
07/11/2024
যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি ছেড়ে আপনজন😥😥😥 থাকতে ভিষন ইচ্ছে করে থাকতে পারিনা👏👏👏 বিদায় প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি প্রিয় পরিবারের সকল সদস্য এবং প্রিয় বন্ধুগণ। সবার দোয়া প্রত্যাশি। ইনশআল্লাহ, আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে সকলের নিকট বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।