29/05/2024
খাদেম ফ্রি বা শোন ফ্রি ভিসা যারা কুয়েত আসতে আগ্রহী!
দেখুন ২০২৪ এসে আপনি যদি বলেন দা লা ল আমাকে বলেছে ফ্রি ভিসা হলো কুয়েতের ১ নাম্বার ভিসা এবং এই ভিসায় আসলে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। মাসে অনেক দিনার ইনকাম করবেন, সেই সাথে দেশে ডুপ্লেক্স বাড়ির কাজ ধরতে পারবেন কয়েক বছরে..
তাহলে জেনে জিন, আপনি মহা বিপদে পরতে যাচ্ছেন। ফ্রি ভিসা বলতে কোন ভিসা হয় না। কিন্তু সেই ফ্রি ভিসা অনেকেই দা লা লের মাধ্যমে ৮ লাখ থেকে ১২ লাখ দিয়ে ক্রয় করে এসে কঠিন সমীকরণ আছেন কুয়েতে।
আপনাকে দা লা ল কুয়েতে আনার পরে আকামা লাগিয়ে সিভিল আইডি কার্ড হাতে দিয়ে বলে দিল, আজকে থেকে তুমি তোমার মত কাজ কর আরে দিনার ইনকাম কর। দা লা ল এর কাজ সম্পুর্ন শেষ।
আপনি যেখানে কাজ পেয়েছেন সেখানে কাজ করা অবস্থায় শুনের চেকিং আসলো, আপনার সিভিল আইডি কার্ড চেক করে দেখলো আপনিতো XYZ কোম্পানির লোক তাহলে আপনি এই মুদি দোকানে (বাকালায়) / রেস্টুরেন্টে কেন কাজ করছেন?
তখনই হতে পারে কুয়েতে আপনার শেষ কর্ম দিবস। এমন হতে পারে আপনাকে এরেস্ট করে Deportation Center নিয়ে যাবে, যেখান থেকে কয়েক দিন সফর জেলে রেখে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে পাঠাবে। নতুন করে কুয়েত আসার আর সুযোগ নেই।
অথবা, শুনের চেকিং আপনাকে ১টি হলুদ পেপার পূরণ করে হাতে ধরিয়ে দিবে। তখন আপনি আপনার XYZ কোম্পানি যাবেন সমস্যা সমাধানের জন্য। এক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি বলবে আমাদের দ্বারা এই ব্লক তোলা সম্ভব না তুমি তাড়াতাড়ি সফরে চলে যাও না গেলে আমরা তোমার উপর ইনহাস মামলা দিব।
ঠিক তখনই আপনি যে দা*লাল বা আত্মীয় স্বজনের মাধ্যমে ফ্রি ভিসা কিনে আসলেন তাকে আপনি ফোন করবেন সমস্যা সমাধানের জন্য, কিন্তু তখন তিনিও বলবেন এটা আমার কিছু করার নেই।
তখনই আপনার কপালে হাত, এই যে ১২ লাখ টাকা দিয়ে ফ্রি ভিসা আসলাম এক বছর হলো না এখন আমি যদি দেশে চলে যায় আমার ঋণের ১২ লাখ টাকা কে পরিশোধ করবে..!
জেনে রাখা ভাল, খাদেম ফ্রি বা শুন ফ্রি ভিসা বলতে কুয়েত কিছু নেই। উপরে উল্লেখিত ঘটনা গুলো খাদেম ফ্রি ভিসারধারিদের জন্য আরও বেশি মারাত্মক।
◾ জেনে রাখা ভালো, যারা শোন ফ্রি ভিসায় আসছেন ওই মক্তব / কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা মালাফ বাতিল হয়ে যায় তাহলে আপনিও কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছেন। #সাবধান
🔻 আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি 🙏
🔺 জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন। #কুয়েত