Roshni from South Korea

Roshni from South Korea I make my all videos on this page in my hobby.. We want to share our happy moments with everyone.
(1)

31/07/2025

কোরিয়ানদের ১০০ বছর বেচেঁ থাকার রহস্য।।

ছবিতে কি দেখা যায় ??🤔🤔
31/07/2025

ছবিতে কি দেখা যায় ??🤔🤔

শুধু ব্র্যান্ডের সানগ্লাস কিনলে হবে??? না হবে না ❌ ব্র্যান্ডের সানগ্লাস কিনে এভাবে ঘাড়টা ঘুরায় পোছ মাইরা মানজা ছবি তুল...
31/07/2025

শুধু ব্র্যান্ডের সানগ্লাস কিনলে হবে??? না হবে না ❌ ব্র্যান্ডের সানগ্লাস কিনে এভাবে ঘাড়টা ঘুরায় পোছ মাইরা মানজা ছবি তুলতে হবে যাতে ব্র্যান্ডের নামটা দেখা যায় 😅😅 এত টাকা দিয়া ব্র্যান্ডের সানগ্লাস কিনবো সেটা যদি মানুষ নাই দেখে তাইলে তো সানগ্লাস কিনা টাই বৃথা 🤣🤣
সবাই কে অনুরোধ করছি আমার খোমা না দেখেন সমস্যা নাই কিন্তু সানগ্লাস টা কিন্তু দেখবেন 😂😂😂

ফ্রি টাইমে ফোনটা হাতে নিয়ে যখন কাউকে ফোন দিতে চাই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এ,, ঢুকে অনেককেই হয়তোবা খুঁজে পাই আমার ...
30/07/2025

ফ্রি টাইমে ফোনটা হাতে নিয়ে যখন কাউকে ফোন দিতে চাই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এ,, ঢুকে অনেককেই হয়তোবা খুঁজে পাই আমার কন্টাক্ট লিস্টে,,, কিন্তু কল দেবার জন্য কাউকেই খুঁজে পাই না কারণ ইদানিং বেশিরভাগ মানুষের কথার মাঝেই কেমন জানি একটা ব্যস্ততা থাকে।😌😌 মনে তার সব সময় আমি নিয়ে নিচ্ছি অনেক কাজ রেখে কথা বলতে হচ্ছে তাকে।।

📱 আগে মিনিট কার্ড কিনে হলেও সবাই সবাইকে কল দিতো অথচ এখন ফ্রি ওয়াইফাই এর মাঝে বসেও কেউ কাউকে আর কল দিতে চায় না 🥲

❤হাতেগোনা দু চারজন কাছের মানুষ ছাড়া এখন আর কাউকেই খুঁজে পাই না মন খুলে কথা বলার জন্য অথচ সবাইকে কিন্তু একটিভ দেখা যায় অলটাইম অনলাইনে। 😅

আমি সত্যি আবার আমাদের সেই আগের অ্যানালগ লাইফটাকে ফিরে পেতে চাই যে লাইফে সবাই সবার সাথে কথা বলার জন্য উদ্বিগ্ন হয়ে থাকবে 🤗 দেখা হলে হাতে ডিভাইস থাকবে না ❌ মন খুলে আড্ডা আর খাওয়া দাওয়া হবে কিন্তু খাবারের ছবি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অস্থিরতা থাকবে না আর দিনশেষে মন ভরা শান্তি নিয়ে বালিশে মাথা রেখে আরামে ঘুমানো যাবে।।।।
🥰🥰🥰 আহহহহহহ শান্তি 🥰🥰🥰🥰

কার কার ঘুম ভাঙলো আমার এখানে তো অলরেডি সকাল গড়িয়ে দুপুর হতে চললো।।।
30/07/2025

কার কার ঘুম ভাঙলো আমার এখানে তো অলরেডি সকাল গড়িয়ে দুপুর হতে চললো।।।

29/07/2025

কার কার বাসায় এমন অবস্থা ❌❌

🟤 এটাও নাকি আবার একটা ফেসটিভ্যাল 🤔কোরিয়াতে এটি একটি জনপ্রিয় ফেস্টিভ্যাল । যেটিকে মাঠ ফেস্টিভ্যাল বলে । সবাই কাদার মধ্য...
29/07/2025

🟤 এটাও নাকি আবার একটা ফেসটিভ্যাল 🤔

কোরিয়াতে এটি একটি জনপ্রিয় ফেস্টিভ্যাল । যেটিকে মাঠ ফেস্টিভ্যাল বলে । সবাই কাদার মধ্যে মাখামাখি করে। প্রতি বছরের মত এ বছরও শুরু হয়ে গেছে ২৫ জুলাই থেকে ১০ই আগস্ট পর্যন্ত চলবে। আমাদের দেশে এই ফেস্টিভ্যাল হলে কি হইতো সেটা আর নাই বা বল্লাম 🫢🫢
যদিও আমাদের দেশ গ্রামের ছোট ছোট পোলাপান সারাবছর এই উৎসব পালন করে 😅😅 ।। আমার কাছে কোরিয়ানদের এই উৎসব টা ভালো লাগে না। তবে কেউ যেতে চাইলে কমেন্টে ঠিকানা দিয়ে দিব।

Good morning 🌼🌼
29/07/2025

Good morning 🌼🌼

শাড়ি আমার ভীষন পছন্দের।। শাড়ি পরার জন্য আমার বিশেষ কোন দিন লাগেনা শুধু মনটা ভালো থাকলেই চলে 🤗🤗 আর আজকেও শাড়ি পরছি হুদ...
28/07/2025

শাড়ি আমার ভীষন পছন্দের।। শাড়ি পরার জন্য আমার বিশেষ কোন দিন লাগেনা শুধু মনটা ভালো থাকলেই চলে 🤗🤗 আর আজকেও শাড়ি পরছি হুদাই 😅😅 তবে কাজের মধ্যে কাজ একটা হইছে জামাই ভাবছে আজ বিশেষ কিছু ছিল হয়তো সে ভুলে গেছে 🤔🤔 আর সেই সুযোগ আমি অনলাইন থেকে একটা গিফ্ট নিয়ে নিছি জামাই মশাইর কাছ থেকে 🤣🤣 চিল্লায় কন ঠিক করছি কিনা 😁😁
(বি:দ্র: কালকে সকালে এই পোষ্ট দেখার পর গিফ্ট ফেরত চাইলে ৪২০ ধারায় মা* মলা ধার্য হইবে 😅😂🤣)

ভাবার সময় নাই,, প্রস্তুতি শুরু করে দেন।।।
28/07/2025

ভাবার সময় নাই,, প্রস্তুতি শুরু করে দেন।।।

ওনাকে দেখার পর আপনার সবার প্রথম কোন কথাটা মনে আসে ⁉️  আমার তো মনে আসে ছোটবেলা আমি ভাত না খেতে চাইলে আম্মু আমাকে  একটা জি...
27/07/2025

ওনাকে দেখার পর আপনার সবার প্রথম কোন কথাটা মনে আসে ⁉️ আমার তো মনে আসে ছোটবেলা আমি ভাত না খেতে চাইলে আম্মু আমাকে একটা জিনিসের কথা বলতো যেটার ভ*য়ে তাড়াতাড়ি ভাত খেয়ে নিতাম 🤪🤪 ঠিক ওইটার কথা আমার মনে পড়ে 🤣🤣🤣 আপনার টা কমেন্ট বক্সে বলে যান।।

এমন ব্রীজ দেখলেই বসতে ইচ্ছা করে আমাদের দেশ হইলেতো মানুষ ফকির ভেবে টাকা দিয়া যাইতো 🤣🤣🤣 ভাগ্গিস এ দেশে ভিক্ষুক নাই।। যদিও...
27/07/2025

এমন ব্রীজ দেখলেই বসতে ইচ্ছা করে আমাদের দেশ হইলেতো মানুষ ফকির ভেবে টাকা দিয়া যাইতো 🤣🤣🤣 ভাগ্গিস এ দেশে ভিক্ষুক নাই।। যদিও এ দেশের মানুষেরা কারো দিকে তাকানোর সময় নাই আপনে রাস্তায় সারাদিন বসে থাকলেও কেউ ফিরে ও দেখার নাই।।

Address

Incheon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roshni from South Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share