স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই

  • Home
  • South Korea
  • Seoul
  • স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই

স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই।
স্বাধীন ভাবে বাঁচতে চাই।
কথা বলার বাক স্বাধীনতা চাই।

শুধু কোটা নয়;
গোটা দেশটাই
সংস্কারের প্রয়োজন!

25/07/2024

আন্দোলন এখনো শেষ হয়নি....

25/07/2024

দেশের চলমান যুদ্ধে শহীদদের সম্মানে "রেমিট্যান্স সাটডাউন সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা"।

31/01/2024

2024 সালের দক্ষ কর্মী (E-7-4) ভিসার আবেদনের পয়েন্ট গুলো বাংলায় দেখানো হল।

নতুন সিস্টেমের পয়েন্টের হিসাব.
🔮মৌলিক আইটেম
**গড় আয় (গত দুই বছরের গড় বার্ষিক আয়): 120 পয়েন্ট পর্যন্ত.
(১) ২ বছরের গড় বেতন ২ কোটি ৫০ লাখ ওয়ান বা তার বেশি=50,
(২) ৩ কোটি ৫০ লাখ ওয়ান বা তার বেশি =80,
(৩) ৫ কোটি উয়ন বা তার বেশি = 120,
🔮কোরিয়ান দক্ষতা: সর্বোচ্চ 120 পয়েন্ট
শ্রেণীবিভাগ:-
(১) টপিক লেভেল 2/Kiip লেভেল 2/ Level test মার্ক 41~60 পয়েন্ট =50
(২) টপিক লেভেল 3/Kiip লেভেল 3/ Level Test মার্ক 61~80 পয়েন্ট =80
(৩) টপিক লেভেল 4/Kiipলেভেল 4/লেভেল টেস্ট পরীক্ষা 81 পয়েন্ট বা তার বেশি=120
TOPIK (লেভেল 2, লেভেল 3, লেভেল 4 বা উচ্চতর), সামাজিক ইন্টিগ্রেশন প্রোগ্রামের সমাপ্তি (লেভেল 2, লেভেল 3, লেভেল 4 বা উচ্চতর), সামাজিক ইন্টিগ্রেশন প্রোগ্রাম প্রাক-মূল্যায়ন স্কোর (41~60 পয়েন্ট, 61~80 পয়েন্ট, 81 পয়েন্ট বা তার বেশি)
🔮বয়স: সর্বোচ্চ 60 পয়েন্ট
শ্রেণীবিভাগ:-
(১) 19 বছর থেকে 26 বছর=40
(২) 27 বছর থেকে 33 বছর=60
(৩) 34 বছর থেকে 40 বছর=30
(৪) 41 বছর থেকে=10
🔮অতিরিক্ত পয়েন্ট=추천
মোট তিন ধরনের 추천서 আবেদন করতে পারবেন।
■중앙부처 추천서 কেন্দ্রীয় মন্ত্রণালয়=30
■ 광역지방지치단체 মেট্রোপলিটন পৌরসভা=30
■ 고용기업 추천서 কোম্পানির প্রশংসা পত্র =50
এটা শুধু কোম্পানির মালিক সাইন দিলে হবে,
সাথে মালিকের আইডি কার্ডের কপি বা ড্রাইভিং লাইসেন্স এর কপি দিলে হবে।
(১) বর্তমান কর্মক্ষেত্রে 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন,= 20
(২) 3 বছরেরও বেশি সময় ধরে জনসংখ্যা-হ্রাস হওয়া
এলাকা বা শহর/মাইয়ন এলাকায় কাজ করা= 20
(৩) কোরিয়ার সার্টিফিকেট বা গার্হস্থ্য ডিগ্রী=20
(৪) Driving ( car) চালকের লাইসেন্স=10
(৬) 기능사 /자격증,জিগেছার সার্টিফিকেট =20
********পয়েন্ট ডিডাকশন আইটেম(যেখানে পয়েন্ট কাটা যাবে)
1) একজন ব্যক্তি যিনি 1 মিলিয়নের কম জরিমানা পেয়েছেন (সর্বোচ্চ 20 পয়েন্ট)
1 বার= -5, 2 বার=-10, 3 বার (বা তার বেশি)= -20
2) অর্থ প্রদান না করার কারণে যাদের বসবাসের অনুমতি সীমাবদ্ধ রয়েছে (সর্বোচ্চ 15 পয়েন্ট) 1 বার= -5, 2 বার=-10, 3 বার (বা তার বেশি)= -15
3) যে ব্যক্তি অভিবাসন নিয়ন্ত্রণ আইন তিনবার বা তার কম লঙ্ঘন করেছে এবং প্রশাসনিক শাস্তি পেয়েছে (জরিমানা সহ) (সর্বোচ্চ 15 পয়েন্ট)
1 বার= -5, 2 বার=-10, 3 বার (বা তার বেশি)= -15
যারা পয়েন্ট অর্জন করতে পারবেন তারা আবেদন করতে পারবেন, মোট ৩০০ মার্কের ভিতর ২০০ থাকলেই আবেদন করতে পারবেন। তবে বেতনের ৫০ পয়েন্ট এবং কোরিয়ান ভাষার ৫০ পয়েন্ট বাধ্যতামূলক থাকা লাগবে।
🔉প্রতিটি পোস্ট একাধিক বার আপডেট করা হয় তাই সরাসরি কপি না করে, সেয়ার করে নিজের টাইম লাইনে গুছিয়ে রাখুন।

💓 নিজে আবেদন করতে না পারলে যোগাযোগ করতে পারেন, ভিসার আবেদন করে দেয়া যাবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ

29/01/2024

কোরিয়ান ভাষা পড়ার সময় যে শব্দটি নিয়ে সবচেয়ে বেশী সন্দেহ জাগে।
그리고- এবং
그러나 -কিন্তু
그렇지만 -কিন্তু
그런데 - তবে
그래서 - তাই
그래요-তাই
그렇군요-তাই
그러는데 -বিধায়
그래도 -তবুও
그러면 -তাহলে
그러므로 -সেজন্য
그걸로 -সেটাই
그럴까-তাই নাকি?
그러세요- সত্যিই?
그래야- সেভাবে.

07/01/2024

দক্ষিণ কোরিয়াতে ফ্যামিলি ভিজিট ভিসা [ F-3-1 ] ভিসার আইডি কার্ডের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে,কিভাবে কাগজপত্র রেডি করবেন নমুনা কপির সহযোগিতায় বিস্তারিত দেখে নিন।

F-3-1 আইডি কার্ডের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন—
★ ভিসার আবেদন পত্র
★ বাসস্থান নিশ্চয়তা পত্র
★ গ্যারান্টি পত্র
★ ভিসার পেপার ( কোরিয়ান দূতাবাস বাংলাদেশ থেকে রিসিভ করা)
★ বাসা ভাড়ার চুক্তি পত্র
★ ফ্যামিলি রিলেশনশিপ সাটিফিকেট
★ ম্যারেজ সাটিফিকেট
★ নিকাহ নামা সাটিফিকেট
★ বাচ্চাদের জন্ম নিবন্ধন
★ স্বামী-স্ত্রী সন্তানদের পাসপোর্ট এবং ফটোকপি
★পাসপোর্ট সাইজ ফটো ১ কপি
★ আইডি কার্ড এবং ফটোকপি ( ই-৭-৪ ভিসা হোল্ডার)

এছাড়াও ইমিগ্রেশন ভেদে ২/১ টি কাগজপত্রের ভিন্নতা আসতে পারে।প্রতিটি নতুন আবেদনের জন্য (ফি ৬০০০০+আইডি কার্ড ৩০০০০+ বাসায় ডেলিভারি ৪০০০)টোটাল ৯৪০০০ উওন।পরবর্তীতে মেয়াদ বাড়ানোর আবেদনের জন্য ৬০০০০ উওন।

উল্লেখ্য যে ই-৭-৪ ভিসা হোল্ডারের আইডি কার্ডে ভিসার মেয়াদের ভিত্তিতে পরিবারের সদস্যদের ভিসার মেয়াদ নির্ভর করে তাই পরিবারের সদস্যদের ভিসার আবেদন করার পূর্বেই ই-৭-৪ ভিসা হোল্ডারের পাসপোর্ট এবং আইডি কার্ডে মেয়াদ বেশি রেখে পরিবারের সদস্যদের জন্য আইডি কার্ডের আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে।

বিঃদ্রঃ বাংলাদেশে কোরিয়ান দূতাবাস থেকে অবশ্যই রিলেশনশিপ সাটিফিকেট,ম্যারেজ সাটিফিকেট,বাচ্চাদের জন্ম নিবন্ধন,নিকাহ নামার অর্জিনাল কপি রিসিভ করে কোরিয়াতে নিয়ে আসতে হবে। এই সম্পর্কিত বিস্তারিত আমাদের পূর্বের পোস্টে দেখে নিতে পারেন।

পোস্ট লিংক—
https://www.facebook.com/groups/epsbangla/permalink/7292782127439381/?mibextid=Nif5oz

প্রয়োজনে ইপিএস বাংলা কমিউনিটির সাথে যোগাযোগ করুন।

প্রচারে: ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।

13/07/2023

কিছু গুরুত্বপূর্ণ গ্রামার যার অর্থ জানা না থাকলে বাক্যের অর্থ বুঝা কঠিন হয়ে যায়:
১.의 (এ/ই):বাংলায় অর্থ হল "র/এর"।যেমন: 아맆의> আরিফের,저의 > আমার, 친구의 বন্ধুর
২.한테 (হানথে): বাংলায় এর অর্থ "কাছে"। যেমন: 어머니 한테>মায়ের কাছে, 형 한테> বড় ভাইয়ের কাছে।
৩.에게(এগে):কে। যেমন: 나에게> আমাকে,아버지에게বাবাকে,친구에게> বন্ধুকে।
৪.도(দো): ও।যেমন: 저도 আমিও, 형도 বড়ভাইও।
৫.들(দুল): একের অধিক বুঝাতে ব্যবহার হয়। অর্থ রা / এরা। যেমন: 학생들 ছাত্ররা, 농부들 কৃষকেরা।
৬.거나(গনা): বা, এটা verb এর সাথে ব্যবহার হয়। যেমন: 보거나 자요 দেখব বা ঘুমাব।
이나(ইনা)অথবা/বা 나(না)>অথবা/বা:এগুলো Noun এর সাথে বসে। যেমন:커피나 차 কফি অথবা চা।지하철이 나 버스 পাতাল ট্রেন অথবা বাস।
৭.에(এ):অর্থ হল এ,য়,তে। এটা সময় এবং স্থান বুঝাতে ব্যবহার হয় যেমন:아홉시에 নয়টায়,저녁에সন্ধ্যায়,시장에বাজারে, 한국에কোরিয়াতে।
৮.로/으로(রো/উরো): দিয়ে/ দিকে।যেমন: 택시로ট্যাক্সি দিয়ে, 이쭉으로 এদিকে,손으로 হাত দিয়ে।
৯.에서(এছ):থেকে, হতে।যেমন:집에서 বাড়ি থেকে, 학원에서 কোচিং থেকে।
১০.보다(ফোদা): চেয়ে।যেমন: 버스보다 택시 빨라요বাসের চেয়ে ট্যাক্সি দ্রুত।
১১.만 (মান):শুধু,মাত্র,কেবল।যেমন: 금요일만শুধু শুক্রবার, 나자만 শুধু পুরুষ।
১২.마다(মাদা):প্রতি,প্রত্যেক। যেমন:주마다 প্রতি সপ্তাহ,달마다প্রতিমাস,년마다প্রত্যেক বছর/প্রতি বছর
১৩.부터 (বুথথো):থেকে/হতে।যেমন:9시 부터 공부해요 ৯টা থেকে পড়ি,다음 달 부터 আগামি মাস হতে।
১৪.까지(কাজি):পর্যন্ত। যেমন: 어제까지 গতকাল পর্যন্ত,오늘까지আজ পর্যন্ত, 하국까지 কোরিয়া পর্যন্ত
১৫.다가(দাগা):সময়ে 마시다가পান করার সময়ে,가다가যাওয়ার সময়ে,오다가আসার সময়ে।

13/07/2023

ই৭-৪ পরবর্তী সতর্কতা
এইবার তো ৩০০০০ কোটা মানে গত ১-২ বছরেরও বেশি সংখক ভাইয়েরা ই৭-৪ করতে পারবেন ইনশাআল্লাহ ।
ই৭-৪ পরবর্তী পদক্ষেপ কি? পরিবার নিয়ে আসা, একসাথে কোরিয়াতে থাকা।
আপনার সিদ্বান্ত এবং দুশ্চিন্তা সহজ করি।
ক) যদি শুধু স্ত্রী নিয়ে আসেন তাহলে তেমন কোনো দুশ্চিন্তার কারন নাই। (যদি না বেসিক কাজ হয়ে থাকে।)
তবে যদি নিয়ত থাকে অল্প কিছু দিনের জন্য বেড়াইতে নিয়ে আসবেন তাহলে কিছু বিষয় মাথায় রাখবেন।
১। কোরিয়াতে অল্প কিছু দিনের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় না বললেই চলে । বাড়ি ভাড়া করতে গেলে বেশিরভাগ ই ১-২ বছরের কন্টাক্ট করতে হবে।
তারমানে কন্টাক্ট অনুযায়ী সময়ে মালিক যদি সহায় না হয় পরবর্তী ভাড়াটিয়া না পাওয়া পর্যন্ত আপনাকে বাড়িভাড়া দিতেই হবে।
যেহেতু বেড়াইতে আসবে সেহেতু জনসে তো নিবেন না।
আর বাড়িভাড়া ২.৫ লাখ উয়েনের নিচে পাওয়া কস্টকর হবে।
২। গৃহস্থালি সরন্জাম । যা লাগবেই। কয়েক দিনের জন্য এত কিছু কেনা …….
খ) যদি বাচ্চা অনেক ছোট থাকে । মানে অরিনিজিপ এর বয়স হয় নাই এমন, তাহলে (ক) এর মতই হিসাব। শুধু খরচ একটু বেশি।
গ) যদি অরিনিজিপ বা স্কুল বয়সি বাচ্চা সহ নিয়ে আসতে চান। যদি বেড়ানোর উদ্দেশ্যে নিয়ে আসেন। তাহলে ক+গ এর মত হিসাব । তবে সাবধান বাচ্চার পড়াশুনায় যাতে বাধা সৃস্টি না হয়।
আর যদি দির্ঘদিন থাকার প্লান থাকে তাহলেই সতর্কতাঃ
১। কোন স্কুলে বা কোন ভাষায় ভর্তি করাবেন?
সিদ্বান্ত আপনার। যদি সিদ্বান্ত নিতে কস্ট হ্য়………..
২। বাড়ি কোথায় নিবেন?
অবশ্যই যেই স্কুলে বাচ্চাকে ভর্তি করাবেন তার আশেপাশে বাসা ভাড়া করবেন। কোরিয়ার স্কুলগুলোতে গাড়ি নাই।
৩। যেহেতু দির্ঘদিন থাকার প্লান পরিবার সদস্য ও বেশি তাই খরচও বেশি তাই চেস্টা করবেন জনসে বাসা নেওয়ার জন্য
৪। যেহেতু পরিবার নিয়ে থাকবেন, আর বাসা স্কুলের পাশে নেন তাহলে ফেক্টরি একটু দুরে হবে তাই ড্রাইবিং বিষয়টা মাথায় রেখে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন।
৫। বাচ্চাদের মাথা ফ্রেশ থাকায় কোরিয়ান কার্টুন দেখার ব্যবস্থা করে কোরিয়ান ভাষার ট্রিনিং দিতে পারেন।
৬। খরচ । আমার আগের পোস্টে পাইবেন

পরিবার নিয়ে একসাথে থাকার গুরুত্ব আর সুখ টাকার গননায় হয় না।
বি.দ্র. পরিকল্পনা এবং সিদ্বান্ত সঠিক হইলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পরে দুশ্চিন্তাও করতে হবে না।
কোন ভাষায় বা কোন স্কুলে বা কোন মিডিয়াম এ পড়াবেন সিদ্বান্ত নিতে না পারলে…………..

07/07/2023

E9 কর্মীদের কোরিয়াতে চাকরি পরিবর্তন সমস্যাটা সম্প্রতি অনেক বৃদ্ধি পাওয়ায় এটা কমানোর জন্য কোরিয়া সরকার খুব শীঘ্রই একটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের পর থেকে এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ৩১% নতুন শ্রমিক কোরিয়া প্রবেশের ১ বছরের মধ্যেই কোম্পানি পরিবর্তন করছে।

**নতুন নিয়ম অনুযায়ী, কোম্পানি পরিবর্তন করতে চাইলে একই ক্যাটাগরির কাজ এবং একই এলাকায় মধ্যে হতে হবে।

**এইজন্য কোরিয়ান সরকার পুরো দেশকে কয়েকটি এরিয়ায় বিভক্ত করার উদ্যোগ নিয়েছে। (বর্তমানে রিলিজ নিয়ে পুরো কোরিয়ার যেকোনো স্থানে কাজ করা যায়)
**এছাড়াও, বর্তমানে কোন কোম্পানিতে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে চাইলে সেই কোম্পানিতে কোরিয়ান শ্রমিক নিয়োগ ও কমপক্ষে দুই সপ্তাহ কাজ করার বাধ্যকতা রয়েছে। তবে নতুন নিয়ম অনুযায়ী সেই বাধ্য-বাধকতা উঠে যাচ্ছে।।

**শ্রমিক এবং মালিকদের মাঝে ভুল বুঝাবুঝি এবং উত্তেজনা কমানোর জন্য একটি নতুন বিভাগ ও চালু হতে যাচ্ছে, যেখানে উভয়পক্ষের সকল অভিযোগ এবং কোম্পানি পরিবর্তনের সকল ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

***এবং নতুন নিয়মে একটি বিশেষ সুবিধা -
যাদের কাজের উচ্চ দক্ষতা থাকবে এবং কমপক্ষে ২ বছর একই কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকবে তাদের রি এন্ট্রি এর জন্য দেশে যেতে হবে না অর্থাৎ কোরিয়াতে থেকেই তাদের ভিসা আবার ৪ বছর ১০ মাস বর্ধিত করতে পারবে । উপরের আইনগুলো শুধুমাত্র নতুন শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য ।

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই বিস্তারিত প্রকাশ করবে ।

07/07/2023
25/06/2023

েকে_ই৭ভিসা_পরিবর্তনঃ পয়েন্ট এর হিসাবঃ
#কোন_কোন_ক্ষেত্রে_কত_পয়েন্টঃ
পয়েন্ট ২ ক্যাটাগরিতে হিসাব করা হয়, একটা বেসিক ক্যাটাগরি অন্যটি অপশনাল ক্যাটাগরি।
বেসিক পয়েন্ট এর আওতায় মোট ৯০ পয়েন্ট গাননা করা হয়ে থাকে। যার ভিতর ৩৫ পয়েন্ট অর্জন করা বাধ্যতামূলক

১. বার্ষিক বেতন
(ক) ১০ পয়েন্ট, বেতন ২ কোটি ৬০ লাখ+
(খ) ১৫ পয়েন্ট, বেতন ৩ কোটি +
(গ) ২০ পয়েন্ট, বেতন ৩ কোটি ৩০ লাখ+

২. ভাষাগত দক্ষতা
(ক) ১০ পয়েন্ট, লেভেল ২
(খ) ১৫পয়েন্ট, লেভেল ৩
(গ) ২০ পয়েন্ট, লেভেল ৪
(ঘ) ২৫+৫ পয়েন্ট, লেভেল ৫

৩. শিক্ষাগত যোগ্যতা
(ক) ৫ পয়েন্ট, উচ্চ মাধ্যমিক/ সমমান
(খ) ১০ পয়েন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার
(গ) ১০ পয়েন্ট ব্যাচেলর ডিগ্রি

৪. বয়সের পয়েন্ট
(ক) ২০ পয়েন্ট, ১৮~২৪ বছর
(খ) ১৭ পয়েন্ট, ২৫~২৭ বছর
(গ) ১৪ পয়েন্ট, ২৮~৩০ বছর
(ঘ) ১১ পয়েন্ট, ৩১~৩৩ বছর
(ঙ) ৮ পয়েন্ট, ৩৩~৩৬ বছর
(চ) ৫ পয়েন্ট, ৩৭~৩৯ বছর

৫. টেকনিক্যাল সার্টিফিকেট
(ক) যে কোন ধরনের 기능사 (টেকনিশিয়ান) এর জন্য ১০ পয়েন্ট। যেমন, 지게차 운전기능사, 전기 기능사, 자동차정비 기능사, 로더운전 기능사, 가스 기능사, 전산응용 건축제도 기능사, 굴삭기 운전 기능사, 제과제빵 기능사, 조경 기능사,
(খ) ১৫ পয়েন্ট যে কোন (산업기사) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সার্টিফিকেট এর জন্য।
(গ) ২০ পয়েন্ট, (기사) ইঞ্জিনিয়ার সার্টিফিকেট এর জন্য।

৬. একই কম্পানিতে ৪ বছরের বেশি কাজ করলে ৫ পয়েন্ট
একই কম্পানিতে ৬ বছরের বেশি কাজ করলে ১০ পয়েন্ট,
একই কম্পানিতে ৮ বছরের বেশি কাজ করলে ২০ পয়েন্ট।

#অপশনাল_ক্যাটাগরিঃ
***এর পরে আসি অপশনাল প্যাটার্ন এর দিকে।
এখানে সর্বোচ্চ ১১৩ পয়েন্ট হিসাব করা হয়।

১. কোরিয়াতে যত বছর একই কম্পানিতে কাজ করা হয়,প্রতিবছর ১ পয়েন্ট করে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করা যায়। এছাড়াও কোরিয়াতে যত বছর থাকা হয় তারজন্যও প্রতি বছর ১ পয়েন্ট করে হিসাব করা হয়। সর্বোচ্চ ১০ পয়েন্ট। প্রতিটি আলাদা আলাদা করে দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে।
তবে কম্পানি পরিবর্তন করলে শুধু এক ক্যাটাগরিতে পাওয়া যাবে।

২. সম্পদের পয়েন্টঃ ২ বছরের অধিক সময়ের জন্য মাসিক সেভিংস deposit থাকলে, ৩ কোটি উয়নের জন্য ৫ পয়েন্ট, ৬ কোটি উয়নের জন্য ১০ পয়েন্ট, ১০ কোটি উয়নের জন্য ১৫ পয়েন্ট
বিদ্রঃ তবে এক্ষেত্রে সর্বনিম্ন ৪ লাখ উয়ন করে (দীর্ঘ মেয়াদের খেত্রে)। অন্যদিকে ১২.৫ লাখ করে রাখলে ২ বছর পরেই ৫ পয়েন্ট অর্জন করা সম্ভব, আর ২৫ লাখ করে রাখলে ২ বছর পরেই ১০ পয়েন্ট অর্জন করা সম্ভব। তবে এটা সম্পুর্ন ব্যাক্তিগত আয়ের উপর নির্ভর করে।

এছাড়াও কোরিয়াতে যদি আপনি সম্পদ ক্র‍য় করেন তাহলেও পয়েন্ট অর্জন করা যাবে, যেমনঃ বাড়ি, দোকান, জমি ইত্যাদি,,
এক্ষেত্রে ১০ কোটি উয়নের সম্পদের জন্য ২০ পয়েন্ট,
৮ কোটি উয়নের জন্য ১৫ পয়েন্ট,
৫ কোটি উয়নের জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে। সম্পদের পয়েন্ট ক্র‍য়ের দিনে থেকে পরবর্তী ১ বছর শেষ হলেই পয়েন্ট অর্জন সম্ভব। সম্পদের মূল্য বৃদ্ধির সাথে সাথে পয়েন্টও বৃদ্ধি পায়।

৩. কোরিয়াতে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা।
কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা তার উর্ধে কোন ডিগ্রি থাকলে ১০ পয়েন্ট। এবং যদি ডিপ্লোমা করা হয় তাহলে ৮ পয়েন্ট অর্জন করা যাবে।
এছাড়াও যদি কোরিয়াতে বিভিন্ন সরকারি গবেষণা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকে, সেটা যদি ১ বছরের বেশি সময় ধরে হয় তাহলে তার জন্য ৫ পয়েন্ট এবং ১ বছরের কম ৬ মাসের বেশি হতে হবে তাহলে ৩ পয়েন্ট অর্জন করা সম্ভব।

৪. ছোট শহরের কাজের অভিজ্ঞতাঃ
চার বছর কাজ করলে ১০ পয়েন্ট,
তিন বছর কাজ করলে ৭ পয়েন্ট,
দুই বছর কাজ করলে ৫ পয়েন্ট।
যেসব ছোট শহরের কাজের পয়েন্ট আছে তা হলঃ
부산 광역시 : 기장군
인천광역시: 강화군 옹진군
경기도 광역시: 동두천시, 과천시, 구리시,의왕시, 안성시, 포천시,여주시, 연천군, 가평군, 양평군.
제주특별자치도: 서귀포시

৫. অন্যান্য পয়েন্ট
(ক) সরকারি ডিপার্টমেন্টে থেকে প্রত্যায়ন পেলে তার জন্য ১০ পয়েন্ট,
(খ) সামাজিক বিশেষ অবদানের জন্য এউয়ার্ড পেলে ৫ পয়েন্ট।
(গ) সেচ্ছাসেবী কাজের জন্য ২০০ ঘন্টা ৩ পয়েন্ট।
(ঘ) বছরে ৩০ লাখ উয়নের উপরে ট্যাক্স প্রদান ৫ পয়েন্ট।

অনেক ব্যস্ততার মাঝেও মোটামুটি পয়েন্ট অর্জন করার সম্ভাব্য জায়গা গুলো দেয়া হল। নিজের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে সাধ্যমত সর্বোচ্চ পয়েন্ট অর্জন করার প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

💓💓

ধন্যবাদ
Tousif Mizan

Address

Busan
Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share