Eps info

Eps info Eps info this is a copy paste page. পেইজে কোরিয়ার ইপিএস সংক্রান্ত সকল তথ্য আপডেট দেওয়া হবে।

ইপিএস কর্মীদের জন্য সুখবর! আগামী বছর যেসব নতুন নিয়ম ইপিএস প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য হল...
24/08/2023

ইপিএস কর্মীদের জন্য সুখবর!

আগামী বছর যেসব নতুন নিয়ম ইপিএস প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো-

১। ১০ বছর একটানা কাজের ব্যবস্থা।
২। কোরিয়ানদের বিপরীতে কোম্পানিগুলোতে বিদেশিদের কোটা দ্বিগুণ করা।
৩। ইপিএস কর্মীদের টোটাল কৌটা বৃদ্ধি করা যা ১৬ টি দেশের জন্য প্রযোজ্য।
৪। পরিবহনসহ লোডিং আনলোডিং বিমানবন্দরে কিছু কাজের সুযোগ।
৫। ইপিএস কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য অনেক ধরনের প্রশিক্ষণ কোর্স চালু করা।
৬। যাদের পূর্বের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ম্যাচিং এর সুযোগ সহ ইত্যাদি।।

ইপিএস পুরো সিস্টেমকে নতুন করে সাজানো পরিকল্পনা হচ্ছে।

ইপিএস বাংলা কমিউনিটির পক্ষ থেকে সবার জন্য অগ্রিম শুভ কামনা রইলো।

কোরিয়াতে বর্তমানে বাংলাদেশীর সংখ্যা সর্বমোট ২৪,৬২৭ জন। এর ভিতরে সেরা ১০ ভিসাধারী বাংলাদেশীদের সংখ্যা জেনে নিন।কৃত: Asadu...
22/08/2023

কোরিয়াতে বর্তমানে বাংলাদেশীর সংখ্যা সর্বমোট ২৪,৬২৭ জন। এর ভিতরে সেরা ১০ ভিসাধারী বাংলাদেশীদের সংখ্যা জেনে নিন।
কৃত: Asaduzzaman Asad vai.

21/08/2023
দক্ষিণ কোরিয়ার শিপবিল্ডিং শিল্প (E-7)-এ ওয়েল্ডার নিয়োগের লক্ষ্যে সিঙ্গাপুরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের গুগলডক ফর্মে ত...
14/08/2023

দক্ষিণ কোরিয়ার শিপবিল্ডিং শিল্প (E-7)-এ ওয়েল্ডার নিয়োগের লক্ষ্যে সিঙ্গাপুরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের গুগলডক ফর্মে তথ্য সংগ্রহ

গুগল ডক ফর্ম লিংক: https://forms.gle/zF6pMXWHj92YaGqv5

http://boesl.portal.gov.bd/site/notices/41cb527d-adae-4772-b2f1-322267d24106

KIIP কোরিয়ান ভাষা কোর্সে রিটেক ক্লাস বিনামুল্যে করার সুযোগ আর থাকছে না। ২০২৪ সাল থেকে যারা অধ্যায়নরত লেভেল উত্তীর্ণ হতে ...
12/08/2023

KIIP কোরিয়ান ভাষা কোর্সে রিটেক ক্লাস বিনামুল্যে করার সুযোগ আর থাকছে না।

২০২৪ সাল থেকে যারা অধ্যায়নরত লেভেল উত্তীর্ণ হতে পারবে না এবং রিটেক দিবে তাদের সরকার নির্ধারিত ফি দিয়ে পুনরায় ক্লাস করতে হবে। অর্থাৎ ফ্রীতে আর রিটেক( পুনরায় একই ক্লাসে) KIIP কোর্স করার সুযোগ থাকছে না।
রিটেক ক্লাসের নির্ধারিত ফি কত হবে তা এখনো নির্ধারিত হয়নি।

এই বছরের শেষের দিকে ইমিগ্রেশন আইনের প্রয়োজনীয় সংশোধনী আনবে।
বর্তমানে KIIP কোর্সের বই এবং পরীক্ষার ফি প্রদান করতে হয়।
২০২৩ সালে প্রায় ৬০,০০০ জন KIIP কোর্সে অংশগ্রহণ করবে।যা ২০২০ সালের থেকে ৬০ শতাংশ বেশি।

ই ৭-৪ ভিসা প্রাপ্ত চূড়ান্ত তালিকায় যাদের নাম এসেছে তাদেরকে অভিনন্দন। এখন সবাই কিভাবে দ্রুততার সহিত পরিবার সদস্যদের দক্...
06/08/2023

ই ৭-৪ ভিসা প্রাপ্ত চূড়ান্ত তালিকায় যাদের নাম এসেছে তাদেরকে অভিনন্দন। এখন সবাই কিভাবে দ্রুততার সহিত পরিবার সদস্যদের দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসবেন সে অপেক্ষা।

পরিবার সদস্যদের কে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র সংগ্ৰহ করতে হবে তার তালিকা নিচে দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে কোন সমস্যা হলে যোগাযোগ করুন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সদস্যদের সাথে।
ডকুমেন্টসগুলো কিভাবে প্রস্তুত করতে হয় জানার জন্য পরবর্তী পোস্টগুলো ফলো করুন।

বহুল কাংখিত ই-৭-৪ ভিসার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। ৫২ পয়েন্টেই ভিসা এটা অবিশ্বাস্য বিষয়। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় ক...
04/08/2023

বহুল কাংখিত ই-৭-৪ ভিসার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। ৫২ পয়েন্টেই ভিসা এটা অবিশ্বাস্য বিষয়। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন।
অভিনন্দন সকলকে।
রেজাল্ট এর ফাইল প্রথম কমেন্টে।

আজ সকালে কোরিয়াতে কন্টেইনার জাহাজে করে বাংলাদেশ থেকে দুইজন বাংলাদেশী অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে পুলিশের নিকট ধরা পড়েছে...
26/07/2023

আজ সকালে কোরিয়াতে কন্টেইনার জাহাজে করে বাংলাদেশ থেকে দুইজন বাংলাদেশী অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে পুলিশের নিকট ধরা পড়েছে। ধরপাকড়ের এক পর্যায়ে পানিতে ঝাপ দিলেও রেহাই পায়নি কোরিয়া নৌ পুলিশের নিকট থেকে।
এর আগে ইউরোপ আমেরিকায় প্রবেশের কথা হরহামেশাই শোনা যেত এখন কোরিয়াতেও কি এমন হতে যাচ্ছে?

ন্যূনতম ৫২ পয়েন্ট থেকে ও কেনো ই-৭-৪ ভিসা হয়নি ?  ৬০, ৭০ পয়েন্ট হিসেব করে ও কেনো প্রাথমিক লিস্টে নাম আসেনি ? জেনে নিন নিম...
22/07/2023

ন্যূনতম ৫২ পয়েন্ট থেকে ও কেনো ই-৭-৪ ভিসা হয়নি ?
৬০, ৭০ পয়েন্ট হিসেব করে ও কেনো প্রাথমিক লিস্টে নাম আসেনি ?

জেনে নিন নিমুক্ত কয়েকটি ঘটনা থেকে।

গতকাল ২১ই জুলাই শেষ হয়েছে আপিল আবেদন।আপিল আবেদন করতে গিয়ে কিছু ঘটনা বিবরণী উঠে এসেছে ইপিএস বাংলা কমিউনিটির কাছে!

ঘটনা-১: বাংলাদেশী এই ভাই ২০১০ সালে কোরিয়া আসেন ২০১৫ সালে ভিসার মেয়াদ শেষ করে কোম্পানি জটিলতা ইস্যু না হওয়ার কারণে বিগত ৫ বছর আর কোরিয়া আসতে পারেননি।২য় মেয়াদে কোরিয়া প্রবেশ করেন ২০২০ সালে উনার হিসেবে উনি কোরিয়াতে টোটাল ৮ বছরের বেশি অবস্থান করতেছেন তাই পয়েন্ট যাচাই ফর্মে ২০ পয়েন্ট উল্লেখ করে ৫৭ পয়েন্ট নিয়ে আবেদন করেন।প্রাথমিক রেজাল্টে নাম না আসলে ইমিগ্রেশন গিয়ে জানতে পারেন উনার পয়েন্ট ৩৭ উনার হিসেব থেকে উল্টো মাইনাস (-২০) কোরিয়ার অভিজ্ঞতা থেকে কোন পয়েন্ট যোগ হয়নি কারন ২য় বার কোরিয়া আসার পর এখনো উনার ৪ বছর হয়নি তাই নুন্যতম ৫ পয়েন্ট ও পাননি এবং ইমিগ্রেশনে সময় হিসেব করা হয় লাস্ট ১০ বছর কিন্তু উনি ২০১০ সালে প্রথম কোরিয়া আসার কারনে ১০ বছরের বেশি সময় গত হয়ে যাওয়ায় ১ম মেয়াদের কোন পয়েন্ট যোগ হয়নি অর্থাৎ উনার পয়েন্ট ৩৭!

ঘটনা-২ : এই ভাই ৪ বছর ৩ মাস কোরিয়াতে থেকে ৫৩ পয়েন্ট নিয়ে আবেদন করে ভিসা হয়নি। আপিল আবেদন শেষে জানা গেলো উনি টোটাল ৩ বছর ১১ মাস ২৫ দিন কর্মরত ছিলেন। বাকি সময় উনি কোম্পানি ২ বার পরিবর্তন করে রিলিজে ছিলেন আর রিলিজে থাকা অবস্থায় ভিসা পরিবর্তনের জন্য সময় গননা হয়না এটা ভাইয়ের জানা ছিল না তাই উনার ৫৩ পয়েন্ট থেকে ৫ পয়েন্ট কর্তন হয়ে ৪৮ পয়েন্ট হয়ে গেছে তাই ভিসা হয়নি!

ঘটনা -৩ : ভাই ৫৬ পয়েন্ট নিয়ে আবেদন করে ভিসা পাননি। কারন উনি পাসপোর্ট আপডেট করে সময় মতো ইমিগ্রেশন জানাননি এমনকি নিয়ম না জানার কারনে পয়েন্ট যাচাই ফর্ম থেকেও ৫ পয়েন্ট কর্তন করে পয়েন্ট হিসাব করেননি। ফলাফল যা হওয়ার কথা ছিলো তাই হলো (৫৬-৫) = ৫১ পয়েন্ট হওয়ায় ভিসা হয়নি!

ঘটনা -৪ : এই ভাইয়ের ৭৪ পয়েন্ট থাকা শর্তেও ভিসা হয়নি। কারণ উনার কোম্পানিতে আগে থেকে ১ জন ভিসা করা ছিলো। বর্তমান ২০% নিয়মে ৭ জন কোরিয়ানের বিপরীতে ভিসা পাবেন ১.৪ জন অর্থাৎ একজন ১.৫ থেকে উপরের দিকে হলে ২ জন ভিসা পেতো। ১.৪ থাকা শর্তেও উনি আবেদন করছেন মনের জোরে ১.৪ হয়েও যদি দিয়ে দেয়! কিন্তু না ইমিগ্রেশন আপিল আবেদন জমা নেননি!

ঘটনা -৫ : ভাই ৬৫ পয়েন্ট নিয়ে আবেদন করে ভিসা পাননি এই ভাই কার কাছে শুনেছেন লেভেল টেস্ট দিয়ে যে লেবেল পাবেন সরাসরি ঐ পয়েন্ট যোগ হয়।কিন্তু না নিয়ম হলো পরীক্ষা দিয়ে আপনি যে লেভেল পাবেন ঐ লেভেল আপনি শেষ করলেই পয়েন্ট যোগ হবে। ভাইয়ের পয়েন্ট থাকে (৬৫-১৫)= ৫০ ফলাফল ভিসা হয়নি।

ঘটনা -৬: করোনা ভিসা সহ ৫ বছর ১০ মাস কোরিয়া ছিলেন। রি এন্ট্রির জন্য ৩ মাস দেশে থেকে এসেই ভিসার জন্য আবেদন করলেন ৬ বছর+ হিসেব করে ১০ পয়েন্ট সহ টোটাল পয়েন্ট ৫৬ উনার কথা হলো উনি যে দেশে গিয়ে ৩ মাস ছিলেন এটা উনি ভুলে গেছেন অর্থাৎ উনার কোরিয়াতে ৬ বছর পূর্ণ হয়নি ফলাফল যা হওয়ার কথা তাই হয়েছে (৫৬-৫)=৫১ উনার আগের কোরিয়াতে ৫ বছর ১০ + নতুন করে আবার ২ মাস কোরিয়া থাকার পর ৬ বছর পূর্ণ হবে এবং তখন উনার ৫৬ পয়েন্ট হবে।

ঘটনা -৭: ৮১ পয়েন্ট নিয়ে আবেদন করেছেন কোম্পানিতে কোটা একজন আগেই করা ছিলো কিন্তু উনি তবুও আবেদন করেছেন যদি দিয়ে দেয় কিন্তু না ইমিগ্রেশন ভিসা দেয়নি!

কি কি অপরাধে পয়েন্ট কর্তন হবে,রিলিজে থাকলে সময় গননা হয়না, রি এন্ট্রির জন্য দেশে গেলে সময় বাদ দিতে হবে, লেভেল টেস্ট দিয়ে প্রাপ্ত লেভেল শেষ করলেই পয়েন্ট যোগ হবে, বয়স এবং কোরিয়ায় কাজের অভিজ্ঞতার বয়স গনননায় ১ দিনও যদি কম থাকে তাহলে পূর্ববর্তী বছর গননা হবে এই বিষয় গুলো আমরা বারবার আপনাদের সতর্ক করা শর্তেও প্রতিবারের ন্যায় এবারও এই ভুল গুলো ভিসা আবেদনের সময় বাংলাদেশীদের ক্ষেত্রে উল্লেখিত ভুল হিসেবে উঠে এসেছে!

ই-৭-৪ ভিসা আবেদনর সময় উপরোক্ত ভুল গুলো পরবর্তী আবেদনের সময় বাংলাদেশী প্রার্থীদের ক্ষেত্রে পুনরায় ঘটবে না বলে আমরা বিশ্বাস করি!

প্রচারে: ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।

২০২৪ সালের বেতন প্রতি ঘন্টায় ৯৮৬০ উওন,যা মাসে( ২০৯ ঘন্টা) বেসিক বেতন ২০৬০৭৪০ উওন। ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।
20/07/2023

২০২৪ সালের বেতন প্রতি ঘন্টায় ৯৮৬০ উওন,যা মাসে( ২০৯ ঘন্টা) বেসিক বেতন ২০৬০৭৪০ উওন। ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

ব্রেকিং নিউজ,দক্ষিণ কোরিয়ায় ২০২৪ সালের জন্য সর্বনিম্ন মজুরি প্রতি ঘন্টা ৯৮৬০ উয়ন নির্ধারণ করা হয়েছে। মাসিক হিসেবে ২০...
19/07/2023

ব্রেকিং নিউজ,

দক্ষিণ কোরিয়ায় ২০২৪ সালের জন্য সর্বনিম্ন মজুরি প্রতি ঘন্টা ৯৮৬০ উয়ন নির্ধারণ করা হয়েছে। মাসিক হিসেবে ২০,৬০,৭৪০ উয়ন।

২০২৩ সালের ন্যূনতম মজুরি থেকে ঘণ্টা প্রতি ২৪০ উয়ন বা ২.৫% বৃদ্ধি করা হয়েছে। এই বেতন ২০২৪ সাল এর পহেলা জানয়ারি থেকে কার্যকর হবে। দ্রব্যমূল্য এবং জীবন যাপন এর ব্যয় বাড়লেও সেই অনুপাতে বেতন তেমন বাড়ানো হয়নি।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eps info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share