25/05/2025
বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের ক্লাস চলছে। শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, আজ পড়াব না, একটা এক্সপেরিমেন্ট করব।
সবাই উৎসুক হয়ে চেয়ে রইল।
ক্লাসের মাঝামাঝি সারিতে বসা একটি মেয়েকে শিক্ষক জিজ্ঞাসা করলেন, তোমার কি বিয়ে হয়েছে?
মেয়েটা একটু লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে বলল, হয়েছে স্যার। আমার দুই বছরের একটা ছেলেও আছে।
শিক্ষক হাসি হাসি মুখ নিয়ে মেয়েটিকে বললেন, আজকের জন্য তুমিই শিক্ষক। এই নাও মার্কার। যাও, বোর্ডে গিয়ে তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো!
মেয়েটা বোর্ডে তার সবচেয়ে পছন্দের দশজন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? ডান পাশে তাদের পরিচয় লেখো।
মেয়েটি তাই করল।
বাবা, মা, স্বামী, সন্তান, বড় বোন, ছোট ভাই, ১ জন বেস্ট ফ্রেন্ড, ৩ জন বন্ধু (এর মধ্যে ২ জন ক্লাসমেট এবং তারা ক্লাসেই আছে)।
এবার শিক্ষক বললেন, লিস্ট থেকে তিনজনকে মুছে দাও।
মেয়েটি তার ক্লাসমেটদের নাম মুছে দিল।
শিক্ষক মুচকি হেসে বললেন, আরো তিনজনের নাম মোছো।
মেয়েটা এবার একটু চিন্তায় পড়ল।
ক্লাসের অন্য স্টুডেন্টরা এতক্ষণে বিষয়টিকে সিরিয়াসলি নিলো। মেয়েটি ধীরে ধীরে বেস্ট ফ্রেণ্ড, বড় বোন আর ছোট ভাইয়ের নাম মুছে দিল।
শিক্ষক বললেন, এবার আরো দুইজনের নাম মুছে দাও।
মেয়েটার হাত কাঁপছে। সে দ্বিধাভরে বাবা এবং মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে।
যে মজা দিয়ে ক্লাসটি শুরু হয়েছিল তা একটুও অবশিষ্ট নেই। ক্লাসের সবার মধ্যেই টান টান উত্তেজনা। লিস্টে বাকি আছে আর দুইজন, মেয়েটার স্বামী ও সন্তান।
শিক্ষক বললেন, আর একজনের নাম মোছো।
কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারোর নামই সে মুছতে পারছে না।
শিক্ষক বললেন, মা গো, এটা একটা সাইকোলজির খেলা। জাস্ট প্রিয় মানুষেদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি!
মেয়েটা কাঁপা কাঁপা হাতে তার সন্তানের নাম মুছে দিল।
শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বক্স বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্যে আমি দুঃখিত। এই গিফট বক্সে দশটা উপহার আছে, তোমার সব প্রিয়জনদের জন্য। এবারে বলো, কেন তুমি নামগুলো মুছলে?
মেয়েটা বলল, প্রথমে বন্ধুদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে পরিবারের সবাই আর বেস্ট ফ্রেন্ড থাকল। পরে যখন আরো নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেণ্ড, বড় বোন, ছোট ভাই আর মা বাবার নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা কারো চিরদিন থাকে না। স্বার্থের কারণে বড় ভাই ও ছোট বোন যেকোনো সময় পর হয়ে যেতে পারে। আর বেস্ট ফ্রেণ্ড না থাকলে কি হয়? আমার কাছে আমার ছেলে আর তার বাবাই বেস্ট ফ্রেণ্ড। কিন্তু সবার শেষে যখন এই দুইজনের মধ্যে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে বড় হয়ে একদিন আমাকে ফেলে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না।
Collected 🌹🌹🌹🌹🌹