প্রবাসে বাংলার মুখ

প্রবাসে বাংলার মুখ সারাদিন অপ্রয়োজনীয় কথা বলার চেয়েও একবার সুবহানাল্লাহ পড়া উত্তম।

20/03/2025
চলুন সব থেকে সস্তায় বিমান টিকিট কেনার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করি। স্কাইস্ক্যানার (Skyscanner) ব্যবহার করে কম দামে ...
08/02/2025

চলুন সব থেকে সস্তায় বিমান টিকিট কেনার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করি। স্কাইস্ক্যানার (Skyscanner) ব্যবহার করে কম দামে বিমান টিকিট কেনার জন্য আপনাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে।

প্রথমেই বলে নেই Skyscanner কোন টিকিট সেল করেনা, এটি একটি স্কটল্যান্ড-ভিত্তিক ট্রাভেল সার্চ ইঞ্জিন যা ফ্লাইট, হোটেল এর দাম তুলনা করার জন্য ব্যবহৃত হয়। বর্তমানে Trip.com Group (চীনের একটি বড় অনলাইন ট্রাভেল কোম্পানি) এর মালিকানাধীন।

এর মাধ্যমে আপনি কোন ওয়েবসাইটে সব থেকে কম দামে আপনার কাঙ্খিত টিকিট টি পাবেন তা দেখতে পাবেন এবং টিকিট কেনার জন্য সেই ওয়েবসাইট ব্যাবহার করতে হবে। এক্ষেত্রে আবশ্যই সেই ওয়েবসাইটের রেটিং দেখে এবং তাদের রুলস এবং রেগুলেশন দেখে টিকিট কিনতে হবে।

প্রথমে Skyscanner ওয়েবসাইটে যান বা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। এর পর সুনির্দিষ্ট তারিখের বদলে পুরো মাস নির্বাচন করুন "Depart" বা "Return" সেকশনে ক্লিক করে “Whole Month” বা “Cheapest Month” নির্বাচন করুন। এটি আপনাকে দেখাবে কোন দিনগুলিতে টিকিটের দাম সবচেয়ে কম।

এছাড়াও যদি আপনি নির্দিষ্ট কোন দিনের টিকিট কিনতে চান তাহলে Depart এবং Return ডেট দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।

যদি নির্দিষ্ট গন্তব্য না থাকে, তবে "To" ফিল্ডে "Everywhere" লিখুন। এটি আপনাকে দেখাবে সস্তা ফ্লাইটের তালিকা যেখানেই আপনি কম খরচে যেতে পারেন।

অনেক সময় আপনি বারবার একই রুট সার্চ করলে দাম বেড়ে যেতে পারে। Incognito বা Private Browsing Mode ব্যবহার করলে এই সমস্যা এড়ানো যায়।

ডাইরেক্ট ফ্লাইটের বদলে ১-২ ট্রানজিট (Stopover) যুক্ত ফ্লাইট নিলে খরচ কম হতে পারে। এক্ষেত্রে Layover সময় ও ভিসার প্রয়োজনীয়তা চেক করুন।

একপাশের টিকিট আলাদাভাবে বুক করুন (One-Way Strategy) অনেক সময় One-Way টিকিট আলাদা করে কেনা সস্তা হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি একসাথে ২-৩ টা দেশ ভ্রমন করবেন তখন One-Way করে টিকিট বুক করলে আপনার খরচ কম হবে। যেমন আপনি দুবাই সৌদি আর কাতার ভ্রমন করবেন এক্ষেত্রে প্রথম্র ঢাকা থেকে কাতার সরাসরি তারপর কাতার থেকে দুবাই এবং দুবাই থেকে সৌদি এবং ফেরার সময় সৌদি থেকে ঢাকা, এভাবে আলাদা আলাদা করে বুকিং করলে খরচ কম হবে।

দাম কমার জন্য অ্যালার্ট সেট করুন "Price Alert" অপশন চালু করুন যাতে স্কাইস্ক্যানার দামের পরিবর্তন হলে আপনাকে নোটিফাই করতে পারে।

এয়ারলাইনসের প্রোমোশন ও ডিসকাউন্ট খুঁজুনঃ কিছু এয়ারলাইনস মাঝে মাঝে প্রোমোশনাল ফেয়ার দেয়, যেমন- এমিরেটস, কাতার এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারলাইন্স বিজনেস ক্লাসের ফ্লাইটের উপর বিশেষ ছাড় ক্রেডিট কার্ড অফার ও লয়্যালটি পয়েন্ট ব্যবহার

কম ব্যাগেজ ও বাজেট এয়ারলাইনস বেছে নিন Air Arabia, Flydubai, IndiGo, AirAsia ইত্যাদির ফ্লাইট তুলনামূলক সস্তা। শুধু হ্যান্ড ব্যাগেজ নিয়ে গেলে খরচ কমবে।

স্কাইস্ক্যানার ব্যবহার করে কম দামে টিকিট কেনার জন্য আপনাকে সময়, ফ্লেক্সিবিলিটি ও সঠিক কৌশল প্রয়োগ করতে হবে। উপরের টিপসগুলো মেনে চললে আপনি সহজেই সস্তায় বিমান টিকিট বুক করতে পারবেন।

পাসপোর্ট আমার টাকার, ভিসা আমার টাকার,  পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকার,  মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকার, টিকি...
03/02/2025

পাসপোর্ট আমার টাকার, ভিসা আমার টাকার, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকার, মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকার, টিকিট সিন্ডিকেট থেকে টিকেট কেনা আমার টাকার। বিদেশ গিয়ে রেসিডেন্সি পারমিট নেয়া আমার টাকার, কাজ খুজে নেয়া সেটাও আমার দায়িত্ব, আর আয় করে তোমাদের কথা মত চ্যানেল দিয়ে টাকা দিতে হবে কোন হিসাবে?

প্রবাস থেকে Nid সমস্যার সমাধান হয়না, জন্ম নিবন্ধন সমস্যার সমাধান হয়না, ব্যাংক একাউন্ট সমস্যার সমাধান হয়, সময় মত প্লেন টিকিট পাওয়া যায়না, আকাশছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পাইনা, ব্যাংক প্রতিনিধি, পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মত ব্যবহার শুধরায় না, বেতন ভাতা আদায়ে এম্বেসির সাহায্য পাওয়া যায়না, অবৈধ লোক দেশে যাইতে পারেনা হয়রানী হয়। কেউ মারা গেলে লাশটাও পড়ে থাকে হিমঘরে।

দেশে গিয়ে জমি কিনলে চান্দা দেও, বাড়ি করলে চাদা দেও, ব্যবসা করেল চাদা দেও। কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচে থেকে চাদা দেও।

শত হয়রানির পরে হে প্রিয় বাংলাদেশ একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের?

যতদিন টিকেট সিন্ডিকেট না ভাঙবে ততদিন আমি রেমিট্যান্স শাটডাউন করলাম। আপনি করছেন তো?

আমাদের বিমান সম্পর্কে কিছু বলে যান
02/02/2025

আমাদের বিমান সম্পর্কে কিছু বলে যান

আপনার প্রবাস জীবন কোথায় জানান কমেন্টে
02/02/2025

আপনার প্রবাস জীবন কোথায় জানান কমেন্টে

টিকেটের দাম কমাতে আসুন হুন্ডিতে টাকা পাঠাই@followers
01/02/2025

টিকেটের দাম কমাতে আসুন হুন্ডিতে টাকা পাঠাই@followers

প্রবাস জীবনে কার কত বছর???আমার ৮ বছর🇧🇩🇰🇼🇸🇦🇧🇭🇦🇺🇦🇪🇨🇦🇨🇮🇨🇴🇩🇪🇩🇿🇫🇴🇬🇧🇩🇰🇯🇴🇳🇪🇳🇫🇵🇸🇹🇷🇺🇾🇺🇸🇿🇦🇽🇰🇧🇩।
31/01/2025

প্রবাস জীবনে কার কত বছর???
আমার ৮ বছর🇧🇩🇰🇼🇸🇦🇧🇭🇦🇺🇦🇪🇨🇦🇨🇮🇨🇴🇩🇪🇩🇿🇫🇴🇬🇧🇩🇰🇯🇴🇳🇪🇳🇫🇵🇸🇹🇷🇺🇾🇺🇸🇿🇦🇽🇰🇧🇩।

✈️ রিয়াদ এয়ার কী?রিয়াদ এয়ার হলো সৌদি আরবের একটি নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স। এটি ২০২৫ সালের মধ্যে চালু হওয়ার লক্ষ্...
28/01/2025

✈️ রিয়াদ এয়ার কী?
রিয়াদ এয়ার হলো সৌদি আরবের একটি নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স। এটি ২০২৫ সালের মধ্যে চালু হওয়ার লক্ষ্যে কাজ করছে। এয়ারলাইন্সটি দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক যাত্রীদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

🌍 উদ্দেশ্য এবং লক্ষ্য:
১️⃣ সৌদি আরবকে একটি গ্লোবাল ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলা।
২️⃣ পর্যটন এবং ব্যবসার জন্য সৌদির রাস্তাকে সহজ এবং আধুনিক করা।
৩️⃣ রিয়াদ এয়ার সৌদি ভিশন ২০৩০ প্রকল্পের অংশ, যা দেশটির বৈশ্বিক এভিয়েশন খাতের উন্নতি ঘটাবে।

💡 রিয়াদ এয়ার এর বিশেষত্ব:
১. আধুনিক প্রযুক্তি: রিয়াদ এয়ার তাদের বিমান বহরে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করবে।
২. বিশ্বজুড়ে গন্তব্য: সরাসরি ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের জন্য দ্রুত এবং সহজ যাত্রার সুযোগ।
৩. উন্নত যাত্রী সেবা: আরামদায়ক সিট, উচ্চমানের খাবার, এবং বিনোদন সুবিধা।
৪. পরিবেশ সচেতনতা: কার্বন নির্গমন কমাতে পরিবেশবান্ধব বিমান ব্যবহারের পরিকল্পনা।

🌟 সুবিধা এবং সম্ভাবনা:
• বিদেশি শ্রমিকদের জন্য নতুন রুট এবং সহজ ফ্লাইট।
• হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সুবিধা।
• পর্যটন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

📢 আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
রিয়াদ এয়ার চালু হলে, বাংলাদেশ থেকেও সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশি যাত্রী এবং শ্রমিকদের জন্য এভিয়েশন সেক্টরে নতুন সুযোগ তৈরি হবে।

সৌদির নতুন উদ্যোগ “রিয়াদ এয়ার” নিয়ে আপনার মতামত কী? আমাদের জানাতে ভুলবেন না!

Address

Jleeb
Jleeb Al Shuyoukh

Telephone

94724249

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসে বাংলার মুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share