18/12/2025
#কুয়েত আপিল আদালত ৪ ইরানী নাগরিকের মৃত্যু দন্ড বহাল রেখেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুয়েতের নিম্ন আদালতে মাদক পাচারের অভিযোগে মৃত্যুদন্ড সাজা পাওয়া ৪ ইরানী নাগরিকের সাজা বহাল রেখেছে আপিল বিভাগ।
আল কাবাস সুত্রে প্রকাশ, মাদক পাচারের অভিযোগে তাদের আটক করেছিল গোয়েন্দা পুলিশ।