Rashedul Islam

Rashedul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rashedul Islam, Digital creator, Seoul.

রুম থেকে বের হয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই সামনে চোখে পড়লো পাহাড়ের মাঝখানে চারিপাশে ঘন জঙ্গলের মাঝে একটি বিল্ডিং। তখনই ...
13/07/2025

রুম থেকে বের হয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই সামনে চোখে পড়লো পাহাড়ের মাঝখানে চারিপাশে ঘন জঙ্গলের মাঝে একটি বিল্ডিং। তখনই মনে হল যেহেতু ওখানে একটা বিল্ডিং আছে, সেহেতু রাস্তা তো অবশ্যই আছে। সাথে সাথে ম্যাপ ওপেন করে ম্যাপে জুম করে সেই জায়গাটার ঠিকানা সিলেক্ট করে, চলে যাই সেই পাহাড়ের উপরে। সেখান থেকেই উপভোগ করলাম গোধূলি সময়ে সুন্দর এই মফস্বল।

12/07/2025

দক্ষিণ কোরিয়াতে আসার তিন বছর পার হয়ে গেল। কিন্তু প্রথম বছরটা নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারেনি কোরিয়ার কাজের কালচারের সাথে। দ্বিতীয় বছর থেকে আস্তে আস্তে নিজেকে, একটু একটু করে কোরিয়ার কাজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আর আজ তিন বছর শেষে যখন নিজেকে পুরোপুরি এই কোম্পানিতে মানিয়ে নিলাম, ঠিক তখন কোম্পানিতে কাজ কমে যাওয়ার কারণে কোম্পানি ছেড়ে দিতে হয়েছে। সেটা তো আপনারা জানেন। ছোট্ট একটা রুমে নিজের সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু আজ সবকিছু আবার সেই দুই বছর আগে যেমনটা ছিল ঠিক তেমন করেই চলে যেতে হচ্ছে।

11/07/2025

আজ মঙ্গলবার, হবে কি আজ কোন মঙ্গল? এগুলি সবই ছন্দ মেলানোর জন্য। গতকাল 350 কিলোর ড্রাইভ করার পরে, আজ আর দূরে কোথাও যাওয়ার এনার্জি শরীরে নেই। তাই কাছের নদুংবো হোয়াশাং সী তে যাব। এখানে যেতে খুব বেশি সময় লাগবে না। মাত্র ৩০ থেকে ৪০ মিনিট। আজকের আবহাওয়া টা খুবই সুন্দর।

10/07/2025

আজকে রিলিজের ১৫ দিন পার হয়ে গেল। তাই চিন্তা করলাম খিয়ংগীদোর বাইরে কোন প্রদেশে যেয়ে কাজের খোঁজ করব। যেই ভাবা সেই কাজ। খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সবচাইতে কাছের যে প্রদেশ ছুং ছং নামদোর, ছনান শহরের উদ্দেশ্যে। আমার রুম থেকে সেখানে দূরত্ব ছিল দেড়শ কিলোমিটার। আজ একটু অন্যরকম চিন্তা নিয়ে বের হলাম.........

বি: দ্র: আমি খুবই দুঃখিত, কারণ আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব বলেছিলাম। কিন্তু সময় এবং পরিস্থিতি কোনভাবেই সেই সুযোগটা দিচ্ছে না। যার কারণে দিতে পারতেছি না।

Color is a power which directly influences the soul.
09/07/2025

Color is a power which directly influences the soul.

নতুন ঠিকানার উদ্দেশ্যে
27/06/2025

নতুন ঠিকানার উদ্দেশ্যে

19/06/2025

আজ রুম থেকে বের হওয়ার সময় চক্ষু চরক গাছ। লেটার বক্সে আরেকটি লেটার জমা হয়ে রয়েছে। খুলে দেখি সেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্সের। বেশ ভালো কথা। খুলে দেখলাম ৩ লাখ ৫ হাজার ওনের বেশি বিল আসছে। যেটা আসার কথা মাত্র এক লাখের কাছাকাছি বা বেশি। সেই টাকা থেকে কিভাবে ১ লাখ ওন ছাড় পেলাম, তার বিস্তারিত জানতে পারবেন। কারণ আপনিও যদি রিলিজে থাকেন। আপনিও পেতে পারবেন এই ছাড়।

18/06/2025

দক্ষিণ কোরিয়ার চাকরির বাজারে চলছে প্রচুর অস্থিরতা। আমার এই ভিডিও সিরিজে অনেকেই সেটার কিছুটা জানতে পারতেছেন। কিন্তু আজকে ভাগ্যক্রমে আপনাদের জন্য এমন একটি বাস্তব ঘটনা তুলে আনতে সক্ষম হয়েছি। যে ঘটনাটি শুনলে আপনারা কেউ হয়তো অবাক হবেন আর কেউ চিন্তা করবেন এটাও কি সম্ভব? তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো।

16/06/2025

আজ সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম আকাশ মেঘলা, রাতে অনেক বৃষ্টি হয়েছে। আশেপাশের সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমিও আমার গত সপ্তাহের সবকিছু ভুলে গিয়ে, নতুন ভাবে আজকে বেরিয়ে পড়লাম।

15/06/2025

আজকে রিলিজের পঞ্চম দিন। হাসতে হাসতে একটি সপ্তাহ কেটে গেল। আজকের এই দিনে দেখা পেলাম আরো চারজন একই পথের যাত্রীর সাথে। কারো রিলিজের মেয়াদ হয়েছে এক মাস, কারো এক সপ্তাহ। আবার একজনের বাকি আছে মাত্র ২৫ দিন। নানা রকমের অভিজ্ঞতা বাস্তবচিত্র জানতে পারলাম।

এই গরমে একটু শীতল অনুভূতির ছোঁয়া             🇰🇷          #설악산                                  Created by Inflact Hasht...
15/06/2025

এই গরমে একটু শীতল অনুভূতির ছোঁয়া

🇰🇷 #설악산
Created by Inflact Hashtags Generator

14/06/2025

আজ সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে গতকালকের কোম্পানিকে রিজেক্ট করলাম। তারপরে যথারীতি বেরিয়ে পড়লাম নতুন মেসেজের উদ্দেশ্যে। একটার পরে একটা এরকম ভাবে চারটি জব সেন্টারে গিয়ে আজ আমাকে রিজেক্ট হতে হলো। আই মিন কোথাও কোন মেসেজ নেই।

Address

Seoul

Alerts

Be the first to know and let us send you an email when Rashedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share