
26/08/2025
প্রথম মাতৃত্বের স্বাদ প্রতিটা মেয়ের কাছে একটা আবেগের জায়গা।। জীবনের শ্রেষ্ঠ অনুভূতির মধ্যে একটা।। নয়টা মাস একটা মেয়ে এই জার্নির সাথে হয়তো অনেক শারীরিক ও মানসিক কষ্ট বহন করে কিন্তু সেটা অনেকটাই কমে যায় যদি একটা ভরসার হাত পাশে থাকে।। একজন পুরুষ বা একজন হাজব্যান্ড হয়তোবা একটি মেয়ের এই নয় মাসের জার্নিটা সে নিতে পারবে না,, কিন্তু তার ভরসা তার ভালোবাসা স্নেহ মমতা সাপোর্ট একটি মেয়ের এই নয় মাসের জার্নির কষ্টটা অনেকটা কমিয়ে দিতে পারে ।। এজন্য আমি বলব এই সময়টা প্রতিটা পুরুষ যেন তার স্ত্রীর পাশের সম্পূর্ণ ভাবে থাকে।।( এটা আগের ছবি)