দাদো/ dado

দাদো/ dado আল্লাহ ভরস।পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য সফল হোক।

সিউলের ইথ্যেয়ন মসজিদে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইসো কর্তৃক আয়োজিত "ইসো আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত, ইসলামি স...
24/03/2024

সিউলের ইথ্যেয়ন মসজিদে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইসো কর্তৃক আয়োজিত "ইসো আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল-২০২৪ ইং"এর আয়োজন ছিলো খুবই সুন্দর।

একটি বছর পর আবার চলে এসেছে পবিত্র মাহে রমজান। সেই সাথে চলে এসেছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত দ্বীনি ভাইদের প্রিয় অনুষ্ঠান "...
14/03/2024

একটি বছর পর আবার চলে এসেছে পবিত্র মাহে রমজান। সেই সাথে চলে এসেছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত দ্বীনি ভাইদের প্রিয় অনুষ্ঠান " #ইসো_আন্তর্জাতিক_কোরআন_তেলাওয়াত_ও_ইসলামিক_সংগীত_প্রতিযোগিতা_২০২৪।"

আসসালামু আলাইকুম,
প্রতি বছরেই রমজান মাসকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) #ইসো_আন্তর্জাতিক_কোরআন_তেলাওয়াত_ও_ইসলামিক_সঙ্গীত_প্রতিযোগিতা" আয়োজন করে থাকে।

তার-ই ধারাবাহিকতায় এই বছরও অফলাইনে (সরাসরি) কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করা হবে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে।

প্রতিযোগিতার ক্যাটাগরি:-

১.সাধারণ ক্যাটাগরিঃ-
সাধারণ প্রতিযোগী (কোরআনের শেষ ১০ টি সূরা মুখস্থ )
দেশ :- দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো দেশের প্রতিযোগী।

২.বিশেষ ক্যাটাগরিঃ-
হাফেজ, আলেম ও মাদরাসা পড়ূয়া।
দেশ:- দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো দেশের প্রতিযোগী।

৩.ইসলামিক_সঙ্গীত ক্যাটাগরিঃ-
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো প্রতিযোগী।

**বিশেষ ক্যাটাগরির কেউ সাধারণ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন না।

ফাইনাল প্রতিযোগিতার স্থান:- #সিউল_সেন্ট্রাল_মসজিদ (ইথ্যেয়ন)

ঠিকানা :-
(Islam Korea Seoul Central Mosque
39, Usadan-ro 10-gil, Yongsan-gu, Seoul)

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে #প্রাইমারি রাউন্ড ৫ই মার্চ থেকে ১৭ই মার্চ এর মধ্যে ২ থেকে ৩ মিনিটের কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত এর ভিডিও তৈরি করে নাম, মোবাইল নম্বর,ক্যাটাগরি সহ # ইসো'র ই-মেইল ঠিকানায়- ([email protected]) পাঠাতে হবে। ইমেইলে পাঠাতে সমস্যা হলে নিম্নে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া EPS Sports & Welfare Organization, South Korea পেজে মেসেজ দিতে পারেন।

সকলের ভিডিও থেকে বাছাইপর্বে তিন ক্যাটাগরি থেকে সেরাদের নির্বাচন করা হবে। সেরা নির্বাচিতদের থেকে সরাসরি ২৪ই মার্চ ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচন করা হবে।

১ম,২য় ও ৩য় স্থানে নির্বাচিতদের জন্য থাকবে বিশেষ সম্মাননা #সার্টিফিকেট এবং #প্রাইজমানি

#প্রয়োজনে যোগাযোগ নম্বরঃ

Md Reon Reza-010-2188-8564
Sujon Hawlader- 010-55000374
Md Rubel Mia-010-8293-8556
Md Abir Islam-010-2118-6221
Md Robiul Islam-010-2175-4163

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার প্রোগ্রাম।
10/03/2024

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার প্রোগ্রাম।

আসসালামু আলাইকুম,প্রতি বছরেই রমজান মাসকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ...
04/03/2024

আসসালামু আলাইকুম,
প্রতি বছরেই রমজান মাসকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) #ইসো_আন্তর্জাতিক_কোরআন_তেলাওয়াত_ও_ইসলামিক_সঙ্গীত_প্রতিযোগিতা" আয়োজন করে থাকে।

তার-ই ধারাবাহিকতায় এই বছরও অফলাইনে (সরাসরি) কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করা হবে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে।

প্রতিযোগিতার ক্যাটাগরি:-

১.সাধারণ ক্যাটাগরিঃ-
সাধারণ প্রতিযোগী (কোরআনের শেষ ১০ টি সূরা মুখস্থ )
দেশ :- দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো দেশের প্রতিযোগী।

২.বিশেষ ক্যাটাগরিঃ-
হাফেজ, আলেম ও মাদরাসা পড়ূয়া।
দেশ:- দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো দেশের প্রতিযোগী।

৩.ইসলামিক_সঙ্গীত ক্যাটাগরিঃ-
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত যেকোনো প্রতিযোগী।

**বিশেষ ক্যাটাগরির কেউ সাধারণ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন না।

ফাইনাল প্রতিযোগিতার স্থান:- #সিউল_সেন্ট্রাল_মসজিদ (ইথ্যেয়ন)

ঠিকানা :-
(Islam Korea Seoul Central Mosque
39, Usadan-ro 10-gil, Yongsan-gu, Seoul)

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে #প্রাইমারি রাউন্ড ৫ই মার্চ থেকে ১৭ই মার্চ এর মধ্যে ২ থেকে ৩ মিনিটের কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত এর ভিডিও তৈরি করে নাম, মোবাইল নম্বর,ক্যাটাগরি সহ # ইসো'র ই-মেইল ঠিকানায়- ([email protected]) পাঠাতে হবে। ইমেইলে পাঠাতে সমস্যা হলে নিম্নে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া EPS Sports & Welfare Organization, South Korea পেজে মেসেজ দিতে পারেন।

সকলের ভিডিও থেকে বাছাইপর্বে তিন ক্যাটাগরি থেকে সেরাদের নির্বাচন করা হবে। সেরা নির্বাচিতদের থেকে সরাসরি ২৪ই মার্চ ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচন করা হবে।

১ম,২য় ও ৩য় স্থানে নির্বাচিতদের জন্য থাকবে বিশেষ সম্মাননা #সার্টিফিকেট এবং #প্রাইজমানি

#প্রয়োজনে যোগাযোগ নম্বরঃ

Md Reon Reza-010-2188-8564
Sujon Hawlader- 010-55000374
Md Rubel Mia-010-8293-8556
Md Abir Islam-010-2118-6221
Md Robiul Islam-010-2175-4163

জরুরী নোটিশসন্মানীত দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকগন, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা...
27/02/2024

জরুরী নোটিশ
সন্মানীত দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকগন, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন।
সাম্প্রতিক বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দ লক্ষ্য করেছেন যে, কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৪খ্রী: নতুন কমিটি হয়েছে! যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ও বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৪খ্রী: কোন পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করেনি। সর্ব সম্মতিক্রমে গত বছরের সেপ্টেম্বরে গঠিত কার্যকরী কমিটিই সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সুধীবৃন্দ, আপনারা আরো অবগত আছেন যে, চলমান কমিটির নেতৃবৃন্দ কমিউনিটির অন্যান্য সদস্য সহ বিভিন্ন মহলের প্রবাসীদের সহযোগিতায় ও সহভাগিতায় নানা প্রকারের সামাজিক ও জাতীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন যেমন পিকনিক, শীতবস্ত্র বিতরণ, শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, অসুস্থদের সেবা, ও আর্থিক সহযোগিতা সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এই ধরনের চলমান কার্যক্রম থাকা সত্বেও অতি সম্প্রতি কিছু কলুষিত মানসিকতার মানুষ চলমান কমিটি তথা মুরুব্বীদের সঙ্গে আলোচনা না করে সাংগঠনিক নীতি নিয়ম না মেনেই রাতের অন্ধকারে ২০২৪খ্রী: মনগড়া কমিটি দিয়েছে।
সন্মানীত প্রবাসীবৃন্দ, আপনাদের মতো এই বিষয়টি আমাদের ও শুধু অবাক-ই করেনি বরং ব্যথিত করেছে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস, সমস্ত প্রবাসীদের, তথা সামাজিক সংগঠনকে জানাতে চাই যে, সোস্যাল মিডিয়ার ঐ মিথ্যা অবৈধ কমিটির সঙ্গে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার কোন সম্পর্ক নেই।
আমরা কোরিয়াতে অবস্থানরত দূতাবাস সহ সকল প্রবাসী বাংলাদেশী ভাই বোন, ব্যবসায়ি, সহ সকল সামাজিক সংগঠনকে অবগত করতে চাই যে, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৪খ্রী: পূর্ণাঙ্গ কমিটি হলে সেটা বর্তমান কমিটি ঘোষণার মাধ্যমে আপনাদের অবহিত করবেন।

#নোট : যে বা যারা রাতের অন্ধকারে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নামে কমিটি তৈরী করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে তাদের উদ্দেশ্য যদি সমাজের সেবা মূলক কাজ করা-ই হয় তবে, তাদের ভুল শিকার করে মূল কমিটির সাথে কাজ করতে চাইলে চলমান কমিটি সেটা সর্বোচ্চ বিবেচনা করবেন।

"আহালান সাহালান মাহে রমজান-১৪৪৫ হিজরী"আসসালামু আলাইকুম! কোরিয়া মুসলিম ফেডারেশন ও মালয়েশিয়া মুসলিম ফেডারেশন এর তথ্য অন...
25/02/2024

"আহালান সাহালান মাহে রমজান-১৪৪৫ হিজরী"

আসসালামু আলাইকুম! কোরিয়া মুসলিম ফেডারেশন ও মালয়েশিয়া মুসলিম ফেডারেশন এর তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় আগামী ১০ বা ১১ ই মার্চ থেকে কোরিয়াতে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হবে ইনশাআল্লাহ। বছরের ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে এই রমজান মাস।
আল্লাহ তাআলা বলেন:
﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴾ [البقرة:183].
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।' (সূরা বাকারা, ১৮৩ আয়াত)।
আল্লাহ আমাদের ওপর রোযা ফরজ করেছেন, নৈতিক চরিত্র গঠনে শিক্ষা দেয়ার জন্য। সেই শিক্ষা যাতে আমরা পেতে পারি এবং তা কাজে লাগাতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। রমযান মাস হলো আল্লাহর রহমত ও দয়ার হিমেল বায়ুপ্রবাহের মাস।
আত্মার শুদ্ধি ও শান্তির প্রার্থনায় পুরো রমজান মাস আমাদের জীবনে হয়ে উঠুক সুন্দর জীবন ব্যবস্থার অনুশীলন। পবিত্র রমজান মাস আমাদের সবার জন্য বয়ে আনুক শান্তি ও কল্যাণের বার্তা।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন -"ইসোর" পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
পবিত্র রমজানের ক্যালেন্ডার আপনারা সবাই সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করতে পারেন যাতে করে কোরিয়ায় থাকা আপনার বন্ধুদের উপকার হয়।

কোরিয়ান ভাষা পরীক্ষার সার্কুলার হয়েছে। বিস্তারিত প্রথম কমেন্টে
17/02/2024

কোরিয়ান ভাষা পরীক্ষার সার্কুলার হয়েছে। বিস্তারিত প্রথম কমেন্টে

14/02/2024

অসুস্থ হলে বোঝা যায় আল্লাহর কতো নেয়ামত ভোগ করি।

12/02/2024

কাজতো সবাই করে ,আল্লহর জন্য কজনে কাজ করতে পারে।

আলহামদুলিল্লাহ ,নামিয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের প্রোগ্রাম শুরু হয়ে গেছে।সবাই দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ।
09/02/2024

আলহামদুলিল্লাহ ,নামিয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের প্রোগ্রাম শুরু হয়ে গেছে।সবাই দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ।

08/02/2024
আসসালামু আলাইকুম। প্রিয় দ্বীনি ভাই, আপনার অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, এবারের সল্লালের ছুটিতে, নামিয়াং মসজিদ এন্...
04/02/2024

আসসালামু আলাইকুম।

প্রিয় দ্বীনি ভাই, আপনার অবগতির উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, এবারের সল্লালের ছুটিতে, নামিয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ, আগামী ৯ই ফেব্রুয়ারি, শুক্রবার, বাদ মাগরিব, ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ইন শা আল্লাহ্‌। উক্ত প্রোগ্রামে উপস্থিত থেকে একটি সুন্দর আলোচনা শোনার অনুরোধ রইল এবং আপনার পাশে থাকা ভাইকে অবশ্যই নিয়ে আসবেন, ইনশাআল্লাহ। প্রধান আলোচক হিসেবে থাকবেন সবার প্রিয় ব্যাক্তিত্ব,
মুফতি ফয়জুল্লাহ আমান, ইমাম ও খতিব, আনসান মসজিদ এন্ড ইসলামি সেন্টার এবং বিশেষ আলোচক হিসেবে থাকবেন, ড. কামরুল হাছান, ইমাম ও খতিব নামিয়াং মসজিদ এন্ড ইসলামি সেন্টার।

প্রোগ্রাম শেষে দেশীয় খাবারের ব্যাবস্থা থাকবে, ইনশাআল্লাহ।

নোট: মহিলাদের জন্য বিশেষ ব্যাবস্থা থাকবে।

আপনার উপস্থিতি একান্ত ভাবে কাম্য।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাদো/ dado posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাদো/ dado:

Share