ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad

ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই সর্বোত্তম বিচারক

বিশেষ আমল পবিত্র জিলহজ মাসের
29/05/2025

বিশেষ আমল পবিত্র জিলহজ মাসের

28/05/2025

জিলহজের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।
রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয় [সহিহ বুখারি]।
তাই আসুন, এই শ্রেষ্ঠ দশককে ইবাদতের সৌরভে ভরিয়ে তুলি।
Ahmadullah

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!আমার মুহতারাম উস্তায, কিছু বিষয়ে জীবনে আমি সবচেয়ে প্রভাবিত যার দ্বারা, জামেউল ...
18/05/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

আমার মুহতারাম উস্তায, কিছু বিষয়ে জীবনে আমি সবচেয়ে প্রভাবিত যার দ্বারা, জামেউল উলুম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, শায়খ আহমাদ আব্দুল্লাহ চৌধুরী রহ আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। গতকাল রাতে খুব মন চাচ্ছিল হুজুরের সঙ্গে কথা বলি। রাত বেশি হয়ে গেছে, ক্লান্ত ছিলাম সেজন্য ফোন দিতে চেয়েও দেই নাই।
তবে মনে কেমন জানি, একটু ভয় ভয় লাগছিল! যদি কালকে পর্যন্ত হুজুরকে না পাই!
ভাগ্যে ছিল না! তাই কথাও হয় নাই!

আমার জীবনের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হুজুরের প্রত্যক্ষ পরামর্শ ছিল। স্বপ্নের ব্যাখ্যা আমি খুব জানি না।
তবে জানার যতটুকু আগ্রহ আজকে আছে, যতটুকু চেষ্টা আছে - সেটার মূল প্রেরণায় ছিলেন ইনি!

আল্লাহ যেন আমার উস্তাযকে ক্ষমা করেন। নেক আমলগুলো কবুল করেন! তাঁর রেখে যাওয়া হাজার হাজার ইলমের উত্তরাধিকারকে যেন তার নাজাতের উসিলা বানান!

🕌Songwoori Masjid 송우리 이슬람다와센터 Islamic Research Center-এ🌟 বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের আগমন 🌟— প্রবাসজীবনে এক পরম নিয়ামত...
04/05/2025

🕌Songwoori Masjid 송우리 이슬람다와센터 Islamic Research Center-এ
🌟 বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের আগমন 🌟
— প্রবাসজীবনে এক পরম নিয়ামত! 🌍

আলহামদুলিল্লাহ! দক্ষিণ কোরিয়ার মাটিতে, বিশেষ করে Songwoori মসজিদ ও ইসলামিক রিসার্চ সেন্টার-এ, হক্কানী ওলামায়ে কেরামের আগমন আমাদের জন্য এক বিশাল বরকতের কারণ।

তাদের সান্নিধ্যে ইলম অর্জনের সুযোগ, আমলের প্রতি উদ্দীপনা, এবং হেদায়েতের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

📖 আসুন, আমরা সবাই এই বরকতময় মুহূর্তের কদর করি,
🎤 ওলামায়ে কেরামের প্রোগ্রামে অংশগ্রহণ করি,
🕋 এবং নিজেদের ও পরিবারকে হেদায়েতের পথে পরিচালিত করি।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামতের কদর করার তাওফিক দান করুন।
Songwoori মসজিদের প্রতিটি আয়োজন হোক ঈমান ও আমলের উৎস।
আমীন।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেখে সবাই যেমন নতুন বাংলাদেশের জন্য আশাবাদী হচ্ছেন, তেমনি অনেকের মধ্যে আরেকজন নিভৃতচারী ম...
10/04/2025

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেখে সবাই যেমন নতুন বাংলাদেশের জন্য আশাবাদী হচ্ছেন, তেমনি অনেকের মধ্যে আরেকজন নিভৃতচারী মানুষ রয়েছেন যাকে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া জরুরি। তিনি হলেন ড. ইমাদুর রহমান (Imadur Rahman)। তিনি ইন্টেরিম সরকারের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেড (BSCL) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন, এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে এসেছেন।

ড. ইমাদুর রহমান, যিনি ড. ইউনুসের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নে সহযাত্রী হিসেবে দেশে ফিরেছেন, উনার পেশাগত ক্যারিয়ার এক চমৎকার দৃষ্টান্ত। তার সিভি তো প্রায় ৩০-৪০ পৃষ্ঠার! তবে, কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই:

১. তিনি এরিকসনের হেড অফ রিসার্চ ছিলেন এবং ৬০০+ প্যাটেন্ট সাবমিট করেছেন। তার ৩০০+ ইউএস প্যাটেন্ট গ্রান্টেড হয়েছে, যা প্রযুক্তি ইনোভেশনের চূড়ান্ত উদাহরণ। উনার গবেষণার বিশেষজ্ঞ ক্ষেত্র হলো ওয়্যারলেস কমিউনিকেশন এবং ১৭ বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে উনার প্যাটেন্ট সংখ্যা সম্ভবত হাজারের কাছাকাছি!

২. উনার গবেষণা বিষয়ক আর্টিকেল ও জার্নালের সংখ্যা প্রচুর এবং গুগল সাইটেশন ২০০০+!

৩. শুধু প্রযুক্তি নয়, তিনি সামাজিক কাজেও অসামান্য। তিনি মুসলিম এইড সুইডেন চ্যাপ্টারের বর্তমান চেয়ারম্যান এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে রমজানে দাতব্য ওয়েলফেয়ার কাজ পরিচালনা করেছে।

৪. সুইডেনের স্টকহোমে উনার ব্যাপক পরিচিতি রয়েছে জনকল্যাণমূলক ও ইসলামিক কাজের জন্য।

এইসব গুণী ব্যক্তি, একাডেমিক, রিসার্চার, উদ্ভাবক, সমাজসেবী এবং নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ ড. ইউনুসের সঙ্গে দেশের উন্নতির জন্য কাজ করতে এসেছেন, এবং ইতিমধ্যে সফলভাবে কাজ করে চলেছেন।

ড. ইমাদুর রহমানের টিমের মাধ্যমে দেশে আনা হয়েছে স্টারলিঙ্ক স্যাটেলাইট।

এমন রত্নদের চিনতে হবে এবং তাদের প্রচেষ্টাকে সম্মান জানাতে হবে, আর তাদের নেতৃত্বের প্রতি যে বিশ্বাস আছে, সেটা ড. ইউনুসের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানানো প্রয়োজন।

লেখা: Mahfuz Azim

নতুন নতুন হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ।

❝ যদি লাইলাতুল কদরের তালাশকৃত বিজোড় রাতটি জুম’আর রাতের মাঝে পরে যায়,তাহলে অন্যান্য বিজোড় রাতের তুলনায় এই রাতে লাইলাতুল ক...
27/03/2025

❝ যদি লাইলাতুল কদরের তালাশকৃত বিজোড় রাতটি জুম’আর রাতের মাঝে পরে যায়,তাহলে অন্যান্য বিজোড় রাতের তুলনায় এই রাতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার বেশি আশা করা যায়। ❞

- ইমাম ইবনু রজব আল হাম্বলী রহিমাহুল্লাহ
[লাতায়িফুল মা’আরিফ, ইবনু রাজাব পৃ.২০৩]


Siraat Institute

20/03/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Abul Kalam Chowdhury, মোঃরাসেল মাহমুদ, Shohel Khondokhar, Md Shafiqul, Md Mamun Ur Rashid

19/03/2025

গাজা জ্বলছে, কিন্তু মুসলিম শাসকরা চুপ! 😡 আমাদের করণীয় কী|মুফতি ওমর বিন মুহাম্মদ
Md Omar Faruq
🚨
🕌💔


🇵🇸
🕊️
🛑
😢
🌍
🤝

নির্মোহ সত্য বচন!
19/03/2025

নির্মোহ সত্য বচন!

19/03/2025

গা # জা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফেকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদেরকে আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তাওফীক দিন।
Ahmadullah

09/03/2025

ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুততম সময়ে বিশেষ ট্রাইবুনালে বিচারকার্য সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্তুমূলক শাস্তির আওতায় আনতে হবে।

বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীর পার পেয়ে যাওয়ার ফাঁক-ফোকর বন্ধ করা জরুরি।
Ahmadullah

Address

Pocheon

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমর বিন মুহাম্মদ Omar Bin Muhammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share