11/12/2025
আমার কাছে "মিজানুর রহমান আজহারী" থেকে শতগুন উত্তম মনে হয় "আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিয্বাহুল্লাহ"। আমার কাছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উত্তম মনে করি। আপনি ৩০ মিনিট মিজানুর রহমান আজহারীর এবং ৩০ মিনিট আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিয্বাহুল্লাহ বক্তব্য শুনবেন, নিজেই প্রমাণ পাবেন কার কথায় উপকার ও স্থায়ী কল্যাণ রয়েছে।