03/11/2025
শ্রীলঙ্কায় আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া।
(A Level–এ বিশ্বে দ্বিতীয়, দেশে সেরা; O Level–এও ছিল বিশ্ব র্যাঙ্ক)
প্রবাস ডেস্ক :বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া (রবিন) কেমব্রিজ A Level পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করে আবারও আলোচনায়। এবারের পরীক্ষায় তিনি পেয়েছেন তিনটি আন্তর্জাতিক মানের পুরস্কার, যার একটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্ক—যা বাংলাদেশি ও প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে বিরল সম্মান।
তিনটি আন্তর্জাতিক সম্মাননা একসাথে, কেমব্রিজ A Level পরীক্ষায় রিয়াদুল ইসলাম ভূইয়া পাঁচটি বিষয়ে A* অর্জন করে পেয়েছেন High Achiever Award। পাশাপাশি ফিজিক্স বিষয়ে শ্রীলঙ্কাজুড়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তাকে দেওয়া হয়েছে Top in Country in Physics সম্মাননা।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন—বিশ্বের সেরা ফলাফলের তালিকায় তিনি পেয়েছেন ২য় স্থান (World Rank 2nd – Best Results Across the World)। বিশ্বজুড়ে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে এমন অবস্থান অর্জন সত্যিই তুলনাহীন কৃতিত্ব।
O Level–এও ছিল বিশ্ব র্যাঙ্ক,A Level-এর আগেও রিয়াদুল ধরে রেখেছিলেন তার সাফল্যের ধারা। O Level পরীক্ষায় তিনি Computer Science ও French—উভয় বিষয়ে শ্রীলঙ্কায় শীর্ষস্থান অর্জন করেন।
একই সঙ্গে Computer Science বিষয়ে বিশ্বের ৬ষ্ঠ স্থান অর্জন করে তিনি প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।
সাফল্যের ধারাবাহিকতা,বিদেশে থেকেও কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস ও শিক্ষকদের দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে রিয়াদুলের এই সাফল্য উঠে এসেছে আন্তর্জাতিক মঞ্চে। তার ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, মেধা ও পরিশ্রম থাকলে যেকোনো জায়গা থেকে বিশ্বমান অর্জন করা সম্ভব।
বাংলাদেশের গর্ব,তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি রিয়াদুলের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। দেশে-বিদেশে অনেকে আশা করছেন, ভবিষ্যতেও তিনি গবেষণা ও উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন উপহার দেবেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছেন রিয়াদুল ইসলাম ভূইয়া।
তার আগামীর জন্য রইল শুভকামনা।