বাংলার মুখ

বাংলার মুখ প্রবাসীদের কাছে গুরুত্বপূর্ন খবর গুলি সহজ ভাষায় তুলে ধরার ছোট্ট প্রয়াস
(1)

যারা বাংলাদেশ থেকে কিংবা নির্দিষ্ট দেশ সমূহ হতে কোরিয়ায় গমণ করবেন তাদেরকে অবশ্যই Q-CODE  স্বাস্থ‍্য তথ‍্য পূরণ করে আসতে...
01/07/2025

যারা বাংলাদেশ থেকে কিংবা নির্দিষ্ট দেশ সমূহ হতে কোরিয়ায় গমণ করবেন তাদেরকে অবশ্যই Q-CODE স্বাস্থ‍্য তথ‍্য পূরণ করে আসতে হবে।

KDCA এর নোটিশঃ -

কঠোর কোয়ারেন্টাইন পরিদর্শনের প্রয়োজনীয় দেশ সমূহ

[১লা জুলাই, ২০২৫ তারিখ থেকে কার্যকর]

যেসব ব্যক্তি (অবস্থান বা ট্রানজিট সহ) "কঠোর কোয়ারেন্টাইন পরিদর্শনের জন্য বাধ্যতামূলক এলাকা পরিদর্শন করেছেন যেখানে প্লেগ, জুনোটিক ইনফ্লুয়েঞ্জা, অথবা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS) এর সংক্রমণ ঘটেছে, তাদের কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশের সময় একজন কোয়ারেন্টাইন অফিসারের কাছে একটি Q-CODE (অথবা স্বাস্থ্য ঘোষণা ফর্ম) জমা দিতে হবে।
*মেনে চলতে ব্যর্থ হলে কোয়ারেন্টাইন আইন অনুসারে ১ কোটি KRW পর্যন্ত জরিমানা হতে পারে।

টার্গেট দেশ (অঞ্চল)

এশিয়া :

বাংলাদেশ, ভিয়েতনাম (দক্ষিণ-পূর্ব", মেকং ট্রায়াঙ্গেল""), চীন (অভ্যন্তরীণ মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসন অঞ্চল, গুয়াংডং প্রদেশ, গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, গুইঝো প্রদেশ, সিচুয়ান প্রদেশ, চংকিং সিটি, হুনান প্রদেশ, হুবেই প্রদেশ), কম্বোডিয়া (হোয়ানসিহিয়াস)

মধ্যপ্রাচ্য :

লেবানন, বাহরাইন, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান, জর্ডান, ইরাক, ইরান, ইসরায়েল, কাতার, কুয়েত

আফ্রিকা :

মাদাগাস্কার, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

আমেরিকা :

মার্কিন যুক্তরাষ্ট্র (মিনেসোটা, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, পেনসিলভানিয়া।

নিম্নে বর্ণিত লিংকে গিয়ে আপনি সহজেই আপনার Q-CODE এর ফরমটি পূরণ করতে পারবেন-

https://cov19ent.kdca.go.kr/

এখানে আপনার পাসপোর্ট নম্বর, আপনার ফ্লাইট নম্বর, কোরিয়াতে কবে আসলেন, কোন্ দেশ থেকে আগমন করলেন, শেষ ২১ দিনের মধ‍্যে কোন্ কোন্ দেশ ভ্রমণ করেছেন, আপনার কোরিয়ার ঠিকানা ও আপনার স্বাস্থ্যের বিবরণ - এসব তথ‍্য প্রদান করলেই সাথে সাথে আপনার কিউআর-কোড তৈরি হয়ে যাবে যা আপনার মোবাইলে সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন এবং ইনচন বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন করার আগে প্রদর্শন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে ফ্লাই করার আগেই আপনাকে কিউআর-কোড করে নিতে হবে। যারা করতে পারবেন না, আগের মতোই ঢাকা এয়ারপোর্ট থেকে টাকা দিয়ে করিয়ে নিতে পারবেন। তবে একটু চেষ্টা করলেই আপনি নিজেই করতে পারবেন।

26/06/2025

মধ্যপ্রাচ্যে ৫ জুলাই শনিবার ১০ মুহররম, ৪-৫ জুলাই আশুরার রোজা রাখতে পারেন।

পেনাকি নিজে কাল্ট হতে চেষ্টা করেছিল। কাল্ট হবার পথেও ছিলো। আমাদের শত আইডি মিলেও তার আইডির প্রভাবের ধারেকাছে ছিলো না। এখন...
26/06/2025

পেনাকি নিজে কাল্ট হতে চেষ্টা করেছিল। কাল্ট হবার পথেও ছিলো। আমাদের শত আইডি মিলেও তার আইডির প্রভাবের ধারেকাছে ছিলো না। এখনো নাই।

কিন্তু ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।

৩৬ জুলাইয়ের পর পেনাকির ল্যাঞ্জা উদোম হয়। ফলত পিনাকি বুঝে ফেলেছে লাখ ফলোয়ার সত্ত্বেও তার পক্ষে আর কাল্ট হবার সুযোগ নেই। পেনাকি ইতিমধ্যে তার শীর্ষ গ্রহণযোগ্যতা থেকে খসে পরতে শুরু করেছে। যা ওপরে উঠবে তার পতন একদিন হবেই।

এখন বরং ক্লাস ফাইভের অঙ্কের তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে চাওয়া সেই... উদাহরণ হিসাবে বেশ প্রাসঙ্গিক।

তার ফলোয়ার মূলত কে/কারা সে জানে। সে জানে, ক্ষমতালোভী কিছু কুক্ষিগত লোকের কাছে জনপ্রিয়তা দিয়ে সাধারণ মানুষের রাজনীতি হয় না। এসব মুরিদকুল দিয়ে দুর্বল সরকারের বিরুদ্ধে মব সৃষ্টি করা যায় কিন্তু নয়া রাজনীতি করা যায় না।

তাই সে ভর করেছে হাসনাতের ঘাড়ে। এর আগে হাসনাতকে ব্যবহার করে আর্মিচিফকে সরানোর পাঁয়তারা করে ব্যর্থ হয় পেনাকি।

হাসনাতকে কাল্ট বানানোর খেলায় তার নয়া ট্রাম্প কার্ড জোহন মামদানী। সে এই মুহূর্তে এতটাই হিতাহিতজ্ঞানশূন্য যে সম্পূর্ণ ভিন্ন ইডিওলজির জোহনের সাথে হাসনাতকে মিলিয়ে ক্রেজ তৈরির অপচেষ্টা করছে।

মাত্র কিছুদিন আগেও সে রাইটিস্ট ডোনাল্ডকে ড্যাডি ডেকে তাঁরে অনুসরণ করার কথা বলেছিল।


যারা তাঁরে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন এই লোক কালী ভক্ত। তার এক্টিভিজমের আউটলাইন হচ্ছে সেফাতুল্লাহ সেফু।

যতদিন পেনাকি নিজের সীমাবদ্ধতা না জানতো, ততদিন সে দেশের জন্য অস্বস্তিকর ছিল, ডিসটার্বিং ছিল। তার কার্যকলাপ সীমাবদ্ধ ছিল জেয়াফতের ভেতর। তার ধারণা ছিল জেয়াফত আর মব করে সে হাতিঘোড়া বজরাপানসি মেরে দেবে।

সম্প্রতি সরকার মব বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হচ্ছে। বিএনপি প্রকাশ্যে মবোন্মাদনার বিরুদ্ধে কথা বলছে। ফলে পেনাকি বুঝেছে এনার্কি কার্যকারিতা নষ্ট হচ্ছে।

ঠিক এই কারণে সে বেছে নিয়েছে হাসনাতকে। দেশপ্রেমিক স্বশিক্ষিত মানুষের কাছে হাসনাতের ইমেজ এখনো বহাল। হাসনাতের অবশিষ্ট ইমেজ ব্যবহার করে নির্বাচন ঠেকানোর কৌশলের দিকে এগিয়ে যাচ্ছে পেনাকি। এই সর্বনাশা কাজ করতে গিয়ে সে প্রয়োজনে এনসিপি ভেঙে দিতে চাল দেবে।

পেনাকির নিজের আচরণে মত তার কোনো স্থায়ী শত্রু-মিত্র নেই। আজ বাতিঘরের লালবাতি জ্বালায় আবার বাতিঘরে নিজের বই বেঁচে। একদিন ইন্ডিয়া বয়কট করে তো আরেকদিন ইন্ডিয়াতে বাট্টা করে।

চূড়ান্ত পল্টি মারার ক'দিন আগেও সে তার চ্যানেলে ফাহাম, সায়ের, অ্যাপোলো ভাইদের নিয়ে এসে ভিউ বাড়িয়েছে। কাজ শেষে তাদেরও সাপের পাঁচ পা দেখিয়ে দিয়েছে।

সালাউদ্দিন আহমেদ গুম কমিশনে রিপোর্ট না করলে সে এজেন্ট ট্যাগ করে। অথচ তার মুরুব্বি মজহারের গুম নিয়ে সে নীরব।


খাদ্যচক্রের সর্বনিম্ন স্তরে থাকা আমার মতো নিচু স্তরের অ্যাক্টিভিস্টের পোস্ট নিয়েও সে মিথ্যাচার করেছে।

তো হাসনাত এই লোককে কীভাবে ভরসা করছে আমি বুঝি না। নাপা নিয়ে হাজার অভিযোগ আছে। কিন্তু আরেকটা বাংলাদেশপন্থী দল হওয়ার সুযোগ শুধুমাত্র নাপারই আছে।

যখন দেখি পেনাকি, ছোটন, ফরহাদদের খপ্পরে পড়ে উঠতি তরুণদের রাজনৈতিক দলটা ক্রমেই হারিয়ে যাচ্ছে, তখন খারাপ লাগে।

হাসিনার পতনের পর আরেকটা নির্বাচনহীন বাংলাদেশের জন্য হাসনাত, নাহিদদের ব্যস্ত হতে দেখি, তখন পালাতে ইচ্ছে হয়।

পেনাকি বোধহয় জানে না, আমরা এখনো বেঁচে আছি। পেনাকিদের সিপি গ্যাংদের মাঠছাড়া করেছিলাম এই আমরা। গজাম থেকে পল্টি নেবার পর এই আমাদের কাছেই সে সাইবার ফাইটের জন্য হাত পাততো। পিয়ালদের ঙ্গাবু ঙ্গাবু থেকে বাঁচাতে এই আমরা ছিলাম।

খোদার কসম, পেনাকি আপনারে ইন্টেলেকচুয়ালি জাফর ইকবাল করে দেয়ার প্রতিজ্ঞা নিলাম। মেধায় আপনি সেফুদার পাশে স্থান পাবেন। সেফুদা পাগলাপানি গিলে সবুজ হাপ্পেন পরে নাচবে। তুমি গুজরাটি সালোয়ারের সাথে বো-টাই পিন্দে তার বগলের ঘ্রাণ নেবে।

লেখাঃ ওয়াসিম ইফতেখার।

26/06/2025

সাউথ কোরিয়ার জেজু আইল্যান্ডে।

27/05/2025

ড্রোন শো। গুমি, সাউথ কোরিয়া।

27/05/2025

আতশবাজি। গুমি, সাউথ কোরিয়া।

04/01/2025

ঢাকার নিউমার্কেটে শপিং করতে এসেছে এলিয়েন। 😂

21/12/2024

Pohang, South Korea,,,,

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
21/12/2024

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।

09/12/2024

টুইনটাওয়ার। কুয়ালালামপুর, মালয়েশিয়া।

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো।...
30/11/2024

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো।একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই আপনার।
উনি বলতে চাচ্ছিলো নাহ, অনেক জোর করলাম উনি বললো,, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট,, তারপর আমি বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বললো

আমি আমার মরা মা কে বাড়িতে রেখে এসেছি! আমার বের হওয়া ৪০ মিনিট আগে আমার মা মারা গেছে স্টোক করে। আর আমার বাবার এতো আহামরি টাকা নেই যে আজকের টিকিট টা কেনসেল করে দিয়ে আরেক দিন যাবো! তারপর আমি আসতে চায়নি আমাকে জোড় করে পাঠিয়ে দিয়েছে সবাই....!

©️সংগৃহীত

18/11/2024

Autumn in South Korea...

Address

Gumi
39254

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার মুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share