
06/09/2025
"পিঠের চামড়া কি খুব মোটা"?
*****
সার্কুলেশন :-
প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে।কারণ, কোটি কোটি ছেলেমেয়েদের গায়ক,নর্তক বানাতে হবে।
তাহলে শেখ হাসিনার সরকারের শিক্ষানীতির সমালোচনা কেন?
৯২% মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করে গান নাচ শেখানোর এতো উৎসাহ কেন? বাংলাদেশে নাচ গান শেখার অনেক প্রতিষ্ঠান রয়েছে। যারা তাদের ছেলেমেয়েদের গান নাচ শেখাতে চান,তারা সেসব প্রতিষ্ঠান থেকে শিখাচ্ছেন। স্কুলে বাধ্যতামূলকভাবে শিখাতে হবে কেন?
সরকার কি মনে করছে যে,এটা রাম বামের রাজত্বি!!!!
মার খাওয়া,লাথি খাওয়া,দাবড়ানি খাওয়া থেকে কোন শিক্ষা নেয়নি এরা!!
অথচ প্রয়োজন প্রাথমিক বিদ্যালয়সমুহে একজন ধর্মীয় শিক্ষক রাখা বাধ্যতামূলক করা।প্রত্যেক হাইস্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা।
ডক্টর মুহাম্মদ ইউনুস! আপনি কোন দেশে আছেন?
বঙ্গবন্ধুর মত আপনি বিপ্লবের তাণ্ডব দেখেন নি।ক্ষমতায় বসেও বাঙালির রুদ্ররূপ কল্পনা করতে পারেন নি।
আপনার এনজিও মার্কা সরকারকে সামলান।
লেখক, এ বি এমন ফয়েজ উল্লাহ্ চট্টগ্রাম।
https://www.facebook.com/share/16Fdzar6xF/