Haneul & Amena

Haneul & Amena ❤️~Assalamu alaikum~❤️
Hi guys it's us^^ Korean Bangladeshi couple (Haneul🇰🇷 & Amena🇧🇩) Thank you for visiting us^ May Allah bless you and your family.
(5)

Pray for us too~🫶🏻🫶🏻

গরমের দিনে ডাবের পানি খেয়ে যে কি শান্তি আহা🤭🤭আল্লাহুম্মা বারিক লাহু ❤️ মাশাআল্লাহ ❤️
29/07/2025

গরমের দিনে ডাবের পানি খেয়ে যে কি শান্তি আহা🤭🤭
আল্লাহুম্মা বারিক লাহু ❤️ মাশাআল্লাহ ❤️

মাছ মাংস যখন আর ভালো লাগেনা 😊
25/07/2025

মাছ মাংস যখন আর ভালো লাগেনা 😊

আমার দুষ্টু পাখিটা মাশাআল্লাহ 🇧🇩🇰🇷❤️ আল্লাহুম্মা বারিক লাহু ❤️
24/07/2025

আমার দুষ্টু পাখিটা মাশাআল্লাহ 🇧🇩🇰🇷❤️ আল্লাহুম্মা বারিক লাহু ❤️

😭😭
22/07/2025

😭😭

21/07/2025

Bangladesh 🇧🇩 লজ্জিত জাতি

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
©️

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন

01811696033
©️©️

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটকুর্মিটোলা জেনারেল হাসপাতাল উ...
21/07/2025

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন।
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ
©️

ইউটিউবে নতুন ভিডিও আপলোড হয়ে গিয়েছে 👇🏻
21/07/2025

ইউটিউবে নতুন ভিডিও আপলোড হয়ে গিয়েছে 👇🏻

Assalamu alaikum everyone it's Haneul and Amena .. Korean Bangladeshi couple thank you so much for watching our video 📷 stay blessed and pray for us tooMake...

আমাদের দুষ্টু ইহান মাশাআল্লাহ ❤️❤️🌺
21/07/2025

আমাদের দুষ্টু ইহান মাশাআল্লাহ ❤️❤️🌺

মা ছেলের কিছু সময় ❤️❤️আল্লাহুম্মা বারিক লাহু ❤️🌺
18/07/2025

মা ছেলের কিছু সময় ❤️❤️
আল্লাহুম্মা বারিক লাহু ❤️🌺

আজকে অনেক দিন পর এতো মজা করে খেলাম😭❤️ আলহামদুলিল্লাহ
17/07/2025

আজকে অনেক দিন পর এতো মজা করে খেলাম😭❤️ আলহামদুলিল্লাহ

বড় বাবা বড় আম্মার পক্ষ থেকে ইহানের জন্মদিনের উপহার মাশাআল্লাহ ❤️❤️🇧🇩🇰🇷আল্লাহুম্মা বারিক লাহু ❤️
16/07/2025

বড় বাবা বড় আম্মার পক্ষ থেকে ইহানের জন্মদিনের উপহার মাশাআল্লাহ ❤️❤️🇧🇩🇰🇷
আল্লাহুম্মা বারিক লাহু ❤️

Address

Hwaseong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haneul & Amena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share