07/12/2023
সুরা বাকারা
১৬৮,১৬৯ আয়াতে আল্লাহ তায়ালা হালাল বস্তু খাওয়ার নির্দেশ দিচ্ছেন।
ইবনে কাছিরের কোরানের তাফসিরে নবীর হাদিস আছে,
নবী করীম (সা)-এর নিকট () আয়াতটি তিলাওয়াত করা হইলে সা'দ ইব্ন আবী ওয়াক্কাস দাঁড়াইয়া বলিলেন – হে আল্লাহর রাসূল, আমাদের দু'আ যেন সর্বদা আল্লাহর দরবারে কবুল হয়, তাঁহার কাছে এই প্রার্থনা করুন ।
রাসূল (সা) বলিলেন – হে সাদ! পবিত্র আহার্য গ্রহণ কর, তোমার দু'আ সর্বদা কবুল হইবে। যাহার হাতে মুহাম্মদের প্রাণ, তাহার শপথ করিয়া বলিতেছি, যে ব্যক্তির উদরে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করিল, চল্লিশ দিন পর্যন্ত তাহার দু'আ কবুল হইবে না।
আর যে বান্দা হারাম ও সুদের মাল দ্বারা দেহ পুষ্ট করিয়াছে তাহার জন্য জাহান্নামের আগুনই শ্রেয়।