Rashedul Islam

Rashedul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rashedul Islam, Digital creator, Seoul.

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি খুবই দুঃখিত সময় মতো আপনাদেরকে আপডেট দিতে পারিনি। 9 তারিখ ছিল আমার রি...
14/09/2025

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি খুবই দুঃখিত সময় মতো আপনাদেরকে আপডেট দিতে পারিনি। 9 তারিখ ছিল আমার রিলিজের শেষ দিন। কিন্তু এক তারিখ থেকেই একটি পেট বোতল তৈরির কোম্পানিতে জয়েন করেছি। ভেবেছিলাম আপনাদের কি বিস্তারিত ভিডিও ব্লগে শেয়ার করব। কিন্তু সেটা করার সময় সুযোগ পরিস্থিতি কোন কিছুই পাইনি। তবে নিশ্চয়ই সময় সুযোগ পেলে সবকিছুই আপনার সাথে শেয়ার করব। তবে খুব শীঘ্রই হয়তো কোন ব্লগ দিতে পারতেছি না।

27/08/2025

해동 용궁사 বৌদ্ধ মন্দির (Haedong Yonggungsa Temple)
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অবস্থিত 해동 용궁사 একটি বিখ্যাত সমুদ্রতীরবর্তী বৌদ্ধ মন্দির। ১৩৭৬ সালে গোরিয়ো যুগের একজন মহান ভিক্ষু 나옹 스님 (Naong Hwasang) এটি প্রতিষ্ঠা করেন।
মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি পাহাড়ের বদলে সমুদ্রের তীরে অবস্থিত। সাধারণত কোরিয়ার বেশিরভাগ মন্দির পাহাড়ে নির্মিত হয়, কিন্তু 해동 용궁사 সমুদ্রের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে।
প্রধান মন্দিরে প্রবেশের পথে প্রায় ১০৮টি সিঁড়ি আছে, যা বৌদ্ধ দর্শনের প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও এখানে রয়েছে বিশালাকৃতির সোনালী বুদ্ধ মূর্তি, ড্রাগনের ভাস্কর্য, আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা প্যাগোডা।
এটি বিশেষ করে সূর্যোদয়ের জন্য বিখ্যাত। অনেক ভ্রমণকারী ভোরে এখানে এসে সমুদ্রের উপর উদীয়মান সূর্যের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন।
해동 용궁사 শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি শান্ত, প্রশান্তি ও সৌন্দর্যে ভরা ভ্রমণ গন্তব্য, যা পর্যটক এবং স্থানীয় উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয়।

10/08/2025

감천문화마을 ( Gamcheon Cultural Village) এটি এমন একটি জায়গা যেখানে শিল্প ও ইতিহাস সব কিছু সুন্দরভাবে মিশে আছে। একসময় এটি বস্তি হিসাবে পরিচিত হলেও বর্তমানে দক্ষিন কোরিয়ার সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক গন্তব্যর একটিতে পরিনত হয়েছে। এটি বুসান এর পাহাড়ের পাদদেশে অবস্থিত ।এটির রঙ্গিন বাড়িঘর,অদ্ভুত দেয়ালচিত্র আর শৈল্পীক স্থাপনা বিশ্বজুড়ে ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করেছে।
এজন্য গ্রামটি " বুসানের মাচু পিচু" বা প্রাচ্যের সান্তোরিনী নামে ব্যাপক পরিচিত লাভ করেছে।এটির অত্যাশ্চার্য দৃশ্য আর আকাবাকা রাস্তায় সাজানো রঙের জন্য ভ্রমনপিপাসুদের বেশি আকর্ষন করেছে।

Gamcheon Cultural Village ২০০৯ সাল থেকে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সুন্দর পাড়ায় রুপান্তরিত হয়েছে যেখানে বেশ কয়েকটি ম্যুরাল ও ক্যাফে এবং আরো অনেক কিছু আছে। এখানে ২০১৫ সালে প্রায় ১.৪ মিলিয়ন দর্শনার্থী এসেছিলেন।

কেউ যদি বুসানে আসে আর এই জায়গায় না যায় তাহলে অনেক কিছুই মিস করবেন। তাই বুসানে আসলে অবশ্যই এই জায়গায় একবার হলেও ঘুরে যাবেন।

ঠিকানা: 부산광역시 사하구 감내2로 203

09/08/2025

গতকাল বুসানের তিনটি নদুংবোতে ঘোরার পরেও কোথাও কোন মেসেজ পেলাম না। তাই আজ চিন্তা করলাম পাশেই ছাংউঅনে যাব। সেই চিন্তা করেই আমার এখান থেকে ৬০ কিলোমিটার দূরের অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে সময় লেগেছে দেড় ঘন্টার মত। সেখানে যাওয়ার পরে একটি কোম্পানির মেসেজ পেলাম। কোম্পানিটি অনেক বড় ছিল। 24 ঘন্টা কাজ হয় এমন একটা কোম্পানি। এবং যেখানে শত শত কর্মী কাজ করে। কিন্তু সেখানে গিয়ে মাথাই ঘুরে গেল, যখন দেখলাম বাঙালীরা সিন্ডিকেট করে রেখেছে। আগে থেকেই তারা লোক নির্ধারণ করে রেখেছে, শুধুমাত্র তারাই কোম্পানিতে ঢুকতে পারবে। তাই এত ভালো একটা কোম্পানির মেসেজ পাওয়ার পরেও ঢুকতে পারলাম না। কথায় আছে না "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে"

08/08/2025

খিয়ংগীদো অঞ্চলে তিন সপ্তাহ কাজ দেখার পরে মনে হল, বুসানে গেলে হয়তো আরো ভালো কাজের মেসেজ পাওয়া যাবে। তাই গত দুইদিন আগে চলে আসলাম বুসান শহরে। শনি এবং রবিবার অফিস বন্ধ থাকায়, আজ সকালে বের হয়ে তিন তিনটি নদুংবোতে গেলাম।

ঢাকার মতো এতো ঘনবসতিপূর্ণ শহরে মধ্যে কেন বিমান প্রশিক্ষণ নিতে হবে? দেশে কোথাও কি খোলা ময়দান নাই? এতো গুলো প্রাণের দায় এখ...
21/07/2025

ঢাকার মতো এতো ঘনবসতিপূর্ণ শহরে মধ্যে কেন বিমান প্রশিক্ষণ নিতে হবে? দেশে কোথাও কি খোলা ময়দান নাই? এতো গুলো প্রাণের দায় এখন কে নিবে!

রুম থেকে বের হয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই সামনে চোখে পড়লো পাহাড়ের মাঝখানে চারিপাশে ঘন জঙ্গলের মাঝে একটি বিল্ডিং। তখনই ...
13/07/2025

রুম থেকে বের হয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই সামনে চোখে পড়লো পাহাড়ের মাঝখানে চারিপাশে ঘন জঙ্গলের মাঝে একটি বিল্ডিং। তখনই মনে হল যেহেতু ওখানে একটা বিল্ডিং আছে, সেহেতু রাস্তা তো অবশ্যই আছে। সাথে সাথে ম্যাপ ওপেন করে ম্যাপে জুম করে সেই জায়গাটার ঠিকানা সিলেক্ট করে, চলে যাই সেই পাহাড়ের উপরে। সেখান থেকেই উপভোগ করলাম গোধূলি সময়ে সুন্দর এই মফস্বল।

12/07/2025

দক্ষিণ কোরিয়াতে আসার তিন বছর পার হয়ে গেল। কিন্তু প্রথম বছরটা নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারেনি কোরিয়ার কাজের কালচারের সাথে। দ্বিতীয় বছর থেকে আস্তে আস্তে নিজেকে, একটু একটু করে কোরিয়ার কাজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আর আজ তিন বছর শেষে যখন নিজেকে পুরোপুরি এই কোম্পানিতে মানিয়ে নিলাম, ঠিক তখন কোম্পানিতে কাজ কমে যাওয়ার কারণে কোম্পানি ছেড়ে দিতে হয়েছে। সেটা তো আপনারা জানেন। ছোট্ট একটা রুমে নিজের সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু আজ সবকিছু আবার সেই দুই বছর আগে যেমনটা ছিল ঠিক তেমন করেই চলে যেতে হচ্ছে।

11/07/2025

আজ মঙ্গলবার, হবে কি আজ কোন মঙ্গল? এগুলি সবই ছন্দ মেলানোর জন্য। গতকাল 350 কিলোর ড্রাইভ করার পরে, আজ আর দূরে কোথাও যাওয়ার এনার্জি শরীরে নেই। তাই কাছের নদুংবো হোয়াশাং সী তে যাব। এখানে যেতে খুব বেশি সময় লাগবে না। মাত্র ৩০ থেকে ৪০ মিনিট। আজকের আবহাওয়া টা খুবই সুন্দর।

10/07/2025

আজকে রিলিজের ১৫ দিন পার হয়ে গেল। তাই চিন্তা করলাম খিয়ংগীদোর বাইরে কোন প্রদেশে যেয়ে কাজের খোঁজ করব। যেই ভাবা সেই কাজ। খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সবচাইতে কাছের যে প্রদেশ ছুং ছং নামদোর, ছনান শহরের উদ্দেশ্যে। আমার রুম থেকে সেখানে দূরত্ব ছিল দেড়শ কিলোমিটার। আজ একটু অন্যরকম চিন্তা নিয়ে বের হলাম.........

বি: দ্র: আমি খুবই দুঃখিত, কারণ আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব বলেছিলাম। কিন্তু সময় এবং পরিস্থিতি কোনভাবেই সেই সুযোগটা দিচ্ছে না। যার কারণে দিতে পারতেছি না।

Color is a power which directly influences the soul.
09/07/2025

Color is a power which directly influences the soul.

নতুন ঠিকানার উদ্দেশ্যে
27/06/2025

নতুন ঠিকানার উদ্দেশ্যে

Address

Seoul

Alerts

Be the first to know and let us send you an email when Rashedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share