
07/09/2025
সহযোগিতার গুরুত্ব: একটি ব্যক্তিগত অভিজ্ঞতা
প্রতিযোগিতার বদলে সহযোগিতা
• একটা কথা আছে যে, কাউকে যদি তোমার সমকক্ষ বানাও, সে তোমার প্রতিযোগী নয়, সহযোগী।
• আমার ক্ষেত্রে সেটা শতভাগ প্রমাণিত।
• আমি লাইফে কাউকে প্রতিযোগী মনে করি না কিংবা হিংসাও করি না।
রাসেলের সাফল্য
• রাসেলের ভিসা চেঞ্জ কিংবা গাড়ি কেনায় ওর চেয়ে কিছু ক্ষেত্রে আমার চেষ্টা বেশি ছিল।
• এবং তার ইচ্ছা ও চেষ্টায় সে সবগুলোতেই সফল।
আপদকালীন পরিস্থিতিতে বন্ধুর সাহায্য
• এবার বলি আসল কথা, গতকাল তার ক্লাস ছিল দেগুতে, যা আমার বাসা থেকে ৩০০ কিলোমিটার দূরে।
• কিন্তু আমার পারিবারিক একটা প্রয়োজনে তাকে জানালে সে রাত ১০ টায় ক্লাস শেষ করে গাড়ি চালিয়ে রাতের দেড়টা বাজে বাসায় এসে পৌঁছায় এবং আজকে সারাদিন আমার প্রয়োজনীয় সকল কাজে সে যথেষ্ট সহযোগিতা করেছে, যেটা আমার মানসিকভাবেও অনেক কাজে লেগেছে।
বন্ধুত্বের প্রতিচ্ছবি
• কথা হচ্ছে, আজ তার গাড়ি না থাকলে আমি আমার এই দরকারে তাকে পাশে পেতাম না বা আসাও সম্ভব হত না।
• সেজন্য আমি কাউকে হিংসা করার চেয়ে সমকক্ষ বা আমার চেয়ে উপরে দেখতে ভালোবাসি।
• অন্তত আমার কোনো কাজে না আসলেও দূর থেকে দেখতে ভালো লাগে।