প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত।

প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত। দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন ও বাংলাদেশে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি ও সন্মাননা আদায় করা।

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ওসমান হাদি গুলিবিদ্ধ।তার জন্য সকলের দোয়া কামনা করছি।
12/12/2025

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ওসমান হাদি গুলিবিদ্ধ।
তার জন্য সকলের দোয়া কামনা করছি।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে গভীর আশঙ্কা: সাংবিধানিক বাধা ও আইনি জটিলতা;                                        আ ক ম আজাদ...
11/12/2025

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে গভীর আশঙ্কা: সাংবিধানিক বাধা ও আইনি জটিলতা;
আ ক ম আজাদ

​বাংলাদেশে প্রায় দেড় কোটি প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার পথে যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং আশঙ্কাগুলো বিদ্যমান, তা নিম্নোক্তভাবে জোরালোভাবে তুলে ধরা হলো:
​১. :৭২ সাংবিধানিক শর্তের বাধা: "বাসিন্দা" হওয়ার বাধ্যবাধকতা:
​বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ১২২ অনুযায়ী, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার "বাসিন্দা" হতে হবে।
​যেহেতু প্রবাসীরা সাধারণত দেশের বাইরে থাকেন, সেহেতু সংবিধানের এই শর্তটি তাদের গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ ভোটাধিকার কার্যকর করার ক্ষেত্রে একটি মৌলিক সাংবিধানিক বাধা সৃষ্টি করে। এটি প্রবাসীদের জন্য তাদের নাগরিক অধিকার প্রয়োগে সরাসরি প্রতিবন্ধকতা।
​২. এনআইডি বাধ্যতামূলক করার আইনি জটিলতা:
সাংবিধানিক বাধা 'বাসিন্দা' তুলতে গিয়ে​ভোটার তালিকা আইন, ২০০৯ এবং ভোটার তালিকা বিধিমালা, ২০১২-এর মাধ্যমে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের বিধান রাখা হলেও, সেখানে ভোটার নিবন্ধনে প্রবাসীদের পাসপোর্ট অগ্রাহ্য করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে।
​প্রবাসীরা দেশের বাইরে অবস্থান করার কারণে এনআইডি পাওয়া সহজলভ্য নয়। দূতাবাসে আবেদন করেও আইনি জটিলতা ও বাস্তব অসুবিধার ফলে অনেকেই দেশে না এসে এনআইডি সংগ্রহ করতে পারেন না। ফলে এই আইনি বাধ্যবাধকতাটি প্রকৃতপক্ষে প্রবাসীদের পুনরায় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন থাকা সত্ত্বেও কার্যকরভাবে ভোটাধিকার প্রয়োগ কঠিন।
​৩. "পোস্টাল ব্যালট বিডি" অ্যাপস ও সীমিত অংশগ্রহণের ভয়-
প্রবাসীদের কৃতজ্ঞতায় ​ডক্টর ইউনুস সরকারের সিদ্ধান্তে নির্বাচন কমিশন "পোস্টাল ব্যালট বিডি" অ্যাপসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যবস্থা নিয়েছে, উক্ত অ্যাপসে ভোট গ্রহণের সুযোগ রাখা হয়নি। তাই প্রক্রিয়ায় নিবন্ধিত ভোটাররা ডাকযোগে ব্যালট পেপার সংগ্রহ ও প্রেরণের মাধ্যমে ভোটে অংশ নিতে পারবেন।
প্রবাসীদের ​প্রধান আশঙ্কা: নির্বাচন কমিশন এনআইডির পাশাপাশি পাসপোর্ট দ্বারা নিবন্ধনের ব্যবস্থা করেনি এবং অ্যাপসের মাধ্যমে সরাসরি ভোট গ্রহণের ব্যবস্থা করেনি। ফলে প্রবাসীরা গভীরভাবে আশঙ্কা করছেন যে:
​এনআইডি জটিলতার কারণে বেশিরভাগ প্রবাসী নিবন্ধন করতে পারবেন না।
​ডাকযোগে ব্যালট সংগ্রহ ও প্রেরণের পদ্ধতিটি সময়সাপেক্ষ, অনিরাপদ এবং বিভিন্ন দেশের ডাক ব্যবস্থার জটিলতার কারণে বিপুল সংখ্যক প্রবাসীর জন্য কার্যকর হবে না।
​এই পোস্টাল ব্যালটের সীমিত পদ্ধতির কারণে প্রায় দেড় কোটি প্রবাসীর মধ্যে মাত্র ৫ লক্ষ প্রবাসীও সফলভাবে ভোট দিতে ব্যর্থ হবেন এবং বাংলাদেশের ১০ শতাংশ প্রবাসী নাগরিক তাদের ভোটাধিকার থেকে কার্যত বঞ্চিত হবেন।

​প্রবাসীদের হতাশ ও বঞ্চনার চিত্র:
​প্রবাসীদের ভোটাধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কা অত্যন্ত জোরালো। সচেতন প্রবাসীদের মতে, সরকার ও নির্বাচন কমিশন একদিকে আইনি ও ডিজিটাল ব্যবস্থা চালু করলেও, সাংবিধানিক সীমাবদ্ধতা দূর না করা, এনআইডি বাধ্যতামূলক রাখা এবং সহজলভ্য (পাসপোর্ট ভিত্তিক) নিবন্ধন ও ভোট (অ্যাপস ভিত্তিক) গ্রহণের ব্যবস্থা না করায় এই উদ্যোগটি দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার পরিবর্তে একটি নামমাত্র উদ্যোগে পরিণত হবে। এটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে যুক্তিক গভীর হতাশা ও নাগরিক অধিকার বঞ্চনার অনুভূতি সৃষ্টি করছে।

আপনার কষ্টার্জিত রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশের প্রেরণ করুন। সোশ্যাল মিডিয়ার মিথ্যা  ও ভিত্তিহীন প্রচারণায় ব...
09/12/2025

আপনার কষ্টার্জিত রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশের প্রেরণ করুন। সোশ্যাল মিডিয়ার মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত হবেন না।
লিংক ও হুন্ডিতে লেনদন বন্ধ রাখুন।

09/12/2025
09/12/2025

নির্বাচন কমিশন দেড় কোটি প্রবাসীদের মধ্যে মাত্র দুই তিন লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন করেছেন, লজ্জা হওয়া উচিত নির্বাচন কমিশনের।

09/12/2025

আন্দোলন হওয়ার কথা ছিল ঢাকা এয়ারপোর্টের দুর্নীতি লাকিস চুরি এবং হয়রানির বিরুদ্ধে। মোবাইল নিয়ে আন্দোলন!

07/12/2025

আজকের টাকার বিনিময় হার
2.500
400
শর্ত প্রযোজ্য

সকল প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্ট দ্বারা ভোটার নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে কুয়েত দূতাবাসের মাধ্যমে ...
07/12/2025

সকল প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্ট দ্বারা ভোটার নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে কুয়েত দূতাবাসের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান।
প্রবাসী ভোটাধিকার পরিষদ, কুয়েত। ০৭/১২/২০২৫

Address

Al Farwaniyah

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share