Rafsan Ahammed Rasel

Rafsan Ahammed Rasel Alhamdulillah I am Muslim

20/09/2025

I LOVE_MUHAMMAD (S.W)
আমি মুহাম্মদ (সা:) কে ভালোবাসি
🗣️-Mansur bin Anisur Rahman

19/09/2025

দুনিয়া কি তোমার স্থায়ী আবাস?

- না কবর....

–তবে কেন তুমি দুনিয়ামুখী.?

09/09/2025

ছাত্রদল জিতলে অবশ্যই ছাত্রশিবির সহ অন্যান্য দল তাদেরকে স্বাগতম জানাবে, কিন্তু ছাত্রশিবির যদি জিতে ছাত্রদল বলবে প্রহসনের নির্বাচন,, পাতানো নির্বাচন,, ফলাফল বয়কট করলাম,এই সরকার জামাত ঘেষা, পাকিস্তান, রাজাকার মুক্তিযুদ্ধ, ইস্যু কত কি 🙄

09/09/2025

খাঁটি সোনা কিন্তু
২২ ক্যারেট হয়।

15/08/2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। কিন্তু তার কন্যার কারণে অনেক লাঞ্ছিত হচ্ছে। তবে এটা অনস্বীকার্য নয় যে উনার কিছু খারাপ দিক আছে। পরবর্তীতে তিনি হয়ে উঠে স্বাধীন বাংলাদেশ প্রথম স্বৈরশাসক।ইতিহাসের পাতার হয়ে যান নায়ক থেকে খলনায়ক।
#শেখমুজিব #১৫আগষ্ট #বাংলাদেশ #বঙ্গবন্ধু #ইতিহাস

06/08/2025

বিপ্লব কি?
🎙️:আসিফ আদনান

#ইসলামেরআলো #ইসলামিক #বিপ্লব, #আসিফ #আদনান

28/07/2025

ইনকামি বক্তা নয় হতে হবে ইসলামি বক্তা।
🎙️ : মানসুর বিন আনিসুর রহমান

23/07/2025

আলেম তিন ধরনের। আপনি কোন পক্ষে?
🎙️:মনসুর বিন আনিসুর রহমান

16/07/2025

গোপালগঞ্জ-বাসী, আপনারা রাজপথে থাকেন,
বাঁচলে আপা-রে পাবেন আর মরলে আপার বাপ-রে

12/07/2025

কুয়েতের সুন্দর একটি মসজিদ।

#মসজিদ #কুয়েতে #মুসলিম #ইসলাম #ওয়াজ

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহা...
26/10/2024

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।

(সূরা : আল ইমরান আয়াত : ১৮৫)

‘যেখানেই তোমরা থাক না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান কর’ (নিসা ৪/৭৮)

‘তুমি বলে দাও, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, তা অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই সত্তার কাছে, যিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু সম্পর্কে অবগত। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন’ (জুম‘আ ৬২/৮)

‘হে আমার প্রতিপালক! যদি তুমি আমাকে আরও কিছু দিনের জন্য সময় দিতে, তাহ’লে আমি ছাদাক্বা করে আসতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হ’তাম’। ‘অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে, তখন আল্লাহ কাউকে আর অবকাশ দিবেন না। বস্ত্ততঃ তোমরা যা কর, সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত’ (মুনাফিকূন ৬৩/১০-১১)

‘অবশেষে যখন তাদের কারু কাছে মৃত্যু এসে যায়, তখন সে বলে হে আমার পালনকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে) ফেরত পাঠান’। ‘যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনই নয়। এটা তো তার একটি (বৃথা) উক্তি মাত্র যা সে বলে...’ (মুমিনূন ২৩/৯৯-১০০)

আল্লাহ বলেন, ‘সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। কোনকিছু্ই তোমাদের গোপন থাকবে না’। ‘অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এসো তোমরা আমার আমলনামা পড়ে দেখ’! ‘আমি নিশ্চিত জানতাম যে, আমাকে জবাবদিহিতার সম্মুখীন হ’তে হবে’। ‘অতঃপর সে সুখী জীবন যাপন করবে’। ‘সুউচ্চ জান্নাতে’। ‘যার ফলসমূহ নীচু হয়ে নিকটে আসবে’। ‘(বলা হবে) তোমরা খুশীমনে খাও ও পান কর বিগত দিনে (দুনিয়াতে) যেসব সৎকর্ম করেছিলে তার প্রতিদানে’। ‘অতঃপর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়! যদি আমাকে এ আমলনামা না দেওয়া হ’ত’! ‘এবং আমি যদি আমার হিসাব না জানতাম’! ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত পরিণতি হ’ত’! ‘আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না’। ‘আমার রাজনৈতিক ক্ষমতা বরবাদ হয়ে গেল’। ‘(তখন ফেরেশতাদের বলা হবে) ধরো একে। অতঃপর বেড়ী পরাও একে’। ‘অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর একে’। ‘অতঃপর সত্তুর হাত লম্বা শিকল দিয়ে শক্তভাবে বাঁধো একে’। ‘সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না’। ‘সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করত না’। ‘অতএব আজকে এখানে তার কোন বন্ধু নেই’। ‘আর তার জন্য কোন খাদ্য নেই দেহ নিঃসৃত পূঁজ-রক্ত ব্যতীত’। ‘যা কেউ খাবে না পাপীরা ব্যতীত’ (হা-ক্কাহ ৬৯/১৮-৩৭)। অতএব আসুন! আমরা মৃত্যুর আগেই সাবধান হই। আল্লাহ আমাদেরকে তাঁর জান্নাতী বান্দাদের অন্তর্ভুক্ত করুন- আমীন!

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when Rafsan Ahammed Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share