Fahim Sultan

Fahim Sultan Student✍️
South Korea🇰🇷

সকলের সাপোর্ট চাই

Ronaldo's people⚽পর্তুগিজ
26/08/2025

Ronaldo's people⚽
পর্তুগিজ

জাপানিজ,প্রায় দুই তিন মাস পর পরই উনি জাপান থেকে কোরিয়াতে আসে, বিশেষ করে বুসানে। আর আমাদের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া ক...
22/08/2025

জাপানিজ,
প্রায় দুই তিন মাস পর পরই উনি জাপান থেকে কোরিয়াতে আসে, বিশেষ করে বুসানে। আর আমাদের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে আসলেই আমার খোঁজ নিবে। একদিন আমার ছুটির দিন ছিল, আমাদের রেস্টুরেন্টে এসে উনি আমাকে খুঁজে না পাওয়াতে, আমার বসকে দিয়ে কল করিয়েছে।
শুধু উনি নয়, এমন অনেক কাস্টমার আছে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, অথবা অসুস্থতার কারণে কাজে যেতে পারিনি তখন তারা আমার বসকে জিজ্ঞাসা করতে যে লিও (আমার বসের দেওয়া নাম) কোথায়? অনেকে তো এভাবে ফোনও করতো।
পর মানুষের মায়া-মমতা যে কতটা গভীর হতে পারে, তা এই মানুষদের সাথে না মিশলে বুঝতে পারতাম না।

এ বছরে অনেক তরমুজ খাওয়া হয়েছে 😋
14/08/2025

এ বছরে অনেক তরমুজ খাওয়া হয়েছে 😋

এপারে সাদা পাথর, ওপারে ভারতের আসাম।  KGF মুভির মত এক দৃশ্য দেখেছিলাম সাদা পাথর গিয়ে।Sharowar Nehal কে সাথে নিয়ে, ২০১৯ ...
12/08/2025

এপারে সাদা পাথর, ওপারে ভারতের আসাম।
KGF মুভির মত এক দৃশ্য দেখেছিলাম সাদা পাথর গিয়ে।

Sharowar Nehal কে সাথে নিয়ে, ২০১৯ সালে একরকম বাসা থেকে পালিয়ে ঘুরতে গিয়েছিলাম সিলেটে। সেই সুবাদে সিলেটের মাজার, জাফলং, মালনিছড়া চা বাগান, মাধবকুণ্ডের ঝর্ণা থেকে শুরু করে বাংলাদেশ বর্ডারের শেষে অবস্থিত এই সাদা পাথর আমাকে খুবই মুগ্ধ করেছিল।
এখনো মনে আছে, বোটে একজন যেতে যত টাকা লাগে ৮ জন যেতে একই টাকা লাগে। তাই আমরা মাত্র দুজন ছাত্র সাহস করে আর নৌকা ভাড়া করিনি, দুই ঘন্টা অপেক্ষার পর বাবার বয়সী দুজন হাই ক্লাস আঙ্কেলদের সাথে নিয়ে পাড়ি দিয়েছিলাম নদীর এপার থেকে ওই পারে, সাদা পাথরে।
KGF মুভির মত করে দেখতাম ট্রাকে ট্রাকে পাহাড়ের ভিতর থেকে পাথর ভেঙ্গে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরপরই গ্রানাইট এর শব্দ কানে আসতো, আর বুঝতাম এই বুঝি পাহাড় ভেঙ্গে পাথর কেটে নেয়া হচ্ছে।

প্রকৃতির এই সুন্দর পরিবেশ এখন আর নেই, সব নাকি লুটেরা লুট করে নিয়ে যাচ্ছে। আমার এদেশের মানুষ আর মানুষ হবে কবে?

#সাদা_পাথর #সিলেট #ভোলাগঞ্জ

রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি, বাবার বয়সী লোকেরা স্যার স্যার বলে ডাকে, এই লজ্জায় মন চাইতেছে কাজ ছেড়ে দেই।স্টুডেন্ট দ...
02/08/2025

রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি, বাবার বয়সী লোকেরা স্যার স্যার বলে ডাকে, এই লজ্জায় মন চাইতেছে কাজ ছেড়ে দেই।

স্টুডেন্ট
দক্ষিণ কোরিয়া

তখন বাজেট না থাকলেও বন্ধুবান্ধব মিলে ট্যুর দিতাম, এখন পর্যাপ্ত বাজেট থাকলেও বন্ধুবান্ধব মিলে সেই ট্যুর দেওয়া সম্ভব হয় ...
31/07/2025

তখন বাজেট না থাকলেও বন্ধুবান্ধব মিলে ট্যুর দিতাম,
এখন পর্যাপ্ত বাজেট থাকলেও বন্ধুবান্ধব মিলে সেই ট্যুর দেওয়া সম্ভব হয় না 🙂

২০২১ সালে বান্দরবানের বগা লেক আর কেওক্রাডং পাহাড়ে ওঠার সময় মাঝপথে তোলা ছবিটি।

মাঝেমাঝে নিজেকেও একটু সময় দেয়া উচিত।
31/07/2025

মাঝেমাঝে নিজেকেও একটু সময় দেয়া উচিত।

27/07/2025

শামুকের সুপ🫠

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। এদেশে শিক্ষারত অবস্থায়ও জীবন অনিশ্চিত 💔আল্লাহ সকলকে ধৈর...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। এদেশে শিক্ষারত অবস্থায়ও জীবন অনিশ্চিত 💔
আল্লাহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

২০২১ ~গোলাপগ্রাম🥀
18/07/2025

২০২১
~গোলাপগ্রাম🥀

৬ বছর আগে, ১৭জুলাই ২০১৯, বাসা থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলাম কারণটা ছিলো HSC রেজাল্ট🌚 রেজাল্ট খারাপ হবে ভেবে বাসা থেক...
17/07/2025

৬ বছর আগে, ১৭জুলাই ২০১৯,
বাসা থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলাম কারণটা ছিলো HSC রেজাল্ট🌚 রেজাল্ট খারাপ হবে ভেবে বাসা থেকে পালানোর সিদ্বান্ত নেই আমি আর আমার বন্ধু Sharowar Nehal (কিরে মনে আছেনি 🌚)
কিন্তু আলহামদুলিল্লাহ্ আজ, একজন কোরিয়াতে 🇰🇷 আরেকজন জাপানে🇯🇵

Address

Busan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Sultan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share