ইঞ্জিনিয়ার মনির দক্ষিণ কোরিয়া

  • Home
  • South Korea
  • Seoul
  • ইঞ্জিনিয়ার মনির দক্ষিণ কোরিয়া

ইঞ্জিনিয়ার মনির দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রবাসী।
রিসোর্স ট্রেনার, সরকারি এফ এল টি সি।
কোরিয়ান ভাষা শিক্ষক

বড় আপার মাইয়া ছোট আপা আর এই চাকরিতে আর ফিরতে পারবে না 😂😅
12/07/2025

বড় আপার মাইয়া ছোট আপা আর এই চাকরিতে আর ফিরতে পারবে না 😂😅

এই ডাক্তার নিজেকে এমবিবিএস দাবি করে কিন্তু সে কোন যৌন রোগ বিশেষজ্ঞ না অথচ মোহাম্মদপুরে তার নিজস্ব হাসপাতাল! চকচকে ঝকঝকে ...
25/06/2025

এই ডাক্তার নিজেকে এমবিবিএস দাবি করে কিন্তু সে কোন যৌন রোগ বিশেষজ্ঞ না অথচ মোহাম্মদপুরে তার নিজস্ব হাসপাতাল!
চকচকে ঝকঝকে চেম্বার! রোগীর সিরিয়াল দৈনিক থাকে ১-৫০০ জন!!

তার মূল বিজনেস ক্যানভাসারদের মতো অনলাইন ফেসবুক, ইউটিউবে বিকৃত যৌ/না/চারের বিভিন্ন ভিডিও বানিয়ে পোস্ট করছে এবং টাকা খরচ করে বোস্ট করতেছে।

ফলাফল তার চেম্বারে শত শতরোগীর সিরিয়াল থাকে আর তাদের কাছ থেকে জনপ্রতি 5 থেকে 10 হাজার টাকা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবদ আদায় করে নিচ্ছে এবং তার নিজের ভিসিট ফি হচ্ছে দেড় হাজার টাকা!
এভাবেই সে ইনকাম করে নিচ্ছেন কোটি কোটি টাকা !

স্যাম্পল হিসেবে তার পেইজ থেকে একটা ছোট্ট বিষয় শেয়ার করলাম যা কোন পাগলও বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে।

Engnr M. Monir Hossain
South Korea

নেতা ফখরুল সাহেবের কথায় হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।এক সংবাদ সম্মেলনে  হাসিনাকে প্রশ্ন করা‌ হয়েছিল : আওয়ামী লীগ, যু...
10/04/2025

নেতা ফখরুল সাহেবের কথায় হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।

এক সংবাদ সম্মেলনে হাসিনাকে প্রশ্ন করা‌ হয়েছিল : আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা সারা দেশে টেন্ডারবাজি, চাদাবাজি করতেছে, আপনি এটাকে কীভাবে দেখছেন?

হাসিনা উত্তর দিতে গিয়ে খুব ক্ষেপে যায়। আর বলে, গত বিএনপি-জামাত জোট সরকার ও ওয়ান ইলেভেনের সময় আমার দলের ছেলেরা বাড়িতে ঘুমাতে পারে নাই !

হামলা, মামলা আর জেল নিয়মিত ছিল। ওইটা দেখেন নাই? এখন ৫%-১০% কমিশন খায় ওইটা আপনাদের চোখে পড়ছে!!

পচাত্তরের পরে যে নির্যাতন হইছে ওইটা চোখে পরেনি?

মূলত এর মাধ্যমে হাসিনা তার নেতাকর্মীদের লুটপাটের বৈধতা দিয়ে দেয় এবং সারা দেশে রাম রাজত্ব কায়েম শুরু করে। এটা আওয়ামী লীগের প্রথম যুগের সময়কার অবস্থা।

এখন বিএনপি সারাদেশে কি কায়দায় লুটপাট দুর্নীতির দখলবাজি চাঁদাবাজি করত এবং বিএনপির পক্ষ থেকে এটাকে স্বাভাবিক ঘটনা ধরে নিয়ে দেশটাকে তারা আবার দখল করে আওয়ামী লীগের মতো রামরাজত্ব কায়েম করতে চায়।

বাংলাদেশের আপামর জনতা তা কখনোই হতে দিবে না

Engnr M. Monir Hossain
South Korea

আমরা লক্ষ করছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতাগণ প্রায় সময় রাজনৈতিক কারণে হামল...
03/04/2025

আমরা লক্ষ করছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতাগণ প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন ঠিকই এবং অবাধ্য ও অপরাধী নেতাকর্মীদের বহিষ্কার করা হলেও একই ধরনের হিংস্র কার্যকলাপ চলছে। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই-National Citizen Party

বংশগতভাবে অভিজাত নারীরা স্বামীকে কখনো খোঁটা দেয় না।সারা আলাইহাস সালাম তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন। তাফসির ...
02/03/2025

বংশগতভাবে অভিজাত নারীরা স্বামীকে কখনো খোঁটা দেয় না।

সারা আলাইহাস সালাম তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিলেন। তাফসির বিশারদগণ বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম তার দাদি সারা থেকেই সৌন্দর্য লাভ করেছেন। তার এত সৌন্দর্য সত্ত্বেও তিনি ভদ্র এবং স্বামী-ভক্ত ছিলেন। হক কাজে স্বামীকে সহায়তা করতেন। আল্লাহ-প্রদত্ত সৌন্দর্যের কারণে স্বামীর ওপর অহংকার করতেন না।

তেমনিভাবে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বংশগতভাবে অভিজাত ছিলেন। তার অঢেল সম্পত্তি ছিল, আর স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন নিতান্ত দরিদ্র, খাদিজা নিজের সমস্ত ধন-সম্পদ স্বামীর হাতে তুলে দেন।

এই পার্থিব ও বস্তুগত পার্থক্য তাদের বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়াল হয়ে দাঁড়ায়নি। ফলে তিনি স্বামীর কাছে যেমন মর্যাদাবান হয়েছেন তেমনি মৃত্যুর পরেও মর্যাদাবান থেকেছেন। তিনি মাটির নিচে কবরে শায়িত হয়ে যাওয়া সত্ত্বেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে কোনো বিরূপ কথা সহ্য করতে পারতেন না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বেশি বেশি স্মরণ করতেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা'র ঈর্ষা হতো।

একদিন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলে বসেন, 'আপনি এখনো তাকে স্মরণ করেন অথচ তিনি ছিলেন পুরনো দিনের এক বৃদ্ধা নারী। আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'আল্লাহর শপথ, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে উত্তম স্ত্রী দান করেননি। সে এমন এক নারী ছিল আমাকে যার ভালোবাসা প্রদান করা হয়েছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে সে তখন আমাকে দান করেছে। মানুষ যখন আমাকে তাড়িয়ে দিয়েছে সে তখন আমাকে আশ্রয় দিয়েছে। তারা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে তখন আমার প্রতি ঈমান এনেছে।' বুখারি ; ৩৮২১

E74R, F2R অফিসিয়াল ঘোষণা আসছে:✅ এই ভিসা ২০২৬ সাল পর্যন্ত ২ বছরের জন্য কার্যকর থাকবে।✅ ৮৫টি স্থানীয় সরকার থেকে মোট ৫,০৭...
20/02/2025

E74R, F2R অফিসিয়াল ঘোষণা আসছে:
✅ এই ভিসা ২০২৬ সাল পর্যন্ত ২ বছরের জন্য কার্যকর থাকবে।
✅ ৮৫টি স্থানীয় সরকার থেকে মোট ৫,০৭২ জনকে নির্বাচন করা হবে।
✅ ১০৭টি অঞ্চলে বাস্তবায়িত হবে:

৮৭টি জনসংখ্যা হ্রাসপ্রাপ্ত অঞ্চল
১৮টি গুরুত্বপূর্ণ অঞ্চল

E74R ভিসা
🔹 E9, E10 ভিসাধারী কর্মীরা যারা কোরিয়াতে ২ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন, তারা আবেদন করতে পারবেন।
🔹 E74 স্কোরের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
🔹 E74R ভিসায় ৩ বছর কাজ করার পর এটি F2R ভিসায় পরিবর্তন করতে পারবেন।
🔹 E74R ভিসাধারীদের পরিবার সদস্যরাও চাকরি করতে পারবেন।
🔹 জনসংখ্যা হ্রাসপ্রাপ্ত এবং গুরুত্বপূর্ণ উভয় অঞ্চলের জন্য প্রযোজ্য।

🔸 কোরিয়ান ভাষার লেভেল ৪ বা তার বেশি সম্পন্ন করতে হবে।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):✅ এশিয়া:ভ...
18/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ কামনা করছি!

হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং একান্তই ব্যক্তিগত আ/ক্রো/শের জায়গা থেকে একজন বয়স্ক মহিলা যিনি 2 বারের সাবেক প্রধ...
07/01/2025

হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং একান্তই ব্যক্তিগত আ/ক্রো/শের জায়গা থেকে একজন বয়স্ক মহিলা যিনি 2 বারের সাবেক প্রধানমন্ত্রী, তাকে তার মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রেখেছিলেন।
অবশেষে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

07/01/2025

F-2-99 থেকে F-5 ভিসা করার নিয়ম

F2-99----F5-1 needs GNI *2

Documents Submitted:
방문예약 접수증
통합신청서 (+ photo)
여권 (원본 & 사본)
외국인등록증 (원본 & 사본)
신청자 기본 정보
신원보증서 (by 회사 대표님)
소득금액증명 (last 3years)
근로소득원천징수영수증 (last year)

근로계약서 (원본 & 사본)
재직증명서
4대 보험 사업장 가입명부
회사납세사실 증명서
해외범죄경력증명서
KIIP Completion Certificate
외국인 직업 및 연간 소득금액 신고서
수입인지 (20만원)
체류지 입증서류 (임대차계약서)
등록증발급 Receipt (3만원 ATM Receipt)

টাকা নিয়ে কিছু উক্তি ❣️💕💞🌺🌹🥀1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হ...
08/12/2024

টাকা নিয়ে কিছু উক্তি ❣️💕💞🌺🌹🥀

1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।

2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।

3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।

5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।

10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।

11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।

12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।

14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!

15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।

16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!

17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।

18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।

21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।

22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।

28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!

29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।

30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।

31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।

32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।

34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।

35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।

37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।

39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!

40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।

41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।

42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।

43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!

44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!

45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।

46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।

47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।

48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!

49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।

50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

কোরিয়ায় ই-৭-৪ ভিসার ক্ষেত্রে নতুন দুইটা নিয়ম প্রকাশ করা হয়েছে।প্রথমটা হল: যারা ইতিপূর্বে 52 অথবা 72 পয়েন্ট e74 করেছ...
29/11/2024

কোরিয়ায় ই-৭-৪ ভিসার ক্ষেত্রে নতুন দুইটা নিয়ম প্রকাশ করা হয়েছে।

প্রথমটা হল:

যারা ইতিপূর্বে 52 অথবা 72 পয়েন্ট e74 করেছিলেন তারা ভিসার মেয়াদ বাড়ানোর সময় অবশ্যই K-Point সিস্টেমে আবেদন করতে হবে।

আর দ্বিতীয়টি হল:
এখন থেকে মাত্র তিন বছর পরেই ই-৯ থেকে ই-৭-৪ ভিসা করা যাবে! (তিনটা এলাকায় বাদ দিয়ে তারা ৪ বছর পর)

E9 ভিসা থেকে K-point E7-4 ভিসায় পরিবর্তন নতুন কিছু নিয়মাবলী :

***কোরিয়ান ভাষা দক্ষতার পয়েন্ট না থাকলেও ১৫০ পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। (২০২৬ সাল পর্যন্ত)
তবে পরিবারকে আনতে চাইলে অবশ্যই কোরিয়ান ভাষা নূন্যতম KIIP LEVEL ২ অথবা লেভেল টেস্টে ৪১ পেতে হবে।

এছাড়াও ভিসা পরিবর্তনের পর ২ বছরের মধ্যে লেভেল সম্পন্ন না করতে পারলে ভিসা এক্সটেনশন কম করে(৬মাস) দেওয়া হবে।

***বাৎসরিক ইনকাম এর পয়েন্ট এর কিছু পরিবর্তন হয়েছে।

বেতনের পয়েন্ট (২ বছর)
২কোটি ৫০ লাখ থেকে ৩কোটি পর্যন্ত ৫০পয়েন্ট
৩কোটি থেকে ৩কোটি ৫০লাখ পর্যন্ত ৬৫ পয়েন্ট
৩কোটি ৫০ লাখ থেকে ৪কোটি পর্যন্ত ৮০পয়েন্ট
৪কোটি থেকে ৪কোটি ৫০ লাখ পর্যন্ত ৯৫ পয়েন্ট
৪কোটি ৫০ লাখ থেকে ৫কোটি পর্যন্ত ১১০পয়েন্ট
৫ কোটির ওপরে ১২০ পয়েন্ট

***인천,서울, 경기도 বাইরে যারা আছেন তারা ৩ বছর পরে e-7-4 ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিএনপি নেতা গয়েশ্বর রায়, নিপুন রায়দের যখন গ্রেফতার করা হতো নির্যাতন করা হতো মারতো তখন তো হিন্দুরা চুপ ছিল।প্রধান বিচারপত...
27/11/2024

বিএনপি নেতা গয়েশ্বর রায়, নিপুন রায়দের যখন গ্রেফতার করা হতো নির্যাতন করা হতো মারতো তখন তো হিন্দুরা চুপ ছিল।

প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ছাড়া করলো তখন তো কোন হিন্দু মুখ খুলেনি প্রতিবাদ করেনি এখন এসব কি হচ্ছে?

বিশ্বজিৎ এর কথা বাদ দিলাম, এই তো কয়দিন আগে সীমান্তে দুইজন হিন্দুকে যখন দাদাবাবুরা মারলো সেই সময়ে তারা কোন প্রতিবাদ মিছিল করলো না কেন?

তাহলে তাদের মুল উদ্দেশ্য কি? আমার তো মনে হয় এরা নিজেরাও ধ্বংস হবে অন্যান্য সাধারণ হিন্দু ভাইদেরকেও ধ্বংসের মুখে নিয়ে যাবে।

Address

Seoul

Alerts

Be the first to know and let us send you an email when ইঞ্জিনিয়ার মনির দক্ষিণ কোরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share