প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম

  • Home
  • Lebanon
  • Beirut
  • প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম

প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম দেশ ও প্রবাসের সব ধরনের সবার আগে তাজা খবরাখবর পেতে এই প্রতিদিন বৈরুত পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।

07/11/2025

৭ নভেম্বর
জাতীয় বিপ্লব
ও সংহতি দিবস।
অশুভ শক্তির বিরুদ্ধে
আরেকটি বিজয়গাথা।

বিপ্লবের মহানায়ক জিয়াউর রহমান বীর উত্তম সহ
সকল বিপ্লবী অমর হোক।

শ্রীলঙ্কায় আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া।(A Level–এ বিশ্বে দ্বিতীয়, দেশে সেরা; O Level–এও...
03/11/2025

শ্রীলঙ্কায় আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া।

(A Level–এ বিশ্বে দ্বিতীয়, দেশে সেরা; O Level–এও ছিল বিশ্ব র‍্যাঙ্ক)

প্রবাস ডেস্ক :বাংলাদেশি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া (রবিন) কেমব্রিজ A Level পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করে আবারও আলোচনায়। এবারের পরীক্ষায় তিনি পেয়েছেন তিনটি আন্তর্জাতিক মানের পুরস্কার, যার একটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাঙ্ক—যা বাংলাদেশি ও প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে বিরল সম্মান।

তিনটি আন্তর্জাতিক সম্মাননা একসাথে, কেমব্রিজ A Level পরীক্ষায় রিয়াদুল ইসলাম ভূইয়া পাঁচটি বিষয়ে A* অর্জন করে পেয়েছেন High Achiever Award। পাশাপাশি ফিজিক্স বিষয়ে শ্রীলঙ্কাজুড়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তাকে দেওয়া হয়েছে Top in Country in Physics সম্মাননা।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন—বিশ্বের সেরা ফলাফলের তালিকায় তিনি পেয়েছেন ২য় স্থান (World Rank 2nd – Best Results Across the World)। বিশ্বজুড়ে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর মধ্যে এমন অবস্থান অর্জন সত্যিই তুলনাহীন কৃতিত্ব।

O Level–এও ছিল বিশ্ব র‍্যাঙ্ক,A Level-এর আগেও রিয়াদুল ধরে রেখেছিলেন তার সাফল্যের ধারা। O Level পরীক্ষায় তিনি Computer Science ও French—উভয় বিষয়ে শ্রীলঙ্কায় শীর্ষস্থান অর্জন করেন।
একই সঙ্গে Computer Science বিষয়ে বিশ্বের ৬ষ্ঠ স্থান অর্জন করে তিনি প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।

সাফল্যের ধারাবাহিকতা,বিদেশে থেকেও কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস ও শিক্ষকদের দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে রিয়াদুলের এই সাফল্য উঠে এসেছে আন্তর্জাতিক মঞ্চে। তার ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, মেধা ও পরিশ্রম থাকলে যেকোনো জায়গা থেকে বিশ্বমান অর্জন করা সম্ভব।

বাংলাদেশের গর্ব,তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি রিয়াদুলের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। দেশে-বিদেশে অনেকে আশা করছেন, ভবিষ্যতেও তিনি গবেষণা ও উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন উপহার দেবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছেন রিয়াদুল ইসলাম ভূইয়া।
তার আগামীর জন্য রইল শুভকামনা।

বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি আমন্ত্রিতওয়াসীম আকরাম :- আগামী ২ নভেম...
29/10/2025

বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটি আমন্ত্রিত

ওয়াসীম আকরাম :- আগামী ২ নভেম্বর ২০২৫, রোববার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয় যে, এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটিকে সংযুক্ত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, আমন্ত্রণ পাওয়ার পর লেবানন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন জাকির ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলম দলের কেন্দ্রীয় উচ্চপর্যায়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই আমন্ত্রণ বড় সম্মান ও অনুপ্রেরণা।

তারা আরও বলেন, লেবাননে অবস্থানরত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে বলে তারা মত প্রকাশ করেন।

লেবাননে বিদেশি শ্রমিকদের বৈধকরণ অভিযান শুরু হচ্ছে — শ্রমমন্ত্রী ও জেনারেল সিকিউরিটি প্রধানের বৈঠকলেবাননের শ্রমমন্ত্রী ড....
28/10/2025

লেবাননে বিদেশি শ্রমিকদের বৈধকরণ অভিযান শুরু হচ্ছে — শ্রমমন্ত্রী ও জেনারেল সিকিউরিটি প্রধানের বৈঠক

লেবাননের শ্রমমন্ত্রী ড. মোহাম্মদ হায়দার ও জেনারেল সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল হাসান চৌকাইর এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লেবাননে অবস্থানরত বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট ও আবাসিকতার (রেসিডেন্স পারমিট) বিধি-নিষেধ এবং নিয়মকানুন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জাতীয় সংবাদ সংস্থা (NNA) জানিয়েছে, এই বৈঠকটি লেবাননে বিদেশি শ্রমিকদের বৈধকরণের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে শ্রমমন্ত্রী ড. হায়দার ঘোষণা করেন,“যারা বৈধভাবে লেবাননে প্রবেশ করেছেন কিন্তু তাদের ওয়ার্ক পারমিট বা আবাসিকতার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য খুব শিগগিরই একটি নিয়মিতকরণ অভিযান শুরু হবে।”

এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকরা আবাসিকতা নবায়নের আগে ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ পাবেন বলে তিনি জানান।

মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে,“অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারীরা আইনি ও প্রশাসনিক শাস্তির মুখোমুখি হবেন। নিয়োগকর্তাদের এই বিধি মেনে চলার জন্য বছরের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।”

এছাড়া শ্রমমন্ত্রী ঘোষণা দেন,“প্রতি ঘণ্টায় গৃহকর্মী পাঠানোর এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করা হবে, যাতে শ্রমবাজারে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়।”

প্রবীণ প্রবাসী বাংলাদেশিদের ধারণা, এই বৈঠকের পর থেকেই লেবাননে বৈধ কাগজপত্রবিহীন কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার হতে পারে, যা আগামী জানুয়ারি পর্যন্ত চলতে পারে।

তাদের পরামর্শ— যারা এখনো বৈধ কাগজপত্র বা ওয়ার্ক পারমিট নবায়ন করেননি, তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং কোনোভাবেই অবৈধ অবস্থানে থাকবেন না।

বৈঠকের এই সিদ্ধান্ত বিদেশি শ্রমিকদের জন্য যেমন একটি নতুন সুযোগ, তেমনি সতর্কবার্তাও, বলে মনে করছেন প্রবাসী মহল।

আগামী ২৬অক্টোবর,২০২৫ খ্রি. (রবিবার) বাংলাদেশ দূতাবাস বৈরুত এর উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রাম এর সহযোগিতায় ব...
17/10/2025

আগামী ২৬অক্টোবর,২০২৫ খ্রি. (রবিবার) বাংলাদেশ দূতাবাস বৈরুত এর উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রাম এর সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে নোটিশ দেখুন:

Address

Beirut

Telephone

+96176991065

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিন বৈরুত- সাংবাদিক ওয়াসীম আকরাম:

Share