Life in Korea

সফলতার সিঁড়ি দেখতে যতটা চকচকে,ওঠা ততটাই কাঁটা ধরা পা-রক্ত ঝরানো বাস্তব।Life in Korea
20/07/2025

সফলতার সিঁড়ি দেখতে যতটা চকচকে,
ওঠা ততটাই কাঁটা ধরা পা-রক্ত ঝরানো বাস্তব।
Life in Korea

🫣অলস মানুষের জন্য কনটেন্ট ক্রিয়েশন কোনো সহজ খেলা না—এই দুনিয়ায় টিকে থাকতে গেলে শুধু ট্যালেন্ট না, দরকার পাগলের মতো পরিশ্...
20/07/2025

🫣অলস মানুষের জন্য কনটেন্ট ক্রিয়েশন কোনো সহজ খেলা না—এই দুনিয়ায় টিকে থাকতে গেলে শুধু ট্যালেন্ট না, দরকার পাগলের মতো পরিশ্রম!
আমি বুঝে গেছি—আমার মতো অলসদের জন্য এই মাঠ না..
এখানে জিতবে সেই,যে রাত জেগে কাটায়, মাথার ঘাম পায়ে ফেলে, একটানা লেগে থাকে।সফল তারাই, যারা অলসতা ছুঁড়ে ফেলে
মাথা নিচু করে কাজ করে যায়।💜

Life in Korea

💜Gangneung,South Korea 🇰🇷
20/07/2025

💜Gangneung,South Korea 🇰🇷

পেইজের রিচ যেইভাবে ডাউন হচ্ছে চোখে লাল বাত্তি 🚨 ছাড়া আর কিছুই দেখছিনা।এইটা কি শুধু আমার সাথেই হচ্ছে ?
19/07/2025

পেইজের রিচ যেইভাবে ডাউন হচ্ছে চোখে লাল বাত্তি 🚨 ছাড়া আর কিছুই দেখছিনা।
এইটা কি শুধু আমার সাথেই হচ্ছে ?

19/07/2025

🇰🇷South Korea Life in Korea

Mandatory Red line posting🤗
19/07/2025

Mandatory Red line posting🤗

💜সবার বেলায় যত্নের ছোঁয়া, আমার বেলায় দূরত্বের ছায়া।   🇰🇷
19/07/2025

💜সবার বেলায় যত্নের ছোঁয়া, আমার বেলায় দূরত্বের ছায়া।
🇰🇷

নীরবতাও একধরনের জবাব, সবাই বুঝে না।Location: Namsan Seoul Tower Life in Korea
19/07/2025

নীরবতাও একধরনের জবাব, সবাই বুঝে না।

Location: Namsan Seoul Tower

Life in Korea


শুভ সকাল 💜
19/07/2025

শুভ সকাল 💜

❤️
19/07/2025

❤️

💜
19/07/2025

💜

বাংলাদেশে সকালের নাস্তা।

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না,...
18/07/2025

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!

বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ছয়/সাত বছর ধরে। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।

ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের।

জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

ত্রিশ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত। অনেকের বাবা, মা হয়তো এতদিনে আল্লাহর কাছে, যাদের আছে, কাছে-দূরে। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে
©

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life in Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share