19/06/2023
আলহামদুলিল্লাহ। ১২৩৯ ও ১২৪০তম বিবাহের সাকসেস পোস্ট পড়ুন!!
◉◉ ১২৩৯তম ◉◉
অর্ধেকদ্বীন ডটকম ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ পেয়ে ১৩ এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার, টাঙ্গাইল জেলায় দেলদুয়ার থানায় কনের বাড়িতে ৫০ হাজার টাকা মোহরানা ধার্য করে ১২৩৯তম বিবাহ সম্পন্ন হয়।
❏ বরের বায়োডাটা নং- ODM 4888
❏ কনের বায়োডাটা নং- ODF 208
❏ বরের জেলা - বগুড়া ।
❏ কনের জেলা - বগুড়া ।
❏ বরের পড়াশোনা - BSc in Textile Engineering from Northern University ।
❏ কনের পড়াশোনা- BSc Honours in Department of Botany from Govt. Saadat College, Tangail ।
❏ বরের পেশা - ইঞ্জিনিয়ার ।
❏ কনের পেশা - শিক্ষার্থী ।
◉◉ ১২৪০তম ◉◉
অর্ধেকদ্বীন ডটকম ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ পেয়ে ২০ মে ২০২৩ রোজ শনিবার, ময়মনসিংহ জেলায় কনের বাড়ির নিকটস্থ মসজিদে ২ লক্ষ টাকা মোহরানা ধার্য করে ১২৪০তম বিবাহ সম্পন্ন হয়।
❏ বরের বায়োডাটা নং- ODM 5437
❏ কনের বায়োডাটা নং- ODF 4226
❏ বরের জেলা - নেত্রকোণা ।
❏ কনের জেলা - ময়মনসিংহ ।
❏ বরের পড়াশোনা - BSc in Technical And Vocational Education from Islamic University of Technology (IUT) ।
❏ কনের পড়াশোনা- এইচএসসি পরিক্ষার্থী (মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ,ময়মনসিংহ) ।
❏ বরের পেশা - ছাত্র ।
❏ কনের পেশা - ছাত্রী ।
❏ সবাই নব-বিবাহিতদের জন্য অনেক দোয়া করবেন।
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ
উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামায়া বাইনাকুমা ফি খাইরিন’
অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’
(তিরমিযী ১০৯১, আবু দাউদ ২১৩০)
❏ অর্ধেক দ্বীন ডটকমের জন্যে দোয়া করবেন।জাঝাকাল্লাহ খাইরান।