ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad

ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই সর্বোত্তম বিচারক

06/12/2025
কিশোরগঞ্জের, করিমগঞ্জ, উপজেলার প্রবীন আলেম, সংউরি মসজিদ দক্ষিণ কোরিয়ার ইমাম ও খতিব  মুফতি MD Omar Faruque হুজুরের শ্বশুর...
26/11/2025

কিশোরগঞ্জের, করিমগঞ্জ, উপজেলার প্রবীন আলেম, সংউরি মসজিদ দক্ষিণ কোরিয়ার ইমাম ও খতিব মুফতি MD Omar Faruque হুজুরের শ্বশুর। মাওলানা হাবিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা হুজুরে কে মাফ করে 'তার কবর কে জান্নাতের উচু মাকাম বানিয়ে দিক আমিন।

08/10/2025

দক্ষিণ কোরিয়ায় শায়খ Ahmadullah Mizanur Rahman Azhari

05/10/2025

নর্থসাউথে পবিত্র কুরআন অবমাননা
অপূর্ব পালের ফাঁসি চাই

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্তে ঠোঁটে শিস বাজাতে বাজাতে কুরআন পদপ...
05/10/2025

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্তে ঠোঁটে শিস বাজাতে বাজাতে কুরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন, সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা।

কেউ কেউ অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। পূর্বেও অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে।

কথা হলো, একজন মানসিক রোগী কীভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে!

তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের ওপরই আক্রমণ করে!

মনে রাখতে হবে, ক্লাসে হাদিসের উদাহরণ আনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতোপূর্বে বহিষ্কার করা হয়েছে। অথচ কুরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্ব পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

তাই বিশ্ববিদ্যালয়-প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না। এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামবিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে। ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেয়া যায় না।
অপূর্ব পাল যা করেছে, এটা ধর্মীয় দাঙ্গা বাধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই।

পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি—অবিলম্বে ধর্মঅবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে।

নতুবা দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী ন্যাক্কারজনক এই ঘটনা বারবার ঘটতেই থাকবে।
Ahmadullah

✨ আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স-২০২৫✨🌍📌 স্থান: Nymaungjo Sports & Cultural Center, South Korea🏛️ আয়োজক: Songwoori Masjid...
03/10/2025

✨ আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স-২০২৫✨🌍

📌 স্থান: Nymaungjo Sports & Cultural Center, South Korea
🏛️ আয়োজক: Songwoori Masjid 송우리 이슬람다와센터
🕛 সময়: দুপুর ১২টা থেকে বিকেল ৫টা

বিশেষ অতিথি:
📖 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার

শায়খ Ahmadullah(হাফিজাহুল্লাহ)

শায়খ ড. Mizanur Rahman Azhari (হাফিজাহুল্লাহ)

আসুন, আমরা সবাই এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে দ্বীনের আলোকে নিজেদের জীবন আলোকিত করি।

আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স- ২০২৫ সংউরি মসজিদ, দক্ষিণ কোরিয়া সফল হোক
03/10/2025

আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স- ২০২৫
সংউরি মসজিদ, দক্ষিণ কোরিয়া সফল হোক

পশ্চিমা গণতন্ত্রের উদ্ভাবক মিস্টার আব্রাহাম লিংকনের লাশ ১৮৬৫ সাল,  ১৫ এপ্রিল থেকে মাটি , পোকায় খেয়ে নিঃশেষ করে দিয়েছে...
14/09/2025

পশ্চিমা গণতন্ত্রের উদ্ভাবক মিস্টার আব্রাহাম লিংকনের লাশ ১৮৬৫ সাল, ১৫ এপ্রিল থেকে মাটি , পোকায় খেয়ে নিঃশেষ করে দিয়েছে । আরেক বার জাহান্নামের আগুনে খাওয়ার উপযোগী শরীর দিয়ে জাহান্নামে পাঠানো হবে দোযখের খাবার হিসেবে।
বাকি থাকল তার রেখে যাওয়া লেট্টিন গণতন্ত্রের মৃত্যুকালের বিষয়টি! সেটাও অলরেডি মুসলিম দেশগুলোতে সচেতন মুসলমানের দৃষ্টিতে মইরা গেছে ! পঁইচাও গেছে ! গণতন্ত্রের সেই মরাপঁচা লাশও ইতোমধ্যে কীড়ায় খাওয়া শুরু করেছে ! শীঘ্রই তার দুর্গন্ধ প্রকটভাবে ছড়িয়ে পড়বে।
মুসলিম উম্মাহ অতিশীঘ্রই গণতন্ত্র ও তার পূজারীদেরকে বমির মতোই উগলে দিয়ে ছুঁড়ে ফেলবে! মানুষ বলবে- 'ছি গণতন্ত্র! ছি! যে তন্ত্র মানুষকে মানুষের খোদার আসনে বসায়া মানুষের আইনদাতা বানায়, মুসলমানদের সংবিধানদাতা বানায়- থুতু নিক্ষেপ করি সেই গণতন্ত্রের মুখে !'

একখান কথা কই !
আজকের বাংলাদেশে যে পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছেন সেটা সম্ভবত এই ভূমির জন্য এ শতাব্দীর মুসলিম জাতীয়তাবাদের সূচনা পর্ব! আগামী দশ পনেরো বছরের মধ্যেই এর ফলাফল সূর্যালোকের মতোই জ্বলজ্বল করে ওঠবে! নতুন প্রজন্ম তাদের হারানো ইতিহাস জানতে চাইবে! আত্মপরিচয় খুঁজে বের করবে ! তাঁদের হারানো সম্পদ, রাসুলুল্লাহ সা এর রেখে যাওয়া আমানত ,
খেলাফত ব্যবস্থাকেই একমাত্র মুক্তির পয়গাম হিসেবে বেছে নিবে - ইনশাআল্লাহ।

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম কর...
21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

প্রবাসী ভাইয়েরা PDF টি ডাউনলোড করে নিন কমেন্ট দেওয়া লিংক থেকে
15/07/2025

প্রবাসী ভাইয়েরা PDF টি ডাউনলোড করে নিন
কমেন্ট দেওয়া লিংক থেকে

বদ নজর, জিন-শয়তান ও কালোজাদুতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অসংখ্য জীবন ও পরিবার এর ভুক্তভোগী।

আপনাদের সমস্যার কথা ভেবে আমরা এ বিষয়ে একটি লিফলেট তৈরি করেছি, যেখানে জিন-জাদু ও বদ নজর থেকে আত্মরক্ষা পাওয়ার কুরআন-সুন্নাহভিত্তিক পরামর্শ দেয়া হয়েছে।

আগ্রহীগণ আমাদের আফতাবনগর অফিসে এসে লিফলেটটি সংগ্রহ করতে পারেন। চাইলে পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারেন।

পিডিএফ লিংক মন্তব্যের ঘরে।

Address

107-16 Song-u-ri, Soheul-eup, Pocheon-si, Gyeonggi-do
Pocheon
11100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share