প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম

  • Home
  • Lebanon
  • Beirut
  • প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম

প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম দেশ ও প্রবাসের সব ধরনের সবার আগে তাজা খবরাখবর পেতে এই প্রতিদিন বৈরুত পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।

11/10/2025

বাংলাদেশ বনাম আফগানিস্তান

05/10/2025

প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষে হোক।

লেবানন বিএনপি নির্বাহী শাখার প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত।লেবাননে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয়েছে লেবানন বিএনপি নির্বাহী শাখার প্রথম আলোচনা সভা। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন আহবায়ক জাকির হোসেন জাকির। তাঁর সাথে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সৈয়দ আলম, এবং নির্বাহী শাখা কমিটির আহবায়ক সদস্যবৃন্দ।

সভায় সবার কণ্ঠে ধ্বনিত হয় একটাই স্লোগানঃ
“প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষে হোক”

প্রবাসীদের রাজনৈতিক মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের প্রতি প্রবাসীদের টান, শ্রম এবং অবদানের মূল্যায়ন প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করা সময়ের দাবি।

নেতারা আরও উল্লেখ করেন—ধানের শীষ শুধু একটি দলীয় প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মুক্তচিন্তার প্রতিচ্ছবি। প্রবাসীরা প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে তারা ধানের শীষকেই বেছে নেবে বলেই সভায় মত প্রকাশ করা হয়।

সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সবাই একসাথে কাজ করবেন।

I gained 12,485 followers, created 21 posts and received 169 reactions in the past 90 days! Thank you all for your conti...
05/10/2025

I gained 12,485 followers, created 21 posts and received 169 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
20/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

#জন্ম #জন্মনিবন্দন
#মতলব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানে চেয়ারপার্সনের বাসভবনে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প...
24/08/2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানে চেয়ারপার্সনের বাসভবনে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি দেশে ফেরত গেল। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নি...
20/08/2025

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি দেশে ফেরত গেল।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০ আগস্ট ২০২৫ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিতরা ২১ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৬:১৫টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। এসময় দূতাবাসের মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

মান্যবর রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমন করতে হবে এবং এজন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেককে নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ প্রক্রিয়ায় দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

মান্যবর রাষ্ট্রদূত আরও বলেন, অবৈধ অভিবাসনের ফলে শুধু ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতিই হয় না, বরং তার পরিবার ও সমাজও মারাত্মক দুর্ভোগের শিকার হয়। এ ধরনের কর্মকাণ্ডে দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়, যা বৈধভাবে বিদেশে কর্মসংস্থান লাভের সুযোগকেও সীমিত করে। তিনি বলেন, বৈধ পথে বিদেশ গমন করে দক্ষতা অর্জন করলে প্রবাসীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে মূল্যবান অবদান রাখতে পারবেন।

উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আটক অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ ও পরিচয় যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়। এছাড়াও গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে অবশিষ্ট বাংলাদেশিদের শীঘ্রই আরেকটি ফ্লাইটের মাধ্যমে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
(তথ্যসূত্র :- দূতাবাস)

Address

Beirut

Telephone

+96176991065

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম:

Share