
21/07/2025
জ্বরের সময় বাচ্চারা কিছু খেতে চায় না — তখন মা-বাবার করণীয় কী?
জ্বর মানেই শুধু শরীর গরম হওয়া নয়, এটা পুরো শরীরের উপর একটা চাপের নাম। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে জ্বরের সময় খাওয়ার অনীহা খুবই সাধারণ বিষয়। একজন মা হিসেবে এটা অনেক কষ্টের, কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা বাচ্চার শরীর দুর্বল না হতে দিয়ে তাকে আরাম দিতে পারি।
✅ জ্বরের সময় কী করব?
🔹 জোর করব না:
খেতে না চাইলে জোর করব না। এতে বাচ্চার বিরক্তি বাড়বে ও বমির সম্ভাবনা থাকবে।
🔹 তরল খাবারে জোর দেব:
– কুসুম গরম ভাতের মাড়
– হালকা চিকেন স্যুপ
– গরম পানি বা স্যালাইন
– স্যুপে ভেজানো রুটি
– নারকেল পানি
– পাতলা খিচুড়ি
🔹 বারবার অল্প অল্প করে খাওয়াব:
একবারে অনেক না দিয়ে প্রতি ২-৩ ঘণ্টা পরপর অল্প অল্প করে কিছু দিতে চেষ্টা করব।
🔹 পানিশূন্যতা রোধ করব:
প্রচুর পানি, স্যালাইন, ফলের রস বা লেবু পানি দিলে শরীর ঠান্ডা থাকবে ও বমির প্রবণতা কমবে।
🔹 পরিবেশ আরামদায়ক রাখব:
বাচ্চাকে ঠাণ্ডা, পরিষ্কার ও স্নিগ্ধ পরিবেশে রাখলে তার মন ভালো থাকবে। এতে খাওয়ার আগ্রহ একটু হলেও বাড়ে।
--
⚠️ যখন দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে:
বারবার বমি হলে
২৪ ঘণ্টার বেশি কিছু না খেলে
প্রস্রাব কমে গেলে
ঝিম ধরে থাকলে বা দুর্বল হয়ে পড়লে
---
🌼 সবার উদ্দেশ্যে বলি:
জ্বরের সময় বাচ্চারা খাবে না—এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মায়েরা ও অভিভাবকেরা যদি ধৈর্য, ভালোবাসা আর একটু সচেতনতা নিয়ে পাশে থাকি, তাহলে শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন 🤲
“এই পোস্ট যদি কোনো মায়ের উপকারে আসে, তবে শেয়ার করতে ভুলবেন না।”
Noor's Lifeline