25/06/2023
েকে_ই৭ভিসা_পরিবর্তনঃ পয়েন্ট এর হিসাবঃ
#কোন_কোন_ক্ষেত্রে_কত_পয়েন্টঃ
পয়েন্ট ২ ক্যাটাগরিতে হিসাব করা হয়, একটা বেসিক ক্যাটাগরি অন্যটি অপশনাল ক্যাটাগরি।
বেসিক পয়েন্ট এর আওতায় মোট ৯০ পয়েন্ট গাননা করা হয়ে থাকে। যার ভিতর ৩৫ পয়েন্ট অর্জন করা বাধ্যতামূলক
১. বার্ষিক বেতন
(ক) ১০ পয়েন্ট, বেতন ২ কোটি ৬০ লাখ+
(খ) ১৫ পয়েন্ট, বেতন ৩ কোটি +
(গ) ২০ পয়েন্ট, বেতন ৩ কোটি ৩০ লাখ+
২. ভাষাগত দক্ষতা
(ক) ১০ পয়েন্ট, লেভেল ২
(খ) ১৫পয়েন্ট, লেভেল ৩
(গ) ২০ পয়েন্ট, লেভেল ৪
(ঘ) ২৫+৫ পয়েন্ট, লেভেল ৫
৩. শিক্ষাগত যোগ্যতা
(ক) ৫ পয়েন্ট, উচ্চ মাধ্যমিক/ সমমান
(খ) ১০ পয়েন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার
(গ) ১০ পয়েন্ট ব্যাচেলর ডিগ্রি
৪. বয়সের পয়েন্ট
(ক) ২০ পয়েন্ট, ১৮~২৪ বছর
(খ) ১৭ পয়েন্ট, ২৫~২৭ বছর
(গ) ১৪ পয়েন্ট, ২৮~৩০ বছর
(ঘ) ১১ পয়েন্ট, ৩১~৩৩ বছর
(ঙ) ৮ পয়েন্ট, ৩৩~৩৬ বছর
(চ) ৫ পয়েন্ট, ৩৭~৩৯ বছর
৫. টেকনিক্যাল সার্টিফিকেট
(ক) যে কোন ধরনের 기능사 (টেকনিশিয়ান) এর জন্য ১০ পয়েন্ট। যেমন, 지게차 운전기능사, 전기 기능사, 자동차정비 기능사, 로더운전 기능사, 가스 기능사, 전산응용 건축제도 기능사, 굴삭기 운전 기능사, 제과제빵 기능사, 조경 기능사,
(খ) ১৫ পয়েন্ট যে কোন (산업기사) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সার্টিফিকেট এর জন্য।
(গ) ২০ পয়েন্ট, (기사) ইঞ্জিনিয়ার সার্টিফিকেট এর জন্য।
৬. একই কম্পানিতে ৪ বছরের বেশি কাজ করলে ৫ পয়েন্ট
একই কম্পানিতে ৬ বছরের বেশি কাজ করলে ১০ পয়েন্ট,
একই কম্পানিতে ৮ বছরের বেশি কাজ করলে ২০ পয়েন্ট।
#অপশনাল_ক্যাটাগরিঃ
***এর পরে আসি অপশনাল প্যাটার্ন এর দিকে।
এখানে সর্বোচ্চ ১১৩ পয়েন্ট হিসাব করা হয়।
১. কোরিয়াতে যত বছর একই কম্পানিতে কাজ করা হয়,প্রতিবছর ১ পয়েন্ট করে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করা যায়। এছাড়াও কোরিয়াতে যত বছর থাকা হয় তারজন্যও প্রতি বছর ১ পয়েন্ট করে হিসাব করা হয়। সর্বোচ্চ ১০ পয়েন্ট। প্রতিটি আলাদা আলাদা করে দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে।
তবে কম্পানি পরিবর্তন করলে শুধু এক ক্যাটাগরিতে পাওয়া যাবে।
২. সম্পদের পয়েন্টঃ ২ বছরের অধিক সময়ের জন্য মাসিক সেভিংস deposit থাকলে, ৩ কোটি উয়নের জন্য ৫ পয়েন্ট, ৬ কোটি উয়নের জন্য ১০ পয়েন্ট, ১০ কোটি উয়নের জন্য ১৫ পয়েন্ট
বিদ্রঃ তবে এক্ষেত্রে সর্বনিম্ন ৪ লাখ উয়ন করে (দীর্ঘ মেয়াদের খেত্রে)। অন্যদিকে ১২.৫ লাখ করে রাখলে ২ বছর পরেই ৫ পয়েন্ট অর্জন করা সম্ভব, আর ২৫ লাখ করে রাখলে ২ বছর পরেই ১০ পয়েন্ট অর্জন করা সম্ভব। তবে এটা সম্পুর্ন ব্যাক্তিগত আয়ের উপর নির্ভর করে।
এছাড়াও কোরিয়াতে যদি আপনি সম্পদ ক্রয় করেন তাহলেও পয়েন্ট অর্জন করা যাবে, যেমনঃ বাড়ি, দোকান, জমি ইত্যাদি,,
এক্ষেত্রে ১০ কোটি উয়নের সম্পদের জন্য ২০ পয়েন্ট,
৮ কোটি উয়নের জন্য ১৫ পয়েন্ট,
৫ কোটি উয়নের জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে। সম্পদের পয়েন্ট ক্রয়ের দিনে থেকে পরবর্তী ১ বছর শেষ হলেই পয়েন্ট অর্জন সম্ভব। সম্পদের মূল্য বৃদ্ধির সাথে সাথে পয়েন্টও বৃদ্ধি পায়।
৩. কোরিয়াতে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা।
কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা তার উর্ধে কোন ডিগ্রি থাকলে ১০ পয়েন্ট। এবং যদি ডিপ্লোমা করা হয় তাহলে ৮ পয়েন্ট অর্জন করা যাবে।
এছাড়াও যদি কোরিয়াতে বিভিন্ন সরকারি গবেষণা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকে, সেটা যদি ১ বছরের বেশি সময় ধরে হয় তাহলে তার জন্য ৫ পয়েন্ট এবং ১ বছরের কম ৬ মাসের বেশি হতে হবে তাহলে ৩ পয়েন্ট অর্জন করা সম্ভব।
৪. ছোট শহরের কাজের অভিজ্ঞতাঃ
চার বছর কাজ করলে ১০ পয়েন্ট,
তিন বছর কাজ করলে ৭ পয়েন্ট,
দুই বছর কাজ করলে ৫ পয়েন্ট।
যেসব ছোট শহরের কাজের পয়েন্ট আছে তা হলঃ
부산 광역시 : 기장군
인천광역시: 강화군 옹진군
경기도 광역시: 동두천시, 과천시, 구리시,의왕시, 안성시, 포천시,여주시, 연천군, 가평군, 양평군.
제주특별자치도: 서귀포시
৫. অন্যান্য পয়েন্ট
(ক) সরকারি ডিপার্টমেন্টে থেকে প্রত্যায়ন পেলে তার জন্য ১০ পয়েন্ট,
(খ) সামাজিক বিশেষ অবদানের জন্য এউয়ার্ড পেলে ৫ পয়েন্ট।
(গ) সেচ্ছাসেবী কাজের জন্য ২০০ ঘন্টা ৩ পয়েন্ট।
(ঘ) বছরে ৩০ লাখ উয়নের উপরে ট্যাক্স প্রদান ৫ পয়েন্ট।
অনেক ব্যস্ততার মাঝেও মোটামুটি পয়েন্ট অর্জন করার সম্ভাব্য জায়গা গুলো দেয়া হল। নিজের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে সাধ্যমত সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
💓💓
ধন্যবাদ
Tousif Mizan