13/12/2025
বিজ্ঞপ্তি
কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু আগত ফ্লাইট সাময়িকভাবে অন্যত্র ডাইভার্ট হতে পারে।আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগত ও প্রস্থানকারী ফ্লাইটগুলোর সময়সূচী পুনর্নির্ধারণ চলবে।
যাত্রীদের নিবন্ধিত যোগাযোগের তথ্যের মাধ্যমে আপডেট জানানো হবে। যেকোনো তথ্যের জন্য কুয়েত থেকে 171, দেশের বাইরে থেকে +96524345555 (এক্সটেনশন 171) এবং হোয়াটসঅ্যাপে +9651802050 নম্বরে যোগাযোগ করা যাবে।