
14/07/2025
আর হাসবো না আপনার ভিডিও দেখে মনিরুল ভাই।
বাবার ছায়াতলে বড় হয়েছি,শৈশবে কষ্ট কি বুঝিনি!
আজ আপনার জীবন কাহিনি শুনে চোখে পানি এমনি এমনি চলে আসছে।
কাঁচা সবজি যে একসময় আপনার বেচে থাকার খাবার ছিল সেটা আজ জানতাম।
একটা মানুষ বাবা মা ছাড়া কতটা অসহায় সেটা যার কেহ নাই সেই জানে।
আজকের পর আপনার ভিডিওগুলো সামনে আসলে শ্রদ্ধা নিয়ে দেখবো।
মনিরুলের জীবন কাহিনি শুনার জন্য RJ কিবরিয়া ভিডিওটা দেখতে পারেন।
জীবন মানে কি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।