Hossain Shimul

Hossain Shimul Exploring with Shimul

03/07/2025

জীবন খুবই ছোট !
মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন‌‌‌ এবং হাসুন, দেখবেন,
"সুখী থাকবেন '!

Congratulations girls♥️
03/07/2025

Congratulations girls♥️

✨ 𝐐𝐔𝐀𝐋𝐈𝐅𝐈𝐄𝐃 ✨

🇧🇩 Bangladesh chart history and qualify for the for the first-time ever!

01/07/2025

সত্য যত কম শব্দে বলা যায়, তত ভালো।
মিথ্যাকে বোঝাতে অনেক বেশি শব্দের দরকার হয়।

26/06/2025

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়! নিজের সাথে নিজের। কেউ জানে না কেউ বুঝে না! নিরবে নিজের সাথে নিজের কত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত!

25/06/2025

একজন নারীর সম্পর্কে ঠিক ততোটাই কথা বলুন,
যতটা আপনি আপনার বোনের ব্যাপারে শুনতে পারবেন।

মৃত্যুর আগে তোমার সন্তানদের এই কথাগুলো বলো:তুমি এমন এক সময়ের মধ্য দিয়ে বেঁচে আছো যখন ৮৬ বছর বয়সী একজন বৃদ্ধ একা ইসলামকে ...
24/06/2025

মৃত্যুর আগে তোমার সন্তানদের এই কথাগুলো বলো:

তুমি এমন এক সময়ের মধ্য দিয়ে বেঁচে আছো যখন ৮৬ বছর বয়সী একজন বৃদ্ধ একা ইসলামকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন, যখন বাকি ইসলামী বিশ্ব বিলাসিতা, নীরবতা এবং ভয়ে ডুবে ছিল।

ইতিহাস মনে রাখবে কে দাঁড়িয়েছিল - আর কে চুপ করে ছিল।

24/06/2025

বিদেশ থেকে আসার সময় পণ্য আনার নতুন ব্যাগেজ নিয়ম-2025

🟢 ব্যক্তিগত ব্যাগেজে এখন আরও বেশি সুবিধা, কম ট্যাক্স, সহজ নিয়ম।



🎁 মোবাইল ফোন

✅ নিজ ব্যবহারের জন্য ২টি মোবাইল
✅ + ট্যাক্স ছাড়া নতুন ১টি মোবাইল ফোন আনা যাবে



🪙 স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার

✅ বছরে ১বার ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ট্যাক্স ছাড়া আনার অনুমতি
✅ চাইলে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন (প্রতি ভরিতে শুল্ক ৫,০০০ টাকা)



🛄 ব্যাগেজ রুল সুবিধা

🔹 ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা:
➡️ ৬৫ কেজি পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে আনতে পারবেন

🔹 ১২ বছরের নিচে যাত্রীরা:
➡️ ৪০ কেজি পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে



✅ বিনা শুল্কে আনার অনুমতি (১৯ পণ্য):

📱 ২টি ব্যবহৃত + ১টি নতুন মোবাইল ফোন
📺 ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
💻 ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার
📷 ভিডিও/ডিজিটাল ক্যামেরা
🍳 কিচেন অ্যাপ্লায়েন্স (রাইস কুকার, গ্যাস ওভেন, কফি মেকার ইত্যাদি)
🧵 সেলাই মেশিন, ফ্যান, খেলাধুলার সামগ্রী
💍 ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
🔊 মিউজিক সিস্টেম
🧼 এক কার্টন সিগারেট
🪑 ৫ বর্গমিটার আয়তনের কার্পেট



💰 শুল্ক দিয়ে আনতে পারবেন (১১ পণ্য):

🏅 ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে ট্যাক্স: ৫,০০০ টাকা)
📺 ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
❄️ ফ্রিজ, ডিপ ফ্রিজ, এসি
💡 ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা
🧺 ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার
🥈 ২৩৪ গ্রাম রুপার বার



📌 উল্লেখ্য:
আগে যতবার খুশি, ততবার ১০০ গ্রাম স্বর্ণ আনতে পারতেন।
এখন থেকে শুধুমাত্র বছরে একবার, ১০০ গ্রাম স্বর্ণ শুল্ক ছাড়া আনার সুযোগ থাকবে।

তথ্যটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করতে পারেন।

23/06/2025

-- কথা হচ্ছে দুনিয়ার সব কিছুই হচ্ছে "জ্ঞান" যা ধ্বংস করা যায় না। কেড়ে নেয়া যায় না। আত্ন-সম্মান, জাতিবোধ এগুলো অন্যদেশ থেকে ধার করা যায় না। এগুলো সেই মাটি মানুষের নিজস্ব জিনিস।

- জার্মানে অধ্যয়নরত ইরানী ছাত্রী মাহাদ।

20/06/2025

ভাইরে ভাই 😆পোলাপান পারেও বটে 🤣🤣🤣

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।-----------------------------------...
15/06/2025

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।
--------------------------------------------[
“যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

তার কারণগুলো—

১.

যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:

ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

২.

যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৩.

এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা:

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

৪.

এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

৫.

সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

হে আল্লাহ, ইরানকে গায়েবি সাহায্য দান করো।
আমিন, সুম্মা আমিন।

09/06/2025

ধৈর্যহীন মানুষটাকেই একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় !... ..🥀

08/06/2025

মাংস কষানোর সময়ে মায়ের সামনে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা হাজারো ছেলে আজ দূর প্রবাসী 💔😢💔 #ঈদ মোবারক

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Shimul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share