Al-Huda Bangla Media Kuwait

Al-Huda Bangla Media Kuwait দাওয়া, শিক্ষা, সংস্কৃতি এসব বিষয়ে অত্র পেইজে নিয়মিত পোস্ট করা হবে। ইনশা আল্লাহ ইসলাম বিষয়ক বিভিন্ন বিষয় জানতে আমাদের এই পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন

26/10/2024
24/10/2024

আদর্শভিত্তিক ও গণমুখী নেতৃত্বের গুরুত্ব
ইসলামী আন্দোলন সঠিক অর্থে আদর্শভিত্তিক আন্দোলন, কারণ এখানে কোন ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা লক্ষ্য নয়। লক্ষ্য একটাই- আদর্শের বিজয়, দ্বীন ইসলামের বিজয়। সেই সাথে এই আন্দোলন গণমুখীও। কারণ এর জাগতিক লক্ষ্য তো দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ প্রতিষ্ঠা। সর্বস্তরের জনমানুষকে মানুষের প্রভুত্বের যাঁতাকল থেকে মুক্ত করে আল্লাহর প্রভুত্বের বিশাল ছায়াতলে আশ্রয় দেয়া। কাজেই মুষ্টিমেয় সুবিধভোগী ব্যক্তি ছাড়া সবার আকর্ষণ থাকবে- আপনত্বের অনুভূতি থাকবে এই আন্দোলনের প্রতি, এটাই স্বাভাবিক। আপাততঃ এটা প্রকাশ পায় না সুবিধাভোগী, আল্লাহদ্রোহী শ্রেণীর প্রভাব প্রতিপত্তি ও দাপটের কারণে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই দাপটের বাঁধ ভেঙ্গে যায়। আল্লাহর সাহায্যে যখন বিজয়ের মুহূর্ত ঘনিয়ে আসে তখন বাঁধভাঙ্গা জোয়ারের মত মানুষ সমর্থন দিতে থাকে এই আন্দোলনকে।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে তাই হচ্ছে। আলহামদুলিল্লাহ

মুরুর আসেমা মসজিদের লোকেশন:مسجد أحمد صالح الناجم (المرور)معسكرات المباركية, قطعة 1https://maps.google.com/?q=29.31513417...
17/10/2024

মুরুর আসেমা মসজিদের লোকেশন:
مسجد أحمد صالح الناجم (المرور)
معسكرات المباركية, قطعة 1
https://maps.google.com/?q=29.31513417701174,47.899842113256454
আরদিয়া মসজিদের লোকেশন:
مسجد مطيران وسمي السويط
العارضية الحرفية, قطعة 3 شارع حمود جابر الصباح
https://maps.google.com/?q=29.29332639334857,47.906872196159505

তুচ্ছ লোক বড় হয়ে যাবে, দুনিয়ার অবস্থা ব্যবস্থা বদলে যাবে। বড় ছোট হয়ে যাবে, সম্মানী ব্যক্তি অপমানিত হবে। অসম্মানী ব্যক্তি...
15/10/2024

তুচ্ছ লোক বড় হয়ে যাবে, দুনিয়ার অবস্থা ব্যবস্থা বদলে যাবে। বড় ছোট হয়ে যাবে, সম্মানী ব্যক্তি অপমানিত হবে। অসম্মানী ব্যক্তি মানের দাবী করবে। যারা এ কাজের উপযুক্ত নয়, তারা সে কাজের মালিক মুখতার হয়ে বসবে।

মুরুর আসেমা মসজিদের লোকেশন:مسجد أحمد صالح الناجم (المرور)معسكرات المباركية, قطعة 1https://maps.google.com/?q=29.31513417...
10/10/2024

মুরুর আসেমা মসজিদের লোকেশন:
مسجد أحمد صالح الناجم (المرور)
معسكرات المباركية, قطعة 1
https://maps.google.com/?q=29.31513417701174,47.899842113256454

আরদিয়া মসজিদের লোকেশন:
مسجد مطيران وسمي السويط
العارضية الحرفية, قطعة 3 شارع حمود جابر الصباح
https://maps.google.com/?q=29.29332639334857,47.906872196159505

চাটুকার ও তেলবাজ লোকদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাটুকারীরা ধ্বংস হয়েছে......
10/10/2024

চাটুকার ও তেলবাজ লোকদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাটুকারীরা ধ্বংস হয়েছে.... সুতরাং চাটুকার ব্যক্তিরা সাবধান।
আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। আমীন

মসজিদ মুতাইরান ওয়াসমি সুয়াইত (আরদিয়া হেরফিয়া সানাইয়া) কুয়েত। এই মসজিদে ১১ই অক্টোবর ২০২৪ জুমাবার হতে আপিসির সম্মানিত দাঈগ...
09/10/2024

মসজিদ মুতাইরান ওয়াসমি সুয়াইত (আরদিয়া হেরফিয়া সানাইয়া) কুয়েত। এই মসজিদে ১১ই অক্টোবর ২০২৪ জুমাবার হতে আপিসির সম্মানিত দাঈগণ জুমুআর খুতবা প্রদান করবেন। সকল বাংলাভাষী ভাইদের এখানে জুমুআর নামায আদায় করতে অনুরোধ করা যাচ্ছে।

মসজিদে আসার লোকেশন
مسجد مطيران وسمي السويط
العارضية الحرفية, قطعة 3 شارع حمود جابر الصباح
https://maps.google.com/?q=29.29332639334857,47.906872196159505

হে আল্লাহ! আমাদেরকে অন্যায় ও যুলম থেকে দূরে রাখুন, ইনসাফের ভিত্তিতে জীবন পরিচালনা করার তাওফীক দিন। আমীন
25/09/2024

হে আল্লাহ! আমাদেরকে অন্যায় ও যুলম থেকে দূরে রাখুন, ইনসাফের ভিত্তিতে জীবন পরিচালনা করার তাওফীক দিন। আমীন

২০ শে সেপ্টেম্বর, রোজ: শুক্রবার, সময়: বাদ সালাতুল ইশাইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েতের উদ্যোগে পবিত্র সীরাতুন না...
21/09/2024

২০ শে সেপ্টেম্বর, রোজ: শুক্রবার, সময়: বাদ সালাতুল ইশা
ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েতের উদ্যোগে পবিত্র সীরাতুন নাবী মাহফিল ও সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কুয়েতের প্রাণকেন্দ্র লিবারেশন টাওয়ার সংলগ্ন মসজিদে শায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রায় চার শাতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী গবেষক, খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত দাঈ আইপিসি কুয়েত মাওলানা আব্দুর রব সরদার।
সভাপতিত্ব করেন,খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত, সম্পাদক আলহুদা, দাঈ আইপিসি কুয়েত, মাওলানা মামুনুর রশীদ।
সঞ্চলনায় ছিলেন:খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত, দাঈ ময়দানী হাফেজ মাওলানা মুহি উদ্দীন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েতের উদ্যোগে পবিত্র সীরাতুন নাবী মাহফিল ও সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজ...
17/09/2024

ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েতের উদ্যোগে পবিত্র সীরাতুন নাবী মাহফিল ও সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছে।
স্থান: কুয়েতের প্রাণকেন্দ্র লিবারেশন টাওয়ার সংলগ্ন মসজিদে শায়ে (উর্দু খুতবা মসজিদ)। বাসষ্ট্যান্ডের সামনের মসজিদ
তারিখ: ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ঈসায়ী
রোজ: শুক্রবার, সময়: বাদ সালাতুল ইশা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক সকলকে উক্ত সীরাত মাহফিলে উপস্থিত থাকার দাওয়াত রইল।
মহান আল্লাহ আয়োজকদের মেহনত কবুল করুন। সীরাত মাহফিল সফল করুন। আমীন

একদা খতীব সাহেব জুমুআর খুতবায় আসতে বিলম্ব করলেন। তখন একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন এবং খু...
08/09/2024

একদা খতীব সাহেব জুমুআর খুতবায় আসতে বিলম্ব করলেন। তখন একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন এবং খুতবায় যা বললেন...
হে লোকসকল! আপনার তাওবার লাইসেন্স নবায়ন করুন, এবং তাকওয়ার বেল্ট ভালোভাবে বেধে নিন। এবং দ্রুত গোনাহের পথে চলা বন্ধ করুন।
নিয়তের চাকা মজবুত করুন। কলবের ইঞ্জিন পরিষ্কার রাখুন। কুরআনের Signals সংকেত মেনে চলুন।
দ্বীনের পথে চুলন, কেননা সামনে কঠিন চেকপয়েন্ট। পূর্ণরূপে সতর্ক থাকুন, কেননা এর জরিমানা হবে জাহান্নাম।
মহান আল্লাহ আমাদেরকে হেফাযত করুন। আমীন

দেশের এই ক্লান্তিলগ্নে সকল মানুষের এগিয়ে আসা সময়ের দাবী। আসুন আমরা যার যার  স্থান হতে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি।
26/08/2024

দেশের এই ক্লান্তিলগ্নে সকল মানুষের এগিয়ে আসা সময়ের দাবী। আসুন আমরা যার যার স্থান হতে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ نَفَّسَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً مِنْ...
25/08/2024

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ نَفَّسَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক কোন মুসলমান লোকের দুনিয়াবী বিপদাপদের মধ্যে একটি বিপদও দূর করে দেয়, আল্লাহ তা'আলা তার পরকালের বিপদাপদের কোন একটি বিপদ দূর করে দিবেন।
মুসলিম: ২৬৯৯-তিরমিযী: ১৯৩০

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সকল মানুষকে বন্যা কবলিত এলাকায় যারযার সামর্থানুযায়ী এগিয়ে আসা জরুরি। পৃথিবীর সকল সৃষ্টিই ...
23/08/2024

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সকল মানুষকে বন্যা কবলিত এলাকায় যারযার সামর্থানুযায়ী এগিয়ে আসা জরুরি। পৃথিবীর সকল সৃষ্টিই আল্লাহর পরিবার। আর যারা তাদের সাথে সদয় হবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন।
মহান আল্লাহ বাংলাদেশের বিপদগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসতে তাওফীক দান করুন এবং তাদেরকে হেফাযত করুন। আমীন

জোর যুলম করে অন্যের সম্পদ দখল করা যায় ঠিক। কিন্তু সেই সম্পদ সে নিজে ভোগ করতে পারে না। এটাই আল্লাহর ফায়সালা। যালেম এক সময়...
22/08/2024

জোর যুলম করে অন্যের সম্পদ দখল করা যায় ঠিক। কিন্তু সেই সম্পদ সে নিজে ভোগ করতে পারে না। এটাই আল্লাহর ফায়সালা। যালেম এক সময় দুনিয়াতেই তার নিজের বাড়ি হতে বিতাড়িত হয়। পড়ে থাকে শূণ্য হয়ে। তবুও কি বুদ্ধিমান লোকেরা বুঝবে না।
হে আল্লাহ আমাদের প্রত্যেকনে ইনসাফের ভিত্তিতে জীবন পরিচালনা করার তাওফীক দাও। এবং যালেমদের অনিষ্ট হতে হেফাযত কর। আমীন

হে আল্লাহ আমাদেরকে এই যুলমের অভিশাপ থেকে হেফাযত করুন, এবং ন্যায়-নীতির উপর চলার তাওফীক দান করুন। আমীন
20/08/2024

হে আল্লাহ আমাদেরকে এই যুলমের অভিশাপ থেকে হেফাযত করুন, এবং ন্যায়-নীতির উপর চলার তাওফীক দান করুন। আমীন

 #দুআয়ে ইউনুস, যা বিপদের সময় পড়তে হয়
19/08/2024

#দুআয়ে ইউনুস, যা বিপদের সময় পড়তে হয়

Address

Al Jabiriyah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Huda Bangla Media Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Huda Bangla Media Kuwait:

Share

Category