
13/07/2025
রুম থেকে বের হয়ে হাঁটতে ছিলাম। হঠাৎ করেই সামনে চোখে পড়লো পাহাড়ের মাঝখানে চারিপাশে ঘন জঙ্গলের মাঝে একটি বিল্ডিং। তখনই মনে হল যেহেতু ওখানে একটা বিল্ডিং আছে, সেহেতু রাস্তা তো অবশ্যই আছে। সাথে সাথে ম্যাপ ওপেন করে ম্যাপে জুম করে সেই জায়গাটার ঠিকানা সিলেক্ট করে, চলে যাই সেই পাহাড়ের উপরে। সেখান থেকেই উপভোগ করলাম গোধূলি সময়ে সুন্দর এই মফস্বল।