
26/05/2024
কলিক বলল চাঁদটা অনেক সুন্দর লাগছে , গাড়িটা কোথাও থামাও আমি ছবি তুলতে চাই। বেচারি অনেক চেষ্টা করে ভালো ছবি তুলতে পারেনি। কিন্তু আমি ড্রাইভার বলে কী ভালো ছবি তুলতে পারিনা? কয়েকটা তুলে দিলাম মোবাইল ফোন দিয়েই। আপনাদেরকেউ শিখিয়ে দেই প্রথমে
১. জুম করুন, ২. তারপর ফোকাস করুন ৩. লক করুন,
৪. সম্পূর্ণ ব্রাইটনেস কমিয়ে ফেলুন। বেস হয়ে গেল।
#ফোটোগ্রাফি