Akon Milon Korea

Akon Milon Korea Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akon Milon Korea, Digital creator, Seoul.

আমরা আপনাদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ঐতিহ্য এবং নিয়মিতভাবে অনুষ্ঠিত বিভিন্ন তথ্য উপস্থাপন করব। আমাদের উদ্দেশ্য হল ছোট ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। আমরা আশা করি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।

সহযোগিতার গুরুত্ব: একটি ব্যক্তিগত অভিজ্ঞতাপ্রতিযোগিতার বদলে সহযোগিতা• একটা কথা আছে যে, কাউকে যদি তোমার সমকক্ষ বানাও, সে ...
07/09/2025

সহযোগিতার গুরুত্ব: একটি ব্যক্তিগত অভিজ্ঞতা
প্রতিযোগিতার বদলে সহযোগিতা
• একটা কথা আছে যে, কাউকে যদি তোমার সমকক্ষ বানাও, সে তোমার প্রতিযোগী নয়, সহযোগী।
• আমার ক্ষেত্রে সেটা শতভাগ প্রমাণিত।
• আমি লাইফে কাউকে প্রতিযোগী মনে করি না কিংবা হিংসাও করি না।

রাসেলের সাফল্য
• রাসেলের ভিসা চেঞ্জ কিংবা গাড়ি কেনায় ওর চেয়ে কিছু ক্ষেত্রে আমার চেষ্টা বেশি ছিল।
• এবং তার ইচ্ছা ও চেষ্টায় সে সবগুলোতেই সফল।

আপদকালীন পরিস্থিতিতে বন্ধুর সাহায্য
• এবার বলি আসল কথা, গতকাল তার ক্লাস ছিল দেগুতে, যা আমার বাসা থেকে ৩০০ কিলোমিটার দূরে।
• কিন্তু আমার পারিবারিক একটা প্রয়োজনে তাকে জানালে সে রাত ১০ টায় ক্লাস শেষ করে গাড়ি চালিয়ে রাতের দেড়টা বাজে বাসায় এসে পৌঁছায় এবং আজকে সারাদিন আমার প্রয়োজনীয় সকল কাজে সে যথেষ্ট সহযোগিতা করেছে, যেটা আমার মানসিকভাবেও অনেক কাজে লেগেছে।

বন্ধুত্বের প্রতিচ্ছবি
• কথা হচ্ছে, আজ তার গাড়ি না থাকলে আমি আমার এই দরকারে তাকে পাশে পেতাম না বা আসাও সম্ভব হত না।
• সেজন্য আমি কাউকে হিংসা করার চেয়ে সমকক্ষ বা আমার চেয়ে উপরে দেখতে ভালোবাসি।
• অন্তত আমার কোনো কাজে না আসলেও দূর থেকে দেখতে ভালো লাগে।

“গাংহওয়া দ্বীপের স্মৃতি: গোরিয়ো(প্রাচীন কোরিয়ার একটি রাজবংশ) সাম্রাজ্যের আশ্রয়স্থলদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য• ইমজিন আ...
02/09/2025

“গাংহওয়া দ্বীপের স্মৃতি: গোরিয়ো(প্রাচীন কোরিয়ার একটি রাজবংশ) সাম্রাজ্যের আশ্রয়স্থল
দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য
• ইমজিন আর ইয়েসং নদীর মোহনায়, গাংহওয়া দ্বীপের বুকে গোরিয়ো রাজবংশের ইতিহাসঘেরা এই পার্কে একদিন।”
• সবুজ প্রকৃতি, শান্ত নদী আর চারপাশে নীরবতা—দেখলে মনে হয় এ যেন এক টুকরো স্বর্গ।

গোরিয়ো সাম্রাজ্যের ইতিহাস
• এখানেই গড়ে উঠেছে “গোরিয়ো রাজধানী স্থানান্তর পার্ক”—১৩শ শতাব্দীর স্মৃতিচিহ্ন।
• যখন মঙ্গোল আক্রমণে বিপর্যস্ত হয়েছিল গোরিয়ো রাজবংশ, তখন রাজধানী কায়সং থেকে সরিয়ে আনা হয় এই গাংহওয়া-দো দ্বীপে।
• প্রায় ৩৯ বছর ধরে এই দ্বীপই ছিল তাদের শেষ আশ্রয়, তাদের রাজধানী।

পার্কের নিরাপত্তা ও তাৎপর্য
• আজ পার্কটি শুধু একটি ভ্রমণস্থান নয়, বরং ইতিহাসের গভীর এক শিক্ষা।
• তবে এখানে প্রবেশের আগে সেনাদের কাছ থেকে নিতে হয় অনুমতির পাস।
• সীমান্তের কাছাকাছি হওয়ায় সর্বত্রই কড়া নিরাপত্তা, আর ছবি তোলার ক্ষেত্রেও মানতে হয় নিয়ম।

নির্জনতার অনুভূতি
• হয়তো এজন্যই এখানে মানুষের ভিড় কম।
• কিন্তু নির্জনতার মাঝেই পাওয়া যায় এক অন্যরকম অনুভূতি—ইতিহাসের ভার, প্রকৃতির নীরবতা, যা সহজে ভুলবার নয়।
।। 🌿🕊️

কোরিয়ার গ্রীষ্মের শেষ ভাগের উষ্ণতা বিদ্যমান, তবে আবহাওয়ার পরিবর্তনে শরতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। রোদ, মেঘ এবং গরম...
29/08/2025

কোরিয়ার গ্রীষ্মের শেষ ভাগের উষ্ণতা বিদ্যমান, তবে আবহাওয়ার পরিবর্তনে শরতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। রোদ, মেঘ এবং গরমের মধ্যে শীতল বাতাসের উপস্থিতি একটি বিশেষ আবহ তৈরি করেছে। দুপুরের মনোরম পরিবেশে বাইরে ঘোরাঘুরি করা আনন্দদায়ক। সৃষ্টিকর্তা প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন ঋতুচক্রের মাধ্যমে প্রকৃতির বৈচিত্র্য সৃষ্টি করেছেন। চমৎকার!

27/08/2025

দুপুরবেলা একা একা পার্কে হাটতেছি।

কোরিয়া ও ট্রাম্পের বৈঠক: কৌশলগত আলোচনা ও ভবিষ্যতের সম্ভাবনাবৈঠকের সারসংক্ষেপ• কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও ট্রাম্পের...
26/08/2025

কোরিয়া ও ট্রাম্পের বৈঠক: কৌশলগত আলোচনা ও ভবিষ্যতের সম্ভাবনা

বৈঠকের সারসংক্ষেপ
• কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও ট্রাম্পের বৈঠকটি ছিল কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
• সেখানে সেনা ও বাণিজ্য সম্পর্কের আধুনিকায়ন, উত্তরের সংলাপ, বিনিয়োগ ও একটি সীমিত, কিন্তু গভীর কূটনীতির স্পর্শ দেখতে পাওয়া গেছে।
• সংক্ষেপে, এটি ছিল দুই পক্ষের জন্যই “দলগত” এবং “স্থিতিশীল” একটি প্রথম সংলাপ।

ফলাফল ও ভবিষ্যৎ
• এই বৈঠক কোরিয়ার জন্য পজিটিভ সিগন্যাল দিয়েছে—বিশেষ করে বিনিয়োগ, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায়।
• তবে অর্থনৈতিক সংকট তাৎক্ষণিকভাবে দূর হবে না।
• এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কেবল একটি সহায়ক ধাপ।

আমি নিশ্চিত যে প্রবাসীরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে, তবে দেশের অন্যান্য মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে আমার ক...
26/08/2025

আমি নিশ্চিত যে প্রবাসীরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে, তবে দেশের অন্যান্য মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। 🤔🇧🇩
#প্রবাসী #দুর্নীতি #বাংলাদেশ #আকাঙ্ক্ষা

আমি যতই নীরবতা অবলম্বন করি, ততই যেন নিজেকে উপলব্ধি করি। 🤔🧘‍♀️  #নীরবতা  #অনুভূতি  #আত্মউপলব্ধি📍 #금촌시장
25/08/2025

আমি যতই নীরবতা অবলম্বন করি, ততই যেন নিজেকে উপলব্ধি করি। 🤔🧘‍♀️
#নীরবতা #অনুভূতি #আত্মউপলব্ধি
📍 #금촌시장

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akon Milon Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share