Enjoy Korea with Sanjida

Enjoy Korea with Sanjida জানা এবং অজানাকে জানা।

04/07/2024

উত্তর কোরিয়ার কাছাকাছি গিয়েও
কিম জং উন এর দেখা পেলামনা😂

Follow : Enjoy Korea with Sanjida

ও শিক্ষিত মানুষজন এসব বন্ধ করুন  আমাদের  বাঁচতে দিন🙏🙏 একটা গ্রামের প্রাইমারি বাচ্চাদের মজা করে পড়ার ভিডিও টাইমলাইনে ঘুরছ...
23/05/2024

ও শিক্ষিত মানুষজন এসব বন্ধ করুন
আমাদের বাঁচতে দিন🙏🙏

একটা গ্রামের প্রাইমারি বাচ্চাদের মজা করে পড়ার ভিডিও টাইমলাইনে ঘুরছে দেখলাম।ওরা হয়তো জানেও না ওদের নিয়ে এমন হাসি তামাশা হচ্ছে। হয়তো দেখতে এটা বেমানান লাগছে কিন্তু আনন্দ দিয়ে পড়ানো দোষের কিছু নয়।হ্যা ভগ্নাংশের সাথে হয়তো এই অঙ্গভঙ্গি লাগেনা কিন্তু বাচ্চাদের আনন্দ দেয়ার জন্যই ইতিবাচক মন নিয়ে হয়তো শিক্ষক এমন পড়িয়েছে। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম অনেকসময় ওদের পড়ায় মনোযোগ আনার জন্য অনেক কাজ করতাম। কিছু কিছু মেধাবী মানুষ এটা নিয়ে আবার ভিডিও বানিয়ে নিজেদের পন্ডিত মনে করছেন।ওরা না হয় গ্রামের ছোট মানুষ বা শিক্ষক হয়তো ততো এই বিষয়ে পারদর্শী না তো আপনারা কেন রি- মেক করছেন।লজ্জা লাগেনা ওদের ফলো করেন। ওদের ভবিষ্যত পর্যন্ত ঘননা করে ফেলছেন।আমাদের শিক্ষকরাও মজা করে পড়াতো হয়তো মোবাইল ফোন আর ফেসবুক ছিলনা বলে এতো কাহিনী হয়নি।একবার ভাবেন যে এমন ট্রোল হলে এই বাচ্চাগুলো স্কুলে যাবে কিনা বা বাবা -মা হয়তো এরপর স্কুলে যেতে দিবে কিনা। নিজেদের মেধা অন্য কাজে লাগান এদের ফলো না করে।আমার গনিত পড়ানো দিদি মনিকে এখনো মনে পড়ে ইদুর একে বিভিন্ন ভাবে আমাদের আনন্দ দিয়ে পড়াতো।দয়া করে এসব করবেন না ওদের স্কুলে যাওয়া বন্ধ করবেন না।সব বিষয় নিয়ে মজা করতে হয়না এইটুকু বোধগম্য আমাদের থাকা উচিত না হয় ওদের এই নেচে ভগ্নাংশ পড়া আর আআপনাদের তা নিয়ে ভিডিও বানানো পার্থক্য কোথায়?

সানজিদা আফরোজ সোনিয়া

21/05/2024

আমি কতো ভালো যে কখনো কিছু একা খাইনা জামা, ওড়না, বিছানার চাদর, ফ্লোর সবাইরে নিয়ে খাই😁😁

A memorable field trip with the team GSIS of Ajou University  at Paju Village in South Korea which is near North Korea. ...
17/05/2024

A memorable field trip with the team GSIS of Ajou University at Paju Village in South Korea which is near North Korea. ❤️

05/04/2024

কারো আপন হতে পারিনি🥲

অন্যরকম বন্ধুত্বPlace :Ak plaza art Gallery (South Korea)Pc: Sanjida Afroz Sonia
03/04/2024

অন্যরকম বন্ধুত্ব

Place :Ak plaza art Gallery (South Korea)
Pc: Sanjida Afroz Sonia

16/03/2024
Reality
05/03/2024

Reality

🫣🫣
05/03/2024

🫣🫣

28/02/2024

বেশি কথা বলেও দেখছি

চুপ থেকেও দেখছি

শান্তি শুধু ঝগড়ায়🫣🫣

26/02/2024

কেউ যখন জিজ্ঞেস করে কোন জেলার মানুষ আমি ঝালকাঠি বললে অনেকে অবাক হয় কারন এই ছোট জেলা অনেকের কাছে পরিচিত নয় কারন আগে বরিশাল জেলার মধ্যে ছিল।তবুও নিজের জেলার নাম বলতে অনেক শান্তি লাগে।

Address

Suwon

Alerts

Be the first to know and let us send you an email when Enjoy Korea with Sanjida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enjoy Korea with Sanjida:

Share