
01/07/2025
যারা বাংলাদেশ থেকে কিংবা নির্দিষ্ট দেশ সমূহ হতে কোরিয়ায় গমণ করবেন তাদেরকে অবশ্যই Q-CODE স্বাস্থ্য তথ্য পূরণ করে আসতে হবে।
KDCA এর নোটিশঃ -
কঠোর কোয়ারেন্টাইন পরিদর্শনের প্রয়োজনীয় দেশ সমূহ
[১লা জুলাই, ২০২৫ তারিখ থেকে কার্যকর]
যেসব ব্যক্তি (অবস্থান বা ট্রানজিট সহ) "কঠোর কোয়ারেন্টাইন পরিদর্শনের জন্য বাধ্যতামূলক এলাকা পরিদর্শন করেছেন যেখানে প্লেগ, জুনোটিক ইনফ্লুয়েঞ্জা, অথবা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS) এর সংক্রমণ ঘটেছে, তাদের কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশের সময় একজন কোয়ারেন্টাইন অফিসারের কাছে একটি Q-CODE (অথবা স্বাস্থ্য ঘোষণা ফর্ম) জমা দিতে হবে।
*মেনে চলতে ব্যর্থ হলে কোয়ারেন্টাইন আইন অনুসারে ১ কোটি KRW পর্যন্ত জরিমানা হতে পারে।
টার্গেট দেশ (অঞ্চল)
এশিয়া :
বাংলাদেশ, ভিয়েতনাম (দক্ষিণ-পূর্ব", মেকং ট্রায়াঙ্গেল""), চীন (অভ্যন্তরীণ মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসন অঞ্চল, গুয়াংডং প্রদেশ, গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, গুইঝো প্রদেশ, সিচুয়ান প্রদেশ, চংকিং সিটি, হুনান প্রদেশ, হুবেই প্রদেশ), কম্বোডিয়া (হোয়ানসিহিয়াস)
মধ্যপ্রাচ্য :
লেবানন, বাহরাইন, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান, জর্ডান, ইরাক, ইরান, ইসরায়েল, কাতার, কুয়েত
আফ্রিকা :
মাদাগাস্কার, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
আমেরিকা :
মার্কিন যুক্তরাষ্ট্র (মিনেসোটা, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, পেনসিলভানিয়া।
নিম্নে বর্ণিত লিংকে গিয়ে আপনি সহজেই আপনার Q-CODE এর ফরমটি পূরণ করতে পারবেন-
https://cov19ent.kdca.go.kr/
এখানে আপনার পাসপোর্ট নম্বর, আপনার ফ্লাইট নম্বর, কোরিয়াতে কবে আসলেন, কোন্ দেশ থেকে আগমন করলেন, শেষ ২১ দিনের মধ্যে কোন্ কোন্ দেশ ভ্রমণ করেছেন, আপনার কোরিয়ার ঠিকানা ও আপনার স্বাস্থ্যের বিবরণ - এসব তথ্য প্রদান করলেই সাথে সাথে আপনার কিউআর-কোড তৈরি হয়ে যাবে যা আপনার মোবাইলে সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন এবং ইনচন বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন করার আগে প্রদর্শন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ফ্লাই করার আগেই আপনাকে কিউআর-কোড করে নিতে হবে। যারা করতে পারবেন না, আগের মতোই ঢাকা এয়ারপোর্ট থেকে টাকা দিয়ে করিয়ে নিতে পারবেন। তবে একটু চেষ্টা করলেই আপনি নিজেই করতে পারবেন।