South Korea with Forhad

  • Home
  • South Korea with Forhad

South Korea with Forhad "যে চুপ থাকে সে বেঁচে যায়" কথা রুপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান।

29/07/2025

বিয়ের দাওয়াত 😀😀

মা ❤️
21/07/2025

মা ❤️

21/07/2025

পরিস্থিতি বদলানো না গেলে, নিজেকে বদলাও- কারন শান্তি সেখানেই লুকিয়ে থাকে।

আমি অন্যেরটা দেখে কোনোদিন আফসোস করিনা-- কারন আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম..!
13/07/2025

আমি অন্যেরটা দেখে কোনোদিন আফসোস করিনা-- কারন আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম..!

13/07/2025

রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুন
যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ
একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম
(রহঃ) এর সাথে তর্ক করছিলো যে-'বরকত' বলতে কিছুই
নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল,
জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর
ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি
দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল
কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা
যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?
লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?
লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে
বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে
যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও
বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর
কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই
সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার
নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে
তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে
প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য
ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হা'রা'ম
কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর
ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই
আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান
হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়
হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয়
না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে
পড়ি।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত
সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর
চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের
কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা
ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ
বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -
আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?
কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা
এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর
সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর
আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময়
ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন
সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ
করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি
ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারতো।
কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমারা
আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ।
আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা
তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও
তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে
পারছেন না।
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি,
আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন
করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল
করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান
করুন, আল্লাহুম্মা আমিন।
Collected

12/07/2025

আল্লাহ বলেছেন,!
তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি, যা তু'মি শুনোনি.!

12/07/2025

ইদানীং কোরিয়াতে এত তাপমাত্রার পরিমাণ বেড়ে গিয়েছে যে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে।কর্মীদের অবস্থা তো একেবারেই নাজেহাল। এরই পরিপ্রেক্ষিতে কোরিয়ার শ্রম মন্ত্রণালয় একটি আইন পাশ করতে যাচ্ছে সেটা হচ্ছে অনূভুতি তাপমাত্রা ৩৩ ডিগ্রির উপর থাকলে প্রতি দুই ঘন্টা পর পর ২০ মিনিট বিশ্রামের ব্যবস্থা। ইতিমধ্যে আইন পাশের প্রসেসিং সব শেষের দিকে আশা করা যায় সামনের সপ্তাহে বা পরের সপ্তাহের দিকে আইন হিসেবে সকল কোম্পানিতে কার্যকর হবে।

ইতিমধ্যে অনেক কোম্পানিই চালু করে দিয়েছে। যেমন আমাদের কোম্পানিই গতকাল থেকে শুরু করেছে যে ৩৩ডিগ্রির উপরে থাকলে সকালে ২০ মিনিট বিশ্রাম বিকেলে ২০মিনিট বিশ্রাম। শুধু তাই নয় দুপুরের খাবারের সময়েও বিশ্রাম অতিরিক্ত ৩০ মিনিট বাড়িয়ে দিয়েছে।

11/07/2025

বাংলাদেশে টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দুর্বল Investment.

সরকারিভাবে রাশিয়ায় কর্মী নিয়োগ।
10/07/2025

সরকারিভাবে রাশিয়ায় কর্মী নিয়োগ।

07/07/2025

কখনও অল্পতেই হতাশ হবেন না।কেননা উপরে যিনি আছেন তিনি সবসময় আমাদের পাশে থাকেন।

06/07/2025

☺️ জীবনটা অনেকটা সমুদ্রযাত্রার মতো—কখন ঝড় আসবে বলা যায় না। আর্থিকভাবে সেই ঝড় সামলাতে না পারলে শুধু পরিবার নয়, আত্মসম্মান, স্বপ্ন সবই ভেঙে পড়ে। তাই আজকের দিনে দাঁড়িয়ে অর্থনৈতিক সচেতনতা কেবল বিকল্প নয়, বরং একান্ত প্রয়োজন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আজও সামাজিক স্ট্যাটাস রক্ষা করতেই বেশি টাকা খরচ হয়, ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবা হয় না।

🎉 লোক দেখানো খরচ বনাম ভবিষ্যতের পরিকল্পনা

বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ—এসব অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে ফেলি আমরা। অথচ এমন বহু পরিবার আছে যারা সন্তানের চিকিৎসা বা পড়াশোনার সময় অর্থের অভাবে হিমশিম খায়। পরিসংখ্যান বলছে, ভারতের শহরাঞ্চলের ৭০% মধ্যবিত্ত পরিবার জরুরি মুহূর্তে ৫০ হাজার টাকাও হাতে পায় না। কারণ তারা সঞ্চয়ের বদলে লোকদেখানো খরচে অভ্যস্ত।

একবার ভাবুন, আপনার সন্তান যদি ছোটবেলায় জন্মদিনে দামি গিফট না পায়, সেটা হয়তো তাকে একদিনের জন্য মন খারাপ করাবে। কিন্তু ভবিষ্যতে তার পড়াশোনার জন্য যদি পর্যাপ্ত টাকা না থাকে, সেই অভাবের যন্ত্রণা সারাজীবন বয়ে বেড়াতে হবে।

💰 দীর্ঘমেয়াদি সঞ্চয়: ছোট শুরু, বড় ফল

আপনি যদি সন্তানের জন্মের পর মাত্র ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে সুদের হারে ২০ বছরে তা ৩–৪ লাখ টাকায় পৌঁছাতে পারে। এই টাকা ব্যবহার করা যাবে তার উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা কিংবা নিজের ব্যবসা শুরু করার জন্য। ভাবুন তো, একটা জন্মদিনে খরচের টাকাই যদি বুদ্ধিমত সঞ্চয় করা যায়, তাহলে ভবিষ্যতের জন্য কত বড় শক্তি দাঁড় করানো যায়!

🧠 সন্তানকে শেখান অর্থনৈতিক সচেতনতা

সন্তানদের শুধু স্কুলের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আর্থিক শিক্ষা দিন—

Productive ও Non-Productive খরচে পার্থক্য করুন: দামি গ্যাজেট নয়, সোনা, মিউচুয়াল ফান্ড বা শিক্ষা খাতে বিনিয়োগে উৎসাহ দিন।

Liquidity এর গুরুত্ব শেখান: বড় বাড়ি নয়, সহজে বিক্রি বা কাজে লাগানো যায় এমন সম্পদ দরকার—যেমন গহনা বা নগদ টাকা।

দক্ষতার গুরুত্ব বোঝান: ডিগ্রি নয়, স্কিলই ভবিষ্যতের পথ দেখাবে। টিউশন, গ্রাফিক ডিজাইন, কারিগরি জ্ঞান এগুলো শেখাতে উৎসাহ দিন।

🏠 সীমিত স্বপ্ন, সীমিত খরচ

সামাজিক চাপে বিশাল বাড়ি বানানো বা বিয়েতে বিশাল খরচ করে কিছুদিনের জন্য আত্মতৃপ্তি পাওয়া যায়। কিন্তু ভবিষ্যতে যদি জরুরি মুহূর্তে আর্থিক সাহায্য না থাকে, তখন সেই বাড়ি বা বিয়ের জৌলুশ কোনো কাজে আসে না। একটা ছোট বাড়ি আর নির্ভরযোগ্য সঞ্চয়ই এনে দিতে পারে প্রকৃত শান্তি।

💼 বিকল্প আয় ও স্বাধীনতার চর্চা

সন্তানকে শেখান একাধিক ইনকামের পথ তৈরি করতে। শুধু সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দিন, যাতে সে নিজের পথ খুঁজে নিতে পারে।

এছাড়া পরিবারের একাধিক সদস্য যদি ছোট ছোট ইনকাম শুরু করে, তাহলে পুরো পরিবারে একটি অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। কেউ অসুস্থ হলে অন্যজন সামাল দিতে পারে—এটাই টিমওয়ার্ক।

✅ আজকের সিদ্ধান্ত, আগামীর নিরাপত্তা

জীবনকে এখনই পরিকল্পনা করতে হবে। "ভবিষ্যৎ তো দেখা যায় না" বলে যে সিদ্ধান্তহীনতা আমরা বেছে নিই, তা-ই ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তাই আজই—

🔹 বাজেট ঠিক করুন

🔹 অপ্রয়োজনীয় খরচ কমান

🔹 ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন

🔹 সন্তানকে শেখান বাস্তব অর্থনীতি

পরিশেষে একটি কথা: “জীবনকে ব্যবসার মতো ভাবুন। লাভ না হলে পথে বসতে হবে।” আপনার আজকের ছোট সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় রক্ষাকবচ। সঞ্চয় করুন, নিরাপদ থাকুন, স্বাধীন জীবন গড়ুন।
✍️(সংগৃহীত)

02/07/2025

সময়কে সময় থাকতে ব্যবহার করেন…

পৃথিবীর এক নির্মম বাস্তবতা হলো —
আপনি যখন আপনার স্বপ্নের কথা কারো সাথে ভাগ করবেন,
যখন আপনি সাহস করে বলেন — “আমি পারবো!”
ঠিক তখনই, পরিচিত মুখেরাই প্রথম আপনার সাহস ভেঙে দিতে চায়।
তাদের কথায়, হেসে উড়িয়ে দেওয়া ভঙ্গিমায়, কিংবা এক চিমটি সন্দেহ দিয়ে —
তারা যেন বলতে চায়, “তুমি নয়... এটা তোমার জন্য নয়!”

কিন্তু বন্ধুরা,
সফলতা কোনো বাহবা খোঁজে না,
সফলতা জন্ম নেয় নীরব কষ্ট, কঠোর অধ্যবসায় আর অদম্য বিশ্বাসের ভিতরে।

তাই...
✅ কাউকে প্রমাণ করতে নয়,
✅ বাহবা পাওয়ার জন্য নয়,
✅ বরং নিজের স্বপ্নকে বাস্তব করতে,
নিজের বিশ্বাসকে শক্ত করে ধরুন।
চুপচাপ grind করে যান,
সময়কে বন্ধু বানিয়ে এগিয়ে চলেন।

বিশ্বাস করেন, সময় ঠিক প্রতিদান দেবে —
অবশ্যই দেবে…
কখনো দ্বিগুণ, কখনো শতগুণ —
শুধু একটুখানি ধৈর্য রাখো!

🖤 আজ যারা আপনার সম্ভাবনাকে অস্বীকার করেছে,
কাল তারা আপনার সাফল্যের গল্প বলবে…!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when South Korea with Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share