01/06/2025
২০২৫ সালের ৪র্থ পর্যায়ের 사회통합 প্রোগ্রাম (PBT) লেভেল টেস্ট এর রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
রেজিস্ট্রেশন সময়সীমা:
৪ জুন (মঙ্গলবার) থেকে ৮ জুন (শনিবার), ২০২৫ পর্যন্ত
পরীক্ষার তারিখ:
২১ জুন, ২০২৫ (শনিবার)
সময়: দুপুর ১২:৩০ থেকে
রেজাল্ট প্রকাশ:
৪ জুলাই, ২০২৫ (বিকাল ৩টার পর)
পরীক্ষা পদ্ধতি:
পেপার-বেইজড (PBT)
আলাদা করে প্রবেশপত্র প্রয়োজন নেই – কেবল এলিয়েন কার্ড সাথে আনলেই চলবে।
পেপার, কলম, পেন্সিল, ইরেজার – সবকিছু সেন্টার থেকে সরবরাহ করা হবে।
নিজে কিছু নিয়ে আসার প্রয়োজন নেই।
নিজে আবেদন করতে সমস্যা হলে:
আমাদের রেজিস্ট্রেশন টিমের সহায়তা নিতে পারেন।
-ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া