অনলাইন নিউজ আপডেট

অনলাইন নিউজ আপডেট First of all true and latest news and sports ⚽️ funny 😆 pranks video
(3)

02/02/2025

#ভয়
ভয় পেলে বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আসে, যা মূলত একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। এর পেছনে রয়েছে শারীরবৃত্তীয় ও স্নায়ুবিজ্ঞানের কয়েকটি কারণ:

1. প্রতিরক্ষা প্রতিক্রিয়া (Defensive Reflex):

মানবদেহের স্নায়ুতন্ত্রে একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থা রয়েছে, যা "Fight or Flight" প্রতিক্রিয়া নামে পরিচিত। কোনো হঠাৎ বিপদের মুখোমুখি হলে দেহ দ্রুত সিদ্ধান্ত নেয়: লড়াই করবে, না পালাবে। এই সময় চোখ বন্ধ হয়ে যায়, যা দেহের সবচেয়ে সংবেদনশীল অংশ—চোখকে রক্ষা করার জন্য স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা।

2. ব্লিঙ্ক রিফ্লেক্স (Blink Reflex):

যখন কিছু দ্রুতগতিতে চোখের দিকে আসে বা হঠাৎ আলো, শব্দ, বা বিপদের আভাস দেখা যায়, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে চোখের পলক ফেলি বা চোখ বন্ধ করি। এটি একটি স্বাভাবিক প্রতিচক্র, যা চোখের কর্নিয়া ও রেটিনাকে আঘাত থেকে বাঁচায়।

3. স্নায়ুতন্ত্রের ওভারলোড (Nervous System Overload):

হঠাৎ ভয়ের সময় মস্তিষ্কের অ্যামিগডালা (যা আবেগ নিয়ন্ত্রণ করে) দ্রুত সক্রিয় হয়ে যায়। এটি হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, পেশি শক্ত করে তোলে এবং চোখ বন্ধ করে দেয়, যেন দেহ নিজেকে বিপদের থেকে রক্ষা করতে পারে।

4. আত্মরক্ষা ও মানসিক প্রস্তুতি:

কখনো কখনো চোখ বন্ধ করা মানসিক প্রস্তুতির অংশ। এটি আমাদের মুহূর্তের জন্য বাস্তবতা থেকে আলাদা করে এবং ভয়ের চাপ সামলানোর জন্য মস্তিষ্ককে সহায়তা করে।

5. অভ্যাসগত প্রতিক্রিয়া:

ছোটবেলা থেকে আমরা শিখি যে বিপদের সময় চোখ বন্ধ করা বা ঢেকে রাখা এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি করে। এই আচরণ আমাদের বেড়ে ওঠার অংশ হিসেবে স্বয়ংক্রিয় হয়ে যায়।

সংক্ষেপে, চোখ বন্ধ হয়ে যাওয়া বিপদের সময় একটি প্রাকৃতিক, সুরক্ষামূলক প্রতিক্রিয়া যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে রক্ষা করতে সাহায্য করে।

02/08/2024

12.8K likes, 274 comments. “বিডিআরে সেনা হত্যার মত সেনানিবাসে সেনা হত্যার পরিকল্পনা হাসিনাকে বাঁচাতে। বাংলাদেশ সেনা হত্যা করে ব....

02/08/2024

যে যে পুলিশ সদস্য। ছাত্র সমাজের উপর অন্যায় ভাবে নির্যাতন করছে। তাদের ছিন্নিত করে ।প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ।তাদের ঘরবাড়ি জ্বা*লি*য়ে দাও। যারা একমত হাত ✋ উঠান

ধরে রাখতে পারবেনতো? নাকি এটি শুধু লোক দেখানো?
17/03/2024

ধরে রাখতে পারবেনতো? নাকি এটি শুধু লোক দেখানো?

*এই সেই ভয়ংকর চার চিন্তাই কারীর একজন,যে আমার বুকের উপর বসে ছিলো এবং বার বার বলে ছিলো "তোকে জ*বা*ই করে দিবো",*এই চক্র প্র...
14/06/2023

*এই সেই ভয়ংকর চার চিন্তাই কারীর একজন,যে আমার বুকের উপর বসে ছিলো এবং বার বার বলে ছিলো "তোকে জ*বা*ই করে দিবো",
*এই চক্র প্রতি রাতে সি এন জি নিয়ে নোয়াখালীর মাইজদী-- চৌমুহনী রোডে ঘুরাঘুরি করে,একা কাউকে পেলেই আক্রমণ করে, সিএনজিতে যাত্রী উঠিয়ে তাকে সর্বহারা করে ছাড়ে,
*কাছের এবং দূরের সমস্ত বন্ধুগণ একে চিহ্নিত করে এর ছবি ছড়িয়ে দিন,একে দেখা মাত্রই আইনের সোপর্দ করুন।

09/06/2023

বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ বন্দর ও শহর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। শীতলক্ষ্যা নদীর তীরে কোন এক বিকেলে।

সৌদি আরব দাম্মাম আল খুবার সুবেখা আজ বিকাল পাঁচটার সময় নিজের গলা নিজেই কেটে ফেলেছেরুম ভাড়া নাই খাওয়ার টাকা নাই কাজ নাই...
08/06/2023

সৌদি আরব দাম্মাম আল খুবার সুবেখা আজ বিকাল পাঁচটার সময় নিজের গলা নিজেই কেটে ফেলেছে
রুম ভাড়া নাই খাওয়ার টাকা নাই কাজ নাই বাড়ি সুদের টাকার দিনা সাথে আরো কিস্তির জ্বালা এইসব যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের গলা নিজেই কেটে ফেলেছে 🥹🥺🥹বিদেশ কি
যারা এই দালালি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখেন দয়া করে এইভাবে মানুষের জীবন নষ্ট কইরেন না 🙏🙏 আপনি দালাল না হয়ে থাকলে পোস্ট টা সেয়ার করে দালালদের সাবধান করুন!

হঠাও দুর্নিতি * বাঁচাও দেশ 🇧🇩💥‼️আমরা তো বিদ্যুৎ ⚡️💡বিল বাকি রাখিনি! বরং এর সাথে অতিরিক্ত মিটার ভাড়া, ডিমান্ড চার্জ। তাহল...
06/06/2023

হঠাও দুর্নিতি * বাঁচাও দেশ 🇧🇩💥‼️
আমরা তো বিদ্যুৎ ⚡️💡বিল বাকি রাখিনি! বরং এর সাথে অতিরিক্ত মিটার ভাড়া, ডিমান্ড চার্জ। তাহলে বিদ্যুৎ⚡️ উৎপাদনের কয়লার বিল বাকি থাকলো কেন?টাকা💰 গুলো যায় কোথায়? কথা বলার কেউ নাই🤫🤐🔇?

জীবনে একটি টাকা ঋণ নিয়ে চললাম না, অথচরাষ্ট্রীয়ভাবে আমার মাথাপিছু ঋণ হয়ে দাঁড়ালো ১ লাখ ৫ হাজার ২৫২ টাকা।
04/06/2023

জীবনে একটি টাকা ঋণ নিয়ে চললাম না, অথচ

রাষ্ট্রীয়ভাবে আমার মাথাপিছু ঋণ হয়ে দাঁড়ালো ১ লাখ ৫ হাজার ২৫২ টাকা।

03/06/2023

ভারতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে । দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 261, আনুমানিক 900 জন আহত হয়েছে।

03/06/2023

আলহামদুলিল্লাহ!
মিশরীয় সীমান্ত বাহিনী ।সীমান্ত আইন লঙ্ঘন করায়। সীমান্তের তিন ইসরায়েলি সেনা কে গুলি করে হত্যা করে ।

Address

St 1 , Lane 1
Kuwait City
80000

Telephone

+96566906939

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন নিউজ আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share