07/07/2023
ইউটিউব চ্যানেল এবং ফেজবুকের ভিউ কমার কারন ও করোনীও।
আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেকের কাছে শুনে থাকেন ইউটিউব চ্যানেল এবং ফেজবুক দিয়ে টাকা আয় করা যায়,আবার অনেকের ভিডিও দেখে জেনে থাকেন, তবে কেউ কমেন্ট করে জানতে চান না কি দরনের পোষ্ট করলে আয় হয়,বা কি কি নিওম মানতে হয়, শুনেই একাউন্ট খুলেন উরাদুরা পোষ্ট করেন, বাট জানেন না কি দরনের পোষ্ট করে টাকা আয় করা যায়, বা কি করলে চ্যানেলের হ্মতি হয়,কি করলে চ্যানেলের ভালো হয়, তাই আমি সবাইকেই বলছি আপনি যে কোন একাউন্ট খোলার আগে, নিওম কানুন জেনে নেন, কারন একটা একাউন্ট চালাতে অনেক কষ্ট করতে হয়, সময় দিতে হয়, চেষ্টা করবেন আপনার কষ্ট এবং সময় কোনটাই জাতে নষ্ট না হয়, এমন কিছু পোষ্ট করবেন জাতে লোকেরা পছন্দ করে, এবং আপনার একাউন্ট ঠিক থাকে।
এবার আসুন জেনে নেই, আপনি একাউন্ট খোলার আগে কম পহ্মে কি কি করবেন, এবং কি কি শিখবেন।
1/ ভিডিও এডিটিং।
2/ পোষ্ট, লোগো, ব্যানার,থামলেইন ডিজাইন।
3/ হ্যাস ট্যাগ দেয়া।
4 / অফ পেজ এস ই ও।
5 / ফ্রি মার্কেটিং।
6 / টাইটেল দেয়া।
7/ রিচার্র করা
8 / কপিরাইট কি
ইত্যাদি
এবার এগুলো শিখা শেষ একাউন্ট খুলবেন। প্রোফেশনাল ভাবে বা মনিটাইজেসন পেতে হলে কি কি দিয়ে একাউন্ট খুলতে হবে।
1/ আপনার ব্যাবহার করা রেজিষ্ট্রেশন হয়েছে এমন একটা সিম কার্ড।
2/ ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা।
3/ আপনার অরজিনাল ছবি।
4/ আপনার নিজের লেখা আর্টিকাল,অন্য কারোটা কপি করা না।
5 / আপনার নিজের করা ভিডিও, এবং ভয়েস, অন্যকারর টা নয়।
ব্যাচ হয়ে গেলো আপনার একাউন্ট।
এবার ফলোয়ার,এবং ভিউ বারানোর পালা, প্রথমেই ফলোয়ার লাগবে।
এবং ফলোরাও লাগবে অর্জিনিয়াল,
নকল ফলোয়ার নয়। এবার প্রশ্ন = অর্জিনিয়াল কি,আর নকল কি।
উঃ। অর্জিনিয়াল ফলোয়ার হলো, আপনি আপনার ফেমিলির লোকদের, বা ফ্রেন্ডদের,বা অন্যান্য লোকদের ইনবাইট করেছেন, তারা আপনাকে ভালোবেসে, সার্পট দিতে, আপনার পেজ,বা চ্যানেল ফলো করেছে, এড হয়েছে,বা সাবইস্কাইপ করেছে এরাই হলো আপনার আশল ফ্রেন্ড ফলোয়ার,
আর নকল ফলোয়ার হলো আপনি টাকা দিয়ে জোর করে ফলোয়ার কিনছেন, বা ভিবিন্ন সফটওয়্যার দিয়ে ফলোয়ার আনছেন।
এবার ভিউ বারানোর পালা।
1/ আশল ভিউ।
2 / নকল ভিউ।
আশল ভিউ হলো তারা, জারা আপনার ভিডিও কিনবা লিখা তাদের নিজের ইচ্ছায় পছন্দ করে দেখে।
আর নকল ভিউ হলো আপনি জোর করে মানুষদের আপনার পোষ্ট গুলো দেখাতে চান, বা আপনি নিজেই বার বার দেখেন।
এবার চ্যানেলের ভিউ কমে যায়, বা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় কেনো,
এগুলো হওয়ার 2 টা কারন।
1/ আপনি নিওম মতো পোষ্ট করেন না, বা আপনি নিজের ভিডিও নিজেই বার বার দেখেন,এটা ইউটিউব এবং ফেজবুকের রোবোটিকরা ধরে ফেলে, ফলে তারা ভিউ কেটে ফেলে, এমনকি অরজিনাল ভিউ গুলো ও কেটে ফেলে, জার ফলে আস্তে আস্তে আপনার চ্যানেলের রিচ কমে যায়,
এবার এটা দিয়ে বাচার উপায় কি।
বাচার উপায় হলো, আপনার জেই পোষ্ট গুলোতে এমন হচ্ছে সেগুলো ডিলেট করে কিছু দিন পোষ্ট করা অফ রাখবেন,এরপর আবার পোষ্ট করা শুরু করবেন,তাতেও যদি ঠিক না হয় তবে চ্যানেল বাদ দিয়ে লেপটপ উইন্ডোজ দিবেন, মোবাইল ফরমেট দিবেন,নতুন চ্যানেল খুলবেন,উপরের ভুল গুলো থেকে বিরতো থাকবেন। কপিরাইট মুক্ত ভিডিও আপলোড করবেন,নিজের পোষ্টে নিজেই লাইক কমেন্ট করবেন না।
লিখাটা যদি আপনাদের ভালো লাগে তবে পিলিজ লাইক কমেন্ট করবেন,এবং আপনার ফ্রেন্ডদের কে সেয়ার করবেন জাতে তারাও জানতে পারে, তাদেরও জাতে হেল্প হয়।
#ইউটিউব চ্যানেল ফ্রিজ # চ্যানেলের ভিউ কমার কারন # ইউটিউব চ্যানেল ফ্রিজ হলে করোনিও #ফ্রিল্যান্সার শিমু #সোসাল মিডিয়ার ট্রিক্স & টিপস