Akon Milon Korea

Akon Milon Korea দক্ষিণ কোরিয়ার পথে-প্রান্তরে, সদা সর্বদা।

কোরিয়া এখন সৌন্দর্যহীন, চারদিক মনমরা অবস্থা। শরৎ শেষ, শীত শুরু; আপাতত তুষারপাত ছাড়া অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই।
01/12/2025

কোরিয়া এখন সৌন্দর্যহীন, চারদিক মনমরা অবস্থা। শরৎ শেষ, শীত শুরু; আপাতত তুষারপাত ছাড়া অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই।

ভ্রাতৃপ্রেমে পৃথিবীর সব স্বার্থ তুচ্ছ। আমরা চার ভাই। দুই ভাই বাংলাদেশে, দুই ভাই বিদেশে। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।
30/11/2025

ভ্রাতৃপ্রেমে পৃথিবীর সব স্বার্থ তুচ্ছ। আমরা চার ভাই। দুই ভাই বাংলাদেশে, দুই ভাই বিদেশে। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।

02/11/2025

শরৎ এর হালকা মৃদু বাতাসে আনমনে আমি।

কোরিয়ার বুকে ইসলামের প্রতীক এই ইথেওন মসজিদ...সিউলের কেন্দ্রে অবস্থিত  ইথেওন মসজিদ ও কোরিয়াতে ইসলামের আগমন----• দক্ষিণ কো...
26/10/2025

কোরিয়ার বুকে ইসলামের প্রতীক এই ইথেওন মসজিদ...
সিউলের কেন্দ্রে অবস্থিত ইথেওন মসজিদ ও কোরিয়াতে ইসলামের আগমন----

• দক্ষিণ কোরিয়াতে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে পরিচিত ও প্রশান্তির স্থান হচ্ছে এই ইথেওন মসজিদ বা সিউল সেন্ট্রাল মসজিদ।
• কোরিয়াতে ইসলামের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এই মসজিদ।

• ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময়ে ইসলামের আগমন ঘটে, যখন জাতিসংঘের মুসলিম সৈন্যরা কোরিয়াতে অবস্থান করছিল।
• এরপর ধীরে ধীরে মুসলিমের সংখ্যা বাড়তে থাকলে ১৯৭৪ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই বছর পরে ১৯৭৬ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
• মূলত মুসলিম দেশের অর্থায়নেই এই মসজিদটি তৈরি হয় তখনকার সময়ে।

• মসজিদটির অবস্থান পাহাড়ের ঢালে এবং এখান থেকে পুরো সিউল শহর খুব চমৎকারভাবে দেখা যায়।
• মসজিদটি কোরিয়াতে ইসলামিক সংস্কৃতি ও শিক্ষা প্রচারের প্রাণকেন্দ্র।
• মসজিদের চারপাশে মুসলিম স্ট্রিট বা হালাল স্ট্রিট গড়ে উঠেছে, আছে ইসলামিক পোশাক ও বইয়ের দোকান।
• কোরিয়াতে অবস্থিত মুসলিম ভাইয়েরা একবারের জন্য হলেও ইথেওন সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে আসবেন।

বন্ধুত্বের গুরুত্ব • বন্ধুত্ব মানুষকে কভু একা হতে দেয় না, বন্ধুত্ব মানুষকে কখনো হতাশ হতে দেয় না।• একজন প্রকৃত বন্ধু মানু...
24/10/2025

বন্ধুত্বের গুরুত্ব
• বন্ধুত্ব মানুষকে কভু একা হতে দেয় না, বন্ধুত্ব মানুষকে কখনো হতাশ হতে দেয় না।
• একজন প্রকৃত বন্ধু মানুষের জীবন পালটে দিতে পারে, বদলাতে পারে জীবনের গতি।

আমার জীবনে বন্ধুত্ব
• আমাদের জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম।
• আমি এমন একজন মানুষ যে কিনা বন্ধুত্বে ভর করে জীবনের পুরোটা পথ পাড়ি দিয়েছি এবং আলহামদুলিল্লাহ জীবনে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি।
• আমি বন্ধুত্ব বিশ্বাস করি, বন্ধুত্বে ভরসা রাখি।
• বন্ধু ছাড়া জীবন আসলে কল্পনা করাও কঠিন।
• বন্ধুদের বলি, আমি তোদের ভালোবাসি।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akon Milon Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share