প্রতিদিন বৈরুত

প্রতিদিন বৈরুত দেশ ও প্রবাসের সব ধরনের সবার আগে তাজা খবরাখবর পেতে এই প্রতিদিন বৈরুত পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।

আগামী ০৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম দুপুর ১.০০টা পর্যন্ত চলবে।এ সংক্রান্ত ...
02/06/2025

আগামী ০৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম দুপুর ১.০০টা পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিতভাবে প্রকাশ করা হয়েছে।

সেবাগ্রহীতাদের অনুরোধ করা যাচ্ছে উল্লিখিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য দূতাবাসে উপস্থিত থাকতে।

01/06/2025

অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের আবেদন গ্রহণ করবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
২৬ জুন ২০২৫ ইংরেজি
রোজ বৃহস্পতিবার।

পাসপোর্ট গ্রহণ করতে জরুরী নোটিশ প্রকাশ করে দূতাবাস। নবায়নকৃত এমআরপি  পাসপোর্ট গ্রহণ করুন- পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পা...
01/06/2025

পাসপোর্ট গ্রহণ করতে জরুরী নোটিশ প্রকাশ করে দূতাবাস।

নবায়নকৃত এমআরপি পাসপোর্ট গ্রহণ করুন-
পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট ও ডেলিভারি স্লিপ সঙ্গে আনতে হবে;
অফিস চলাকালীন দুপুর ২.০০ টা হতে বিকেল ৪.০০ টার মধ্যে দূতাবাসের ৫নং কাউন্টার হতে পাসপোর্ট গ্রহণ করুন

30/05/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ...

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়া আপনাকে। আপনি ছিলেন, আছেন, থাকবেন, এই জাতির চেতনায়, লড়াইয়ে, আস্থায়। আপনি থাকবেন নতুন বাংলাদেশের পথচলায়, পথপ্রদর্শক হয়ে।

বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের ক্লাস চলছে। শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ পড়াব না, একটা এক্সপেরিমেন...
25/05/2025

বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের ক্লাস চলছে। শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ পড়াব না, একটা এক্সপেরিমেন্ট করব।

সবাই উৎসুক হয়ে চেয়ে রইল।
ক্লাসের মাঝামাঝি সারিতে বসা একটি মেয়েকে শিক্ষক জিজ্ঞাসা করলেন, তোমার কি বিয়ে হয়েছে?
মেয়েটা একটু লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে বলল, হয়েছে স্যার। আমার দুই বছরের একটা ছেলেও আছে।

শিক্ষক হাসি হাসি মুখ নিয়ে মেয়েটিকে বললেন, আজকের জন্য তুমিই শিক্ষক। এই নাও মার্কার। যাও, বোর্ডে গিয়ে তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো!
মেয়েটা বোর্ডে তার সবচেয়ে পছন্দের দশজন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? ডান পাশে তাদের পরিচয় লেখো।

মেয়েটি তাই করল।
বাবা, মা, স্বামী, সন্তান, বড় বোন, ছোট ভাই, ১ জন বেস্ট ফ্রেন্ড, ৩ জন বন্ধু (এর মধ্যে ২ জন ক্লাসমেট এবং তারা ক্লাসেই আছে)।

এবার শিক্ষক বললেন, লিস্ট থেকে তিনজনকে মুছে দাও।
মেয়েটি তার ক্লাসমেটদের নাম মুছে দিল।

শিক্ষক মুচকি হেসে বললেন, আরো তিনজনের নাম মোছো।

মেয়েটা এবার একটু চিন্তায় পড়ল।

ক্লাসের অন্য স্টুডেন্টরা এতক্ষণে বিষয়টিকে সিরিয়াসলি নিলো। মেয়েটি ধীরে ধীরে বেস্ট ফ্রেণ্ড, বড় বোন আর ছোট ভাইয়ের নাম মুছে দিল।

শিক্ষক বললেন, এবার আরো দুইজনের নাম মুছে দাও।

মেয়েটার হাত কাঁপছে। সে দ্বিধাভরে বাবা এবং মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে।

যে মজা দিয়ে ক্লাসটি শুরু হয়েছিল তা একটুও অবশিষ্ট নেই। ক্লাসের সবার মধ্যেই টান টান উত্তেজনা। লিস্টে বাকি আছে আর দুইজন, মেয়েটার স্বামী ও সন্তান।

শিক্ষক বললেন, আর একজনের নাম মোছো।

কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারোর নামই সে মুছতে পারছে না।

শিক্ষক বললেন, মা গো, এটা একটা সাইকোলজির খেলা। জাস্ট প্রিয় মানুষেদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি!

মেয়েটা কাঁপা কাঁপা হাতে তার সন্তানের নাম মুছে দিল।
শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্যে আমি দুঃখিত। এই গিফট বক্সে দশটা উপহার আছে, তোমার সব প্রিয়জনদের জন্য। এবারে বলো, কেন তুমি নামগুলো মুছলে?

মেয়েটা বলল, প্রথমে বন্ধুদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে পরিবারের সবাই আর বেস্ট ফ্রেন্ড থাকল। পরে যখন আরো নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেণ্ড, বড় বোন, ছোট ভাই আর মা বাবার নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা কারো চিরদিন থাকে না। স্বার্থের কারণে বড় ভাই ও ছোট বোন যেকোনো সময় পর হয়ে যেতে পারে। আর বেস্ট ফ্রেণ্ড না থাকলে কি হয়? আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেণ্ড। কিন্তু সবার শেষে যখন এই দুইজনের মধ্যে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে বড় হয়ে একদিন আমাকে ফেলে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না।

Collected 🌹🌹🌹🌹🌹

24/05/2025

শঙ্কার সব মেঘ কেটে গেছে...

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খুব দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ আসবে। দলগুলোও প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে আসবে।

★ কোনো দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ড. ইউনূসকে আহ্বান জানিয়েছে এনসিপি
★ নির্বাচনের আগে সংস্কারের দাবি জানিয়েছে জামায়াত
★ বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির
★ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নোট : উপদেষ্টার পরিষদের জরুরি বৈঠক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পর সব ধরনের শঙ্কা কেটে গেছে। তার আগে প্রধান উপদেষ্টা পদত্যাগের আভাস দিয়েছিলেন। নিজের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন উপদেষ্টা পরিষদে।

Address

Beirut

Telephone

+96176991065

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিন বৈরুত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিন বৈরুত:

Share