27/02/2024
জরুরী নোটিশ
সন্মানীত দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকগন, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন।
সাম্প্রতিক বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দ লক্ষ্য করেছেন যে, কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৪খ্রী: নতুন কমিটি হয়েছে! যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ও বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৪খ্রী: কোন পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করেনি। সর্ব সম্মতিক্রমে গত বছরের সেপ্টেম্বরে গঠিত কার্যকরী কমিটিই সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সুধীবৃন্দ, আপনারা আরো অবগত আছেন যে, চলমান কমিটির নেতৃবৃন্দ কমিউনিটির অন্যান্য সদস্য সহ বিভিন্ন মহলের প্রবাসীদের সহযোগিতায় ও সহভাগিতায় নানা প্রকারের সামাজিক ও জাতীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন যেমন পিকনিক, শীতবস্ত্র বিতরণ, শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, অসুস্থদের সেবা, ও আর্থিক সহযোগিতা সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এই ধরনের চলমান কার্যক্রম থাকা সত্বেও অতি সম্প্রতি কিছু কলুষিত মানসিকতার মানুষ চলমান কমিটি তথা মুরুব্বীদের সঙ্গে আলোচনা না করে সাংগঠনিক নীতি নিয়ম না মেনেই রাতের অন্ধকারে ২০২৪খ্রী: মনগড়া কমিটি দিয়েছে।
সন্মানীত প্রবাসীবৃন্দ, আপনাদের মতো এই বিষয়টি আমাদের ও শুধু অবাক-ই করেনি বরং ব্যথিত করেছে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস, সমস্ত প্রবাসীদের, তথা সামাজিক সংগঠনকে জানাতে চাই যে, সোস্যাল মিডিয়ার ঐ মিথ্যা অবৈধ কমিটির সঙ্গে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার কোন সম্পর্ক নেই।
আমরা কোরিয়াতে অবস্থানরত দূতাবাস সহ সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোন, ব্যবসায়ি, সহ সকল সামাজিক সংগঠনকে অবগত করতে চাই যে, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৪খ্রী: পূর্ণাঙ্গ কমিটি হলে সেটা বর্তমান কমিটি ঘোষণার মাধ্যমে আপনাদের অবহিত করবেন।
#নোট : যে বা যারা রাতের অন্ধকারে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নামে কমিটি তৈরী করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে তাদের উদ্দেশ্য যদি সমাজের সেবা মূলক কাজ করা-ই হয় তবে, তাদের ভুল শিকার করে মূল কমিটির সাথে কাজ করতে চাইলে চলমান কমিটি সেটা সর্বোচ্চ বিবেচনা করবেন।