Joha Media

Joha Media
Youtube

28/12/2023
11/12/2023
11/12/2023

কিছু বাস্তব কথা যা,,১২বসর আগে বলে গিয়েছিলেন,, , কোরআনের পাখি,, কোটি কোটি মুসলিমের ভালোবাসার মানুষ,,,,, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহমাতুল্লাহ)
যা আজ সবখানে প্রমান হয়েগেলো,,, বাস কিছু সত্য সামনে আসতে চলেছে যা বাংলার মানুষ দেখবে,,,
আজ শিক্ষা ব্যাবস্থা,, শেষ।
পোশাক শিল্প শেষ।
বাংলাদেষ মোটর শিল্প শেষ।
চামরা শিল্প শেষ।
পাট শিল্প শেষ।
দেশের অর্থনীতি শেষ।
দেশটা আজ এতিম,,, কি হবে এইদেশের আলেমদের করেপেলা হলো কারাবন্দি।

(আল্লাহ ভালো জানে,,, )

FOLLOW AND SHAR abydoskwt
25/11/2023

FOLLOW AND SHAR
abydoskwt

ফেনসিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় অটোপার্টসের দোকান থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্...
17/09/2023

ফেনসিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অটোপার্টসের দোকান থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক ও বিশ্বরোড শাখার শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আরব আলী বক্স (৩৬) এর ফারিয়া অটো পার্টসের দোকানে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার মো. ঈমান আলীর ছেলে।

অভিযান চালানোর সময় একই উপজেলার উচালিয়া পাড়ার উত্তরপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৩) ও জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ােনর চান্দিহারা মধ্যপাড়া মনির মিয়ার ছেলে মো. দুলাল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকব্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলার সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডের পাশে শ্রমিক নেতা আরব আলী বক্স পার্টসের দোকান ‘ফারিয়া অটো পার্টস’ দোকানে পার্টসের আড়ালে দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আরব আলীর বক্সের পার্টের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তার পার্টসের দোকান তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ইতিপূর্বে সিএনজি থেকে চাঁদা উত্তোলনের ঘটনায় বাকবিতণ্ডা হয়েছে আমার সঙ্গে। এ সময় সে হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শারিরীকভাবে নাজেহাল করে। খবর পেয়ে জেলা পুলিশ ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জেলার সদর, সরাইলসহ বিভিন্ন স্থানে হত্যা মামলা, নারী নির্যাতন, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নরসিংদীতে এক রাতেই সড়কে নিহত ৬ নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
17/09/2023

নরসিংদীতে এক রাতেই সড়কে নিহত ৬

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। অপরদিকে একই রাতে ১০টার দিকে রায়পুরায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় নিহতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার মুন্সীরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এফাজুল হক (৫০) ও তার ছেলে মোস্তাকিম (১৮) এবং মাইক্রোবাসচালক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদীবাজার এলাকার সুভাস চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (৩২)।

আহতরা হলেন এফাজুল হকের স্ত্রী মুক্তা আক্তার (৪৫), ছেলে আশরাফুল প্রধান (১৪), মেয়ে ইলমা আক্তার (১২), মাদারীপুর জেলার শিবচর থানার ফারুক হোসেন (৫০), হাসিনা বেগম (৪২), সানজিদা আক্তার (১৬) ও নূর মোহাম্মদ (৭)। তাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে লাশগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই আবুল খায়ের বলেন, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আমরা ট্রাক ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নরসিংদীর রায়পুরায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভিটিমরজালের শিমুলতলী এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন দোলনা বেগম রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো: কাসেম মিয়ার স্ত্রী, তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।

ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকাসক্তের হামলায় কৃষকের মৃত্যু, ওসিসহ আহত ২বাগেরহাটের চিতলমারীতে পুরনো বিরোধের জের ধরে শাহিন শেখ (২৫) নামের এক মাদকাসক...
17/09/2023

মাদকাসক্তের হামলায় কৃষকের মৃত্যু, ওসিসহ আহত ২

বাগেরহাটের চিতলমারীতে পুরনো বিরোধের জের ধরে শাহিন শেখ (২৫) নামের এক মাদকাসক্তের হামলায় কৃষ্ণপদ হীরা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানার ওসি তরিকুল ইসলাম ও এসআই রেজাউল করিম গুরুতর আহত হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কৃষ্ণ পদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, উপজেলার ডোবাতলা গ্রামের সুন্দর আলী শেখের মাদকাসক্ত ছেলে শাহিন শেখ চরবড়বাড়িয়া গ্রামের কৃষ্ণপদ হীরার গাছ থেকে সুপারি চুরি করলে তাকে হাতেনাতে ধরে তার পিতার কাছে বিচার দাবি করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে শাহিন শেখ লোহার রড দিয়ে কৃষ্ণ পদ হীরার বাড়ির সামনে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় কৃষ্ণ পদ হীরা গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে শাহিন শেখের বাড়িতে অভিযান চালায়। শাহিন শেখ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওসি তরিকুল ইসলাম ও এসআই রেজাউল করিমকে কুপিয়ে গুরুতর আহত করলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান জানান, শাহিন শেখকে আটক করা হয়েছে। নিহত কৃষ্ণ পদ হীরার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ঠিকাদারের অবহেলা, ৫ বছরেও শেষ হয়নি রৌমারী-ঢাকা মহাসড়কের সংস্কার ঠিকাদারের অবহেলায় ৫ বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের রৌমারী-ঢা...
17/09/2023

ঠিকাদারের অবহেলা, ৫ বছরেও শেষ হয়নি রৌমারী-ঢাকা মহাসড়কের সংস্কার
ঠিকাদারের অবহেলায় ৫ বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ। নির্মাণ কাজে গাফিলতি ও ধীরগতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সময়মতো রাস্তার নির্মাণ কাজ শেষ না করার কারণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। গাড়ি চলাচল ও পথচারী পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২০১৮-১৯ অর্থবছরে জামালপুর ধানুয়া-কামালপুর কদমতলী ভায়া কুড়িগ্রাম জেলার রৌমারী দাঁতভাঙা পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়কটি ৩৩২ কোটি টাকা ব্যায়ে চারটি প্যাকেজে সড়ক উন্নয়নের নির্মাণ কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের ডিজাইন অনুযায়ী টু’ ল্যান্ড মহাসড়ক ও বিভিন্ন বাজারের স্থানগুলিতে মধ্যস্থ্য স্থান থেকে দুই পাশে ৮০০ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থ করে সড়ক নির্মাণের উন্নয়ন কাজ করার কথা রয়েছে। এছাড়া, মহাসড়কের মতো প্রশস্ত বৃদ্ধি, গাইডওয়াল, ব্রিজ কালভার্ট, স্লুইজগেট নির্মাণ ও কার্পেটিংয়ের কাজ রয়েছে এখানে। পাশাপাশি সড়কের শোভাবর্ধনেরও কথা রয়েছে।

সড়কে চলাচলরত ভারতীয় সীমান্ত শুল্ক স্টেশন থেকে পাথর বোঝাই মালবাহী ট্রাক চালক আলতাফ হোসেন বলেন, ‘রাস্তার কাজ দীর্ঘদিন থেকে শুরু হয়েছে। কাজ শেষ না হওয়ায় মালবাহী বোঝাই গাড়ি নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। এতে মাঝেমধ্যে দর্ঘটনাও ঘটচ্ছে। রাস্তা প্রশস্ত করতে উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশা করছি।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পক্ষ মীর ইব্রাহীম বলেন, ‘গাইড ওয়াল, টু’ ল্যান্ডের(দুই লাইন) কার্পেটিংসহ বিভিন্ন কাজ রয়েছে। মোটামুটি ভাবে গাইড ওয়ালসহ অন্যান্য কাজ করা হয়েছে। বর্তমানে খোয়া পাথরের ডাম্পিংয়ের কাজ শেষ করে কার্পেটিংয়ের কাজও শেষের দিকে। যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কাজে কোনো অনিয়মের সুযোগ নেই।’

উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ, সড়ক উপ-বিভাগ-১ কুড়িগ্রাম মোতাহার আলীর বলেন, কাজের অগ্রগতি রয়েছে। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। আগামী ২০২৪ সালের জুনেই রাস্তার নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন ইত্তেফাকের এই প্রতিনিধি। তিনি বলেন, ‘রাস্তাটির কাজ চলমান ছিল। কিন্তু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বৃষ্টি কমে গেলেই কাজ ধরা হবে। কাজের মেয়াদের কথা জানতে চাইলে তিনি বলেন, কাজের মেয়াদ এর অনেক আগেই শেষ হয়েছে। পরে আবার কাজের মেয়াদ বাড়িয়ে নেয়ার পর গত জুন মাসে মেয়াদ শেষ হয়েছে। আবারও জুন আগামী জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর জন্য দরখাস্ত দিয়েছে। তবে আসা করছি, আগামীতেই কাজ শেষ করা হবে।’

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ খুলনার ডুমুরিয়ায় এক কিলোমিটার কার্পেটিং সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানায় স্থ...
17/09/2023

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ
খুলনার ডুমুরিয়ায় এক কিলোমিটার কার্পেটিং সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানায় স্থানীয়রা। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ওয়াপদার মাথা থেকে ভান্ডারপাড়া গ্রামের স্লুইসগেট পর্যন্ত ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ করেন তারা।

জানা যায়, ইট ও বালু ব্যবসায়ীরা ভারী যানবাহন ব্যবহার করার ফলে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা হলে গর্তে পানি জমে পুকুরের মতো হয়ে পড়ে। বহুদিন যাবত সড়কটি মেরামতের দাবি জানালেও কোনো কাজ না হওয়ায় এভাবে প্রতিবাদ করেছে এলাকাবাসী।

প্রতিবাদকারী শহিদুল বিশ্বাস ও সুমন কুণ্ডু জানান, সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় আমার ধান রোপণ করে প্রতিবাদ জানাচ্ছি।

ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, পরিষদের পক্ষ থেকে ইটের খোয়া দিয়ে কিছুটা চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করেছি। কিন্তু ইট ভাটা মালিকদের ভারী যানবাহন চলাচলের কারণে আবারও সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে।

ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে।

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when Joha Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category