Bayazid

Bayazid Brazil and Real Madrid fans �
(1)

04/07/2025

My 3 choices in football💀 . . .

🗣️ভিনিসিয়ুস জুনিয়র-"আমি সবসময় ক্রিস্টিয়ানো রোনালদোর দেওয়া পরামর্শ মনে রাখি। তিনি সবসময় বলতেন, গোল করা আসলে অনেক সহজ। যদি...
04/07/2025

🗣️ভিনিসিয়ুস জুনিয়র-

"আমি সবসময় ক্রিস্টিয়ানো রোনালদোর দেওয়া পরামর্শ মনে রাখি। তিনি সবসময় বলতেন, গোল করা আসলে অনেক সহজ। যদিও শুরুতে আমি বিশ্বাস করতাম না। পরে ভেবে দেখলাম, কথাটা ঠিক। এটা ম্যাচের সময় আমাকে অনেক শান্তি দেয়। তার অভিজ্ঞতা আমাকে সত্যিই প্রভাবিত করেছে।"❤️🤗

"তিনি বলতেন, যখন তুমি গোলরক্ষকের সামনে একা একা মুখোমুখি হও, তখনই ম্যাচের সবচেয়ে সহজ মুহূর্তটা আসে।"❤️💥

গোল করা সহজ না হলেও, ওয়ান অন ওয়ানে ভিনি অনেক উন্নতি করছে। এখন গোলকিপারকে একা পেয়ে গেলে সে সহজে স্কোর করে।

04/07/2025

Rodrigo’s Madrid chapter may end here,💔 . . .

Just can’t believe it. 💔
03/07/2025

Just can’t believe it. 💔

03/07/2025

দেখো আমি ফিরে এসেছি😅😄

ব্রাজিলিয়ান লিগের উন্নয়নের জন্য দারুণ সিদ্ধান্ত নিয়েছেন সিবিএফ, বাস্তবায়ন হওয়ার দিকে এগুচ্ছে ❤️👏ব্রাজিলিয়ান লিগ সেরি-এ প...
02/07/2025

ব্রাজিলিয়ান লিগের উন্নয়নের জন্য দারুণ সিদ্ধান্ত নিয়েছেন সিবিএফ, বাস্তবায়ন হওয়ার দিকে এগুচ্ছে ❤️👏

ব্রাজিলিয়ান লিগ সেরি-এ পরিচালনা করে সিবিএফ বা ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু ২০২৭ সাল থেকে এটি আর সিবিএফ-এর অধীনে থাকবে না।

সিরি-এ ও সিরি-বি’র ৪০টি ক্লাব মিলে নিজেরা একটি লিগ গঠন করবে, যার নাম হতে পারে Liga Brasileira de Futebol। অর্থাৎ, ক্লাবগুলিই তখন লিগ পরিচালনা করবে, যেমনটা ইউরোপের অনেক দেশে হয়ে থাকে।

⏺️ এই নতুন লিগ হবে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ ও পেশাদার।
⏺️ রেফারি নিয়োগ ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে।
⏺️ প্রযুক্তি ও রেফারিংয়ের লোকবল উন্নয়নে বিনিয়োগ করা হবে।
⏺️ প্রাথমিকভাবে কিছু সাহায্য করবে সিবিএফ, তবে ধীরে ধীরে সব দায়িত্ব ক্লাব পরিচালিত লিগের হাতে যাবে।

এটি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি স্বাধীন ও আধুনিক পেশাদার লিগ তৈরির বড় পদক্ষেপ। আশা করি, সামির শাউদের হাত ধরে ব্রাজিল ফুটবলের সবদিক দিয়ে উন্নতি ঘটবে।

🗣️ ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে কর্তোয়া-"আমরা যারা ফুটবল বুঝি, তারা কখনোই ব্রাজিলিয়ান ফুটবলের মান নিয়ে সন্দেহ করিনি। শুধু ...
02/07/2025

🗣️ ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে কর্তোয়া-

"আমরা যারা ফুটবল বুঝি, তারা কখনোই ব্রাজিলিয়ান ফুটবলের মান নিয়ে সন্দেহ করিনি। শুধু ৩-৪ জন টুইটারে আছে যারা ভাবে, এটা নিচু মানের। কিন্তু যারা সত্যিকারের ফুটবল বোঝে, তারা জানে ব্রাজিলিয়ান দলগুলো খুবই ভালো।"🇧🇷💥

02/07/2025

যদি ভালবার্দে গোল করতো 🤔😌

🚨🇧🇷 ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার:-“অবশ্যই আমি পরিকল্পনা করছি এবং সেখানে থাকতে চাই! অবশ্যই”। “আমি ব্রাজিলের হয়ে জিততে আমার...
02/07/2025

🚨🇧🇷 ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার:-

“অবশ্যই আমি পরিকল্পনা করছি এবং সেখানে থাকতে চাই! অবশ্যই”। “আমি ব্রাজিলের হয়ে জিততে আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি সেখানে থাকতে চাই, আমি আমাদের দলে বিশ্বাস করি”, সিএনএনকে বলেছেন।

MVP🤍
01/07/2025

MVP🤍

NEYMAR JR 🐐
01/07/2025

NEYMAR JR 🐐

আজ ম্যাচ শেষে রাফিনহাকে বুকে জড়াইয়া ধরতে এগিয়ে যান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 😯ব্রাজিলের ইতিহাসে খারাপ ম্যাচের এক...
26/03/2025

আজ ম্যাচ শেষে রাফিনহাকে বুকে জড়াইয়া ধরতে এগিয়ে যান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 😯
ব্রাজিলের ইতিহাসে খারাপ ম্যাচের একটি,তার উপর খেলোয়াড় এবং ভক্তদের থেকে বাজেভাবে ব্রাজিলকে ট্রল মেনে নিতে পারেননি স্কালোনি,ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও ব্রাজিলের গুনগান গেয়েছেন এবং রাফিনহাকে উল্টো সাপোর্ট দিয়েছেন 🥹❤️
সত্যিই এই মানুষটার প্রতি সম্মান বেড়ে গেলো 🫡

Address

Al-Mangaf

Alerts

Be the first to know and let us send you an email when Bayazid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share