ভাইরাল বেবি ২.০

ভাইরাল বেবি ২.০ সবাই সাপোর্ট করবেন
(7)

সোনামনি
22/09/2025

সোনামনি

ছবি তোলার মডেল
29/08/2025

ছবি তোলার মডেল

15/08/2025

Hello good morning everyone
Follow me

Good night  everyone
14/08/2025

Good night everyone

01/08/2025

"এই নরম গরম হাওয়ার মাঝে, যখন চারপাশ নিস্তব্ধ, তখন তোমার চোখে তাকিয়ে আমার মনে হয়—এই মুহূর্তটা যেন চিরদিনের।
আমি জানি রাত ঠাণ্ডা নয়, বাতাসও গরম, কিন্তু তোমার উপস্থিতিতে সব কষ্ট যেন মিলিয়ে যায়।
তোমাকে ভালোবাসি—এই গরম রাতেও, এই নীরবতার মাঝেও, হৃদয়ের সমস্ত উষ্ণতা নিয়ে।
তুমি যদি চাও, এই রাতের মতোই আমি চুপচাপ ভালোবেসে যাবো আজীবন।"

তিন বছরের বাচ্চারা দুনিয়ার সবচেয়ে কৌতূহলী, চঞ্চল এবং মজার পর্যায়ে থাকে। এই বয়সটা হচ্ছে শেখার, অনুকরণ করার, আর আবেগ-ভাষা-...
31/07/2025

তিন বছরের বাচ্চারা দুনিয়ার সবচেয়ে কৌতূহলী, চঞ্চল এবং মজার পর্যায়ে থাকে। এই বয়সটা হচ্ছে শেখার, অনুকরণ করার, আর আবেগ-ভাষা-চরিত্র গঠনের এক গুরুত্বপুর্ণ সময়।

নিচে তিন বছরের বাচ্চাদের নিয়ে কিছু সুন্দর ও দরকারি কথা তুলে ধরছি:

---

🧒 তিন বছরের বাচ্চাদের কিছু বৈশিষ্ট্য:

1. ভাষা শেখা ও কথা বলা:
এই বয়সে বাচ্চারা অনেক শব্দ শিখে নেয়। ছোট বাক্যে কথা বলে, প্রশ্ন করতে শুরু করে—"এটা কী?", "ও কোথায়?", "তুমি কী করো?" ইত্যাদি।

2. অনুকরণ করার ঝোঁক:
মা-বাবা, ভাইবোন, এমনকি টিভির চরিত্রদের আচরণ অনুকরণ করতে চায়। তাই বড়দের আচরণ খুব সচেতন হতে হয়।

3. খেলার মাধ্যমে শেখা:
খেলতে খেলতেই শেখে রং, আকার, সংখ্যা, গান বা ছড়া। খেলনা, পাজল, রঙ, ও গল্প বই এই বয়সে খুব কার্যকর।

4. নিজের ইচ্ছা প্রকাশ:
“আমি নিজে করব” – এ ধরনের কথা বেশি শোনা যায়। ওরা স্বাধীনতা চায়, ভুল করে শিখে নিতে চায়।

5. আবেগ বোঝা শেখা:
হাসে, কাঁদে, রেগে যায়, আবার একটু পরেই সব ভুলে যায়। ওদের আবেগকে বুঝে সহানুভূতির সাথে আচরণ করা দরকার।

---

🎨 তিন বছর বয়সে যা করা উচিত:

ছোট ছোট কাজ শেখানো (জুতো পরা, খেলনা গুছিয়ে রাখা)

প্রতিদিন গল্প বলা বা বই পড়া

রঙ করা, গান শেখা, ছড়া বলা

স্বাস্থ্যকর খাওয়া ও ঘুমের নিয়ম শেখানো

প্রচুর ধৈর্য নিয়ে ওদের সঙ্গে কথা বলা

---

🧡 একটা মিষ্টি কথা:

> "তিন বছরের বাচ্চারা ঠিক যেন ফুলের কুঁড়ি—
একটু যত্ন, একটু ভালোবাসা,
আর সারাক্ষণ খুশির গন্ধ ছড়ায়।" 🌼

আমাদের  দুষ্ট  বুড়ি । এমন দুষ্ট  বুড়ি  কার কার বাসায় আছে  বলে যান
31/07/2025

আমাদের দুষ্ট বুড়ি । এমন দুষ্ট বুড়ি কার কার বাসায় আছে বলে যান

30/07/2025

শূভ সকাল সবাই কেমন আছেন ?জয় বাবা লোকনাথ

happy  anniversary
26/07/2025

happy anniversary

Enjoy ❤️❤️❤️
25/07/2025

Enjoy ❤️❤️❤️

25/07/2025

Good morning

21/07/2025

Address

Dora
Beirut
1203

Alerts

Be the first to know and let us send you an email when ভাইরাল বেবি ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাইরাল বেবি ২.০:

Share