Nipa Khatun

Nipa Khatun এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে?
কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে?
আজ কি কি ভালো খারাপ করলাম চলো ভাবি।
(1)

07/12/2023

সুরা বাকারা

১৬৮,১৬৯ আয়াতে আল্লাহ তায়ালা হালাল বস্তু খাওয়ার নির্দেশ দিচ্ছেন।

ইবনে কাছিরের কোরানের তাফসিরে নবীর হাদিস আছে,

নবী করীম (সা)-এর নিকট () আয়াতটি তিলাওয়াত করা হইলে সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস দাঁড়াইয়া বলিলেন – হে আল্লাহর রাসূল, আমাদের দু'আ যেন সর্বদা আল্লাহর দরবারে কবুল হয়, তাঁহার কাছে এই প্রার্থনা করুন ।

রাসূল (সা) বলিলেন – হে সাদ! পবিত্র আহার্য গ্রহণ কর, তোমার দু'আ সর্বদা কবুল হইবে। যাহার হাতে মুহাম্মদের প্রাণ, তাহার শপথ করিয়া বলিতেছি, যে ব্যক্তির উদরে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করিল, চল্লিশ দিন পর্যন্ত তাহার দু'আ কবুল হইবে না।

আর যে বান্দা হারাম ও সুদের মাল দ্বারা দেহ পুষ্ট করিয়াছে তাহার জন্য জাহান্নামের আগুনই শ্রেয়।

07/12/2023
07/12/2023

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) আপনি যখনি রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আপনার "নাম" বলে।

২) রাসূল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি একবার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ না ও করেন।

৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।

*** সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার, এবং দুআ ইউনুস। আপনার জীবনে মিরাকেল আসতেই থাকবে ইনশাআল্লাহ।

# Bipasha Akhter

06/12/2023

সাফল্য অর্জন করায় এই দুনিয়ার মাফকাঠি নয়,
দুনিয়ায় অধিক টাকা অর্জন করা মাফকাঠি নয়।
দুনিয়াতে টাকা দিয়ে শান্তি পাওয়া যাবে না। দুনিয়া চিরস্থায়ী শান্তির যায়গা ও নয়। শান্তির যায়গা হবে জান্নাত, সে এমন শান্তি যা কোন মানুষ কল্পনা করতে পারে না।

এই দুনিয়ার বৈশিষ্ট্য: এই দুনিয়ার সবকিছুই নশ্বর।
সবচেয়ে সেরা অর্জন করেও তা ফিকে লাগতে শুরু করবে।

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।

★★★ ইসলাম যদি শান্তির ধর্ম, তবে মুসলিমরা  যুদ্ধ করে মানুষ মেরেছে কেন? (এমন ধরনের প্রশ্ন নাস্তিকদের বিভিন্ন ব্লগে লিখে থা...
06/12/2023

★★★ ইসলাম যদি শান্তির ধর্ম, তবে মুসলিমরা যুদ্ধ করে মানুষ মেরেছে কেন? (এমন ধরনের প্রশ্ন নাস্তিকদের বিভিন্ন ব্লগে লিখে থাকে, মুসলিমদেরকে নাস্তিক বানানোর জন্য।)

আমাকে কোন একজন এই প্রশ্নটা করেছিল, কিন্তু উত্তর জানতাম না, কারণ ইসলাম সম্পর্কে খুবই নগন্য জ্ঞান ছিল।

বর্তমানে আমরা মুসলিমরা বোকা, ইসলাম সম্পর্কে খুবই স্বল্প পরিমান জ্ঞান অর্জন করি, এমন প্রশ্নের উত্তর দিতে পারি না,এমনকি ইসলাম সম্পর্কে কু-ধারনা সৃষ্টি হতে পারে।
এই প্রশ্নের সুন্দর উত্তর পাওয়া যাবে নবী(সা:) এর জীবনী পরলে।
সুতরাং নবী (সাঃ) জীবনীটা একবার হলেও শেষ করুন। যদি সিরাত পড়ার সময় না পান, অবসরে বিভিন্ন কাজের পাশাপাশি অডিওটা শুনতে পারেন। আর হ্যাঁ, মুসলিমরা তখন সত্যি জানতে পারবেন যুদ্ধ কেন হয়েছিল, এবং আপনারাও নাস্তিকদের এমন প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন।

আলহামদুলিল্লাহ আমি ৭০ টা পর্ব শুনেছি, আমাকে যে সিরিজটা সাজেশন করেছিল তাকে অশেষ ধন্যবাদ, অনেক সুন্দর একটা সিরিজ সাজেশন করার জন্য। আপনারাও শুরু করতে পারেন।
আল্লাহ আমাদের সহায় হোন, Amin।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share