08/11/2025
🗣️ জাবি আলোনসো -
রদ্রিগো লেফট বা রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে, এমনকি স্ট্রাইকার বা সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারে 👏
কথা হচ্ছে,মাস্তানটুনো ইনজুরি হওয়ার পর এখন নতুন সুর বের করেছেন জাবি,রদ্রিগো যে এই পজিশনগুলোতে খেলতে পারতেন সেটা কি আপনি নতুন জানেন? নাহলে কেন তাকে বেশিরভাগ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে খেলিয়েছেন? কেনই বা ভিনির পরিবর্তে লেফটে নামিয়েছেন? রদ্রিগো বলেছে সে লেফটে খেলবে,কিন্তু আপনি ত্য দলের প্রধান,আপনি কেন আগে দলের ফাল্স বুঝেননি? বিগ ম্যাচে অভিজ্ঞ খেলোয়াড় রেখে ইয়াংদের মাঠে নামিয়ে দেন,ফলস্বরূপ দলের অবস্থাটাও সবাই দেখেছে!
আশাকরি ছেছড়ামি বাদ দিবেন,সিজনের ৩ ভাগের ১ ভাগ ম্যাচ প্রায় শেষ,খেলোয়াড়দের তাদের খেলার স্বাধীনতা দিন,সবার প্রতি সমান গুরুত্ব দিন।