Kuwait Probashi News-কুয়েত প্রবাসী নিউজ

Kuwait Probashi News-কুয়েত প্রবাসী নিউজ কুয়েত প্রবাসীদের গুরুত্বপূর্ণ সব সংবাদ
(1)

মাশরু সাগীরা আকামা ধারীদের জন্যে সুখবরকুয়েতে মাসরু ছাগির আর্টিকেল ১৮ (Article 18)  ভিসাধারীরা যাদের কোম্পানির মালাফ বন্...
01/11/2025

মাশরু সাগীরা আকামা ধারীদের জন্যে সুখবর

কুয়েতে মাসরু ছাগির আর্টিকেল ১৮ (Article 18) ভিসাধারীরা যাদের কোম্পানির মালাফ বন্ধ,তারা চাইলে সাধারণ প্রাইভেট সেক্টরের (আহলী) আকামায় পরিবর্তন করতে পারেবে। আর মাসরু ছাগির যাদের কোম্পনীর মালাফ বন্ধ হয় নাই বা চালু আছে তারা এই সুযোগ পাবে কিনা সেটাও ক্লিয়ার না। তবে এই প্রক্রিয়ায় কুয়েতের শ্রম মন্ত্রণালয় (Ministry of Labour / Public Authority for Manpower - PAM) এর নির্দিষ্ট নিয়মাবলির শর্ত পূরণ হবে।

বিস্তারিত জানতে অপেক্ষা করুন - কবে থেকে প্রক্রিয়া শুরু হবে এবং কারা কারা সুযোগ পাবে বিস্তারিত তথ্য জানতে পারলে ভিডিও দিব। ইনশাআল্লাহ

Source: Arabtimes
© সাইফুল ইসলাম

সাইলেন্ট কিলার খ্যাত জাতীয় দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ডেঙ্গু পজিটিভ,পরিবার থেকে সবার কাছে দোয়া চেয়েছে,সবাই দোয়া করব...
31/10/2025

সাইলেন্ট কিলার খ্যাত জাতীয় দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ডেঙ্গু পজিটিভ,পরিবার থেকে সবার কাছে দোয়া চেয়েছে,সবাই দোয়া করবেন।

৩ দিন আগেই আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু আক্রান্ত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন😭

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন কুয়েতের খাইতানের বদ্দার হোটেলের মালিক,সাবেক রেমিট্যান্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোঃ আ...
29/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন

কুয়েতের খাইতানের বদ্দার হোটেলের মালিক,সাবেক রেমিট্যান্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোঃ আমিরুজ্জমান প্রকাশ জামাল বদ্দা গত রাতে চট্টগ্রাম শহরে ইন্তেকাল করেছেন!

বাবার জানাযায় অংশগ্রহণ করতে কুয়েত থেকে দেশের উদ্দেশ্য রওনা হয়েছেন মরহুমের একমাত্র সন্তান মোঃ শাহজাহান।দেশের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়ায়।

আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা মরহুমকে জান্নাত নসীব করুন। #আমিন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউনকুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ২০১৭ সালের ২য় স্থান অর্জনকারী বিজয়ী,বিশ...
28/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ২০১৭ সালের ২য় স্থান অর্জনকারী বিজয়ী,বিশ্বজয়ী হাফেজে কোরান সাইফুর রহমান ত্বকী কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে কিছুদিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।খুব খারাপ লাগতেছে,তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিলো,কুয়েতে অনেকগুলো সৃতি।

মহান আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন।

🇧🇩 আরও দ্রুত,আরও কাছাকাছি এখন বাংলাদেশে টাকা পাঠানো আরও সহজ!Al Muzaini-এর মাধ্যমে bKash এ পাঠিয়ে দিন আপনার ভালোবাসা ও সহ...
26/10/2025

🇧🇩 আরও দ্রুত,আরও কাছাকাছি এখন বাংলাদেশে টাকা পাঠানো আরও সহজ!

Al Muzaini-এর মাধ্যমে bKash এ পাঠিয়ে দিন আপনার ভালোবাসা ও সহায়তা।
ভিজিট করুন নিকটস্থ শাখায় অথবা ব্যবহার করুন আমাদের অ্যাপ।

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর...
26/10/2025

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।
মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”
কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর না হয় যাস…”

😢 সেই “তারপর” আর কখনো আসেনি…
ঘুমের মধ্যেই চিরবিদায় নিলো সে।
ঘরের কাজ শেষ করতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেললো। 💔

প্রবাসীরা মানুষ, যন্ত্র নয়!
তারা কষ্ট করে রোজগার করে —
রোদে, বৃষ্টিতে, ধুলায়, মাটিতে, ঘাম ঝরিয়ে পরিবারকে সুখ দিতে চায়।
তাদের ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ — এগুলোর কোনো বিকল্প নেই।

তাই অনুরোধ,
👉 প্রবাসীদের ওপর জমি কেনা, বিল্ডিং করা, স্বর্ণ কেনার চাপ দেবেন না।
👉 বলবেন না — “আরো কিছু টাকা পাঠাও”, “এই কাজটা শেষ করে তারপর বিশ্রাম নাও।”
👉 বরং জিজ্ঞেস করুন — “তোমার শরীর ভালো আছে তো?”, “ডাক্তার দেখিয়েছো?”
👉 মনে রাখুন, একটা ফোনের সান্ত্বনা অনেক বড় ওষুধ। ❤️

✅ পরিবার সব সময় প্রবাসীর মানসিক ও শারীরিক অবস্থার খোঁজ নিন।
✅ “চাপ” নয়, “ভালোবাসা” দিন — এটাই জীবনের আসল সহায়।
✅ সন্তান, স্বামী বা ভাই— প্রবাসে থাকলেও, তারা আপনারই অংশ।
তাদের কষ্ট, আপনার দায়িত্ব।

আল্লাহ ভাইটিকে জান্নাত নসিব করুন। 🤲
আমিন।
#কুয়েত প্রবাসী #ওমানপ্রবাসী #সৌদীপ্রবাসী #দুবাইপ্রবাসী #প্রবাসজীবন #বিদেশজীবন #পরিবারেরভালোবাসা #চাপদিয়েনা #কুয়েতপ্রবাসীনিউজ #কুয়েত #প্রবাসী

25/10/2025

অসাধারণ আরেকটা গোল দিয়ে দিল বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ২
ওমান ১

25/10/2025

আজকের খেলার প্রথমার্ধের শেষে বসুন্ধরা কিংস ১
আল সাইভ ওমান ১

25/10/2025

আজ বিকেল ৪টায় কুয়েতের আল-মোবারক স্টেডিয়ামে খেলবেন।

আজ বিকেল ৪টায় কুয়েত খেলা দেখতে স্টেডিয়ামে Bashundhara Kings৭ নাম্বার গেইট দর্শকদের জন‍্য ৩ নাম্বার গেইট বাংলাদেশি ভিআই...
25/10/2025

আজ বিকেল ৪টায় কুয়েত খেলা দেখতে স্টেডিয়ামে Bashundhara Kings
৭ নাম্বার গেইট দর্শকদের জন‍্য
৩ নাম্বার গেইট
বাংলাদেশি ভিআইপি কারা কারা থাকছে আসছে নিউজে।

ছেলেটার বয়স কত হবে মনে করেন?এই বয়সেই যাচ্ছে প্রবাসে,হতে পারে খুবই দরিদ্র বাবা মায়ের সন্তান😭যাচ্ছে তো পরিবারের স্বপ্ন পূর...
25/10/2025

ছেলেটার বয়স কত হবে মনে করেন?এই বয়সেই যাচ্ছে প্রবাসে,হতে পারে খুবই দরিদ্র বাবা মায়ের সন্তান😭

যাচ্ছে তো পরিবারের স্বপ্ন পূরণ করতে যারা তোমার জন্য একজোড়া ভালো জুতো কিনে দিতে সামর্থ্য রাখেনি।

তবুও কোনো অভিযোগ নেই তোমার তাদের প্রতি,নেই কোনো ক্ষোভ,নেই অভিমান আর অনুরাগ,তোমার তো কোনো স্বপ্নও নেই,তাই না বাবা!!!যদি স্বপ্ন থাকতো তবে এই হালে বিদেশ পাড়ি দিতে না!!!

দোয়া আর ভালবাসা নিশ্চয়ই সাথে নিয়ে যাচ্ছো,, আমাদেরও দোয়া আর ভালবাসা তোমার সাথে রইলো বাবা,,রাজার হালে ফিরে এসো এই বাংলার মাটিতে,ফিরে এসো সেই মায়ের স্নেহের ছায়ায়,যার স্বপ্ন পূরণে ছোট্ট বুকে এক পৃথিবী স্বপ্ন ধারণ করেছো।

#প্রবাসি

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Probashi News-কুয়েত প্রবাসী নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Probashi News-কুয়েত প্রবাসী নিউজ:

Share