুখে এমন বিচার কার্য পরিচালনা করা উচিত যাতে আর কোন মানুষরুপি শয়তান এইরূপ দৃষ্টান্ত স্থাপন করতে না পারে।

কোরিয়াতে ২০২৬ সালের জন্য ২.৯% বেতন বৃদ্ধি।দক্ষিণ কোরিয়ায় ২০২৬ সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারিত হয়েছে।যা ২০২৫...
10/07/2025

কোরিয়াতে ২০২৬ সালের জন্য ২.৯% বেতন বৃদ্ধি।

দক্ষিণ কোরিয়ায় ২০২৬ সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারিত হয়েছে।যা ২০২৫ সালের তুলনায় ঘন্টায় ২৯০ উওন বা ২.৯% বৃদ্ধি পেয়েছে।

২০২৬ সালের জন্য নির্ধারিত সর্বনিম্ন বেতনের হিসাব —

👉 প্রতি ঘন্টায়= ১০৩২০ উওন

👉 প্রতি দিন( ৮ ঘন্টা)=৮২৫৬০ উওন

👉 ওভারটাইম প্রতি ঘন্টায়= ১৫৪৮০ উওন

👉 নাইট এলাউন্স প্রতি ঘন্টায়= ৫১৬০ উওন
( রাত ১০টা- সকাল ৬ টা)

👉 সাপ্তাহিক (৪০ ঘন্টা)=৪১২৮০০ উওন

👉 মাসিক ২০৯ ঘন্টা = ২১৫৬৮৮০ উওন

১ লা জুলাই থেকে কোরিয়া গামী সকল যাত্রীদের Q Code পুরন করে কোরিয়া প্রবেশ করতে হবে।লিংকটি নিচে দেওয়া হলোhttps://qcode.kdca...
30/06/2025

১ লা জুলাই থেকে কোরিয়া গামী সকল যাত্রীদের Q Code পুরন করে কোরিয়া প্রবেশ করতে হবে।

লিংকটি নিচে দেওয়া হলো

https://qcode.kdca.go.kr/qco/cd/codeInput2.do?fbclid=IwY2xjawLPf2VleHRuA2FlbQIxMQABHgDcj6gM-aixHhI3vb6CDaMdkQqUP2hfe7J0ja0jw2a7o7H7_ZrUPZYrClcK_aem_IXGaGvEqw-mrhmoN93zMSQ

제 1장 총칙 제 1조 (목적) 본 약관은 질병관리청 검역정보사전입력시스템(이하 "시스템 "이라고 함)에서 제공하는 모든 서비스의 이용조건 및 절차에 관한 사항과 기타 필요한 사항을 정함을 목적으로 합니다. 제2조 (용어의 정.....

প্রতিবছর ৬ জুন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় জাতীয় মেমোরিয়াল দিবস (현충일)। এটি দক্ষিণ কোরিয়ার একটি জাতী...
05/06/2025

প্রতিবছর ৬ জুন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় জাতীয় মেমোরিয়াল দিবস (현충일)। এটি দক্ষিণ কোরিয়ার একটি জাতীয় দিবস, যা জাতির জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। এই দিনে কোরিয়ান জনগণ কোরিয়ান স্বাধীনতা আন্দোলনের (বিশেষত জাপানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে), কোরিয়ান যুদ্ধ (১৯৫০-১৯৫৩), এবং অন্যান্য সামরিক সংঘাতে নিহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়।

১৯৫৬ সালে সরকারিভাবে দিনটি স্মরণ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকাল ১০টায় এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানী সিউলের ন্যাশনাল সেমেটারিতে রাষ্ট্রপতি ও সাধারণ মানুষ মিলিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে শহীদদের ত্যাগের গল্প তুলে ধরা হয়, ফুল ও মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কোরিয়ান জাতির জন্য শুধু একটি ছুটি নয়, এটি গর্ব, শোক এবং কৃতজ্ঞতার দিন। এই দিন নতুন প্রজন্মকে শেখায় দেশকে ভালোবাসতে, ইতিহাসকে সম্মান করতে এবং পূর্বপুরুষদের ত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকতে ।

Congratulations Bangladesh Win...Win.... Win 2-0
04/06/2025

Congratulations Bangladesh
Win...Win.... Win
2-0

শ্রমিক থেকে রাষ্ট্রনায়ক: দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইজেমিয়ং (이재명)-এর সংগ্রামী জীবনকাহিনি !দক্ষিণ কোরিয়ার ...
03/06/2025

শ্রমিক থেকে রাষ্ট্রনায়ক: দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইজেমিয়ং (이재명)-এর সংগ্রামী জীবনকাহিনি !

দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এর নেতা ইজেমিয়ং এক বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক যাত্রার মাধ্যমে দেশের নেতৃত্বে আসতে যাচ্ছেন। এক সময়ের কিশোর কারখানা শ্রমিক থেকে শুরু করে মানবাধিকার আইনজীবী এবং অবশেষে প্রেসিডেন্ট পদে উন্নীত হওয়া এই যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি দক্ষিণ কোরিয়ার সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

ইজেমিয়ং ১৯৬৪ সালে উত্তর খিয়ংসাং প্রদেশের (북경상도) আন্দং (안동) নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্য ছিল তাঁর জীবনের স্থায়ী সঙ্গী। প্রাথমিক বিদ্যালয় শেষ করেই পরিবারকে সাহায্য করতে তিনি চলে আসেন সংনাম (성남), গিয়ংগি প্রদেশে (경기도)। সেখানে তিনি একটি ঘড়ি তৈরির কারখানায় মাত্র ২০০ উওন
মজুরিতে কাজ শুরু করেন। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তাঁর বাম হাতে স্থায়ী আঘাত লাগে, যা সারা জীবন বহন করে চলেছেন।

কঠিন বাস্তবতার মাঝেও তিনি নিজের ভাগ্য পরিবর্তনের সংকল্প নেন। মাধ্যমিকের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুংআং বিশ্ববিদ্যালয় (중앙대학교)-এর আইন অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেই ১৯৮০ সালের খোঁয়াংজু অভ্যুত্থান (광주 민주화 운동) তাঁকে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পথে উদ্বুদ্ধ করে।

আইন পাশ করার পর তিনি সংনামে মানবাধিকার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। দুর্নীতিবিরোধী লড়াই, গণস্বাস্থ্য সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি দ্রুতই খ্যাতি অর্জন করেন। একটি পাবলিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ ছিল তাঁর অন্যতম উল্লেখ কাজ।

২০১০ সালে তিনি সংনামের (성남) মেয়র নির্বাচিত হন। সেখান থেকে তাঁর জাতীয় পরিচিতি গড়ে ওঠে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, যুবকদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা ও প্রসূতি সেবা চালু করে তিনি জনগণের মনোযোগ কেড়ে নেন।

২০১৬ সালে রাষ্ট্রপতি পার্কগুণহের (박근혜) দুর্নীতির প্রতিবাদে প্রথম সারিতে দাঁড়িয়ে তিনি তাঁর সংস্কারপন্থী ভাবমূর্তি মজবুত করেন।

২০১৮ সালে তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনবহুল অঞ্চল গিয়ংগি প্রদেশের (경기도) গভর্নর নির্বাচিত হন। তিনি দেশের প্রথম ইউনিভার্সাল কোভিড-১৯ ত্রাণ বিতরণ প্রক্রিয়া শুরু করেন এবং অবৈধ নির্মাণ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর কঠোর নীতি গ্রহণ করেন।

২০১৭ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও তিনি তখন নির্বাচিত হননি। ২০২২ সালের নির্বাচনে মাত্র এক শতাংশের কম ব্যবধানে পরাজিত হন ইউনসকইয়ল (윤석열)-এর কাছে। কিন্তু হাল না ছেড়ে তিনি সংসদ সদস্য হিসেবে ফিরে আসেন এবং পরে ডিপিকে নেতৃত্ব দেন।

২০২৫ সালের ইউনসকইয়লের (윤석열) অভিশংসনের ফলে অনুষ্ঠিত হয়, তিনি বিপুল ব্যবধানে এগিয়ে থেকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

তাঁর রাজনৈতিক জীবনে বিতর্কও কম ছিল না। কিছু রিয়েল এস্টেট কেলেঙ্কারি নিয়ে তদন্ত হয়েছে। ২০২৪ সালে বুসান (부산)-এ এক ছুরি হামলায় তিনি প্রাণে বেঁচে যান। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সাধারণ ও তরুণ জনগণের সমর্থন তাঁর প্রতি অটুট থেকেছে।

ইজেমিয়ং (이재명) আজকের দক্ষিণ কোরিয়ার প্রতিচ্ছবি এক সংগ্রামী, আত্মনির্ভরশীল ও সংস্কারমুখী নেতৃত্বের মুখ। তাঁর জীবনের গল্প শুধু কোরিয়ার জনগণের নয়, সারা বিশ্বের জন্যই অনুপ্রেরণার উৎস হতে পারে।
অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট

মঙ্গলবারের এক এক্সিট পোল অনুসারে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়া (ডিপিকে) এর লি জে-মিয়ং কোরিয়ার রাষ্ট্রপতি নির্...
03/06/2025

মঙ্গলবারের এক এক্সিট পোল অনুসারে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়া (ডিপিকে) এর লি জে-মিয়ং কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে, তিনি রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কিম মুন-সুকে পরাজিত করবেন।

প্রধান সম্প্রচারক - কেবিএস, এমবিসি এবং এসবিএস - দ্বারা পরিচালিত একটি যৌথ এক্সিট পোল দেখায় যে লি ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে কিমের ৩৯.৩ শতাংশ ভোট পেয়েছেন। ক্ষুদ্র রক্ষণশীল রিফর্ম পার্টির লি জুন-সিওক ৭.৭ শতাংশ ভোট পেয়েছেন।

জাতীয় নির্বাচন কমিশন (এনইসি) জানিয়েছে যে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটার উপস্থিতি ৭৭.৮ শতাংশে পৌঁছেছে, চূড়ান্ত পরিসংখ্যান বুধবার নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: https://www.koreatimes.co.kr/southkorea/2025presidentialelection/20250603/dpks-lee-jae-myung-poised-to-win-presidential-election-exit-poll

Address

Busan

Alerts

Be the first to know and let us send you an email when Rakebul Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakebul Hassan:

Share