03/10/2024
বিদেশে উচ্চশিক্ষা পর্ব ১
আজকের টপিক: বিদেশে আশার পূর্ব প্রস্তুতি
আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা আসতে চান তাদের জন্য কিছু কথা সেয়ার করবো। পর্ব আকারে আমি কথাগুলি বলবো আশাকরি আপনাদের উপকারে আসবে।
ধৈর্য:
প্রথমত আপনি যখন চিন্তা করবেন যে আপনি আপনার প্রিয় মাতৃভূমি ছেরে অন্যত্র পড়াশোনা করবেন তখন আপনার প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ধৈর্য ধারণ শিখতে হবে। কারন এই প্রসেসে এটা ছাড়া আপনি একবিন্দু আগাতে পারবেন না। এই ধৈর্যর খেলা শুরু হবে আপনার পাসপোর্ট বানানো থেকে, যদিও নতুন বাংলাদেশে এখন পাসপোর্ট জটিলতা এখন আর আগের মত নেই। একটা কথা মনে রাখবেন আপনার জন্মের পর আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো আপনার জন্মনিবন্ধন তার পরে জাতীয় পরিচয়পত্র তারপর আপনার পাসপোর্ট। তাই এই ৩ টা জায়গায় আপনার সকল ইনফরমেশন সঠিক রেখে কাজ করতে হবে।
ইনফরমেশন ঠিক রাখা:
আপনার পাসপোর্ট এ আপনার বাবার নাম, আপনার বাবার NID, আপনার এডুকেশনাল সার্টিফিকেট এই ৩ জায়গায় আপনার বাবার নাম সেইম আছে নাকি এবং বাকি ইনফরমেশন ঠিক আছে নাকি চেক করে নিন প্রথমে। ঠিক না থাকলে তা যতদ্রুত সম্ভব ঠিক করে ফেলুন। ডকুমেন্টেস এর মধ্যে কোন প্রকার জটিলতা রাখা যাবে না।
ডকুমেন্টস লিগালাইজেশন:
অনেক দেশে লিগালাইজ ডকুমেন্টস লাগে বিশেষ করে ইউরোপে, তাই আপনার শিক্ষাসনদ প্রথমে আপনার শিক্ষাবোর্ড, তারপর শিক্ষামন্ত্রনালয়, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ বা এটাস্টেড করে ফেলুন।
ইংরেজী ভাষার সনদ:
IELTS,Toffel,Duolingo,GRE ইত্যাদী আপনার সুবিধামত যেকোন একটার প্রিপারেশন নিন এবং সার্টিফিকেট কালেক্ট করুন।
দেশ নির্বাচন:
আপনার জমাকৃত অর্থ, আপনার প্রিয় সাব্জেক্ট, জব অপুর্চুনিটি, লিভিং কস্ট, ভার্সিটি র্যাংকিং, ভার্সিটি এলুমনি কতটা স্ট্রং, ব্যাংক স্টেটমেন্ট, টোটাল খরচ এর এস্টিমেট এইসব বিষয়কে প্রাধান্য দিয়ে বাকি আরো কিছু চাইলে নিজের মত এড করে চিন্তা করতে পারেন তারপর দেশ নির্বাচন করুন। হুজুকে অমুক দেশে অমুক আছে তাই আমিও যাবো,অমুক অই দেশে শান্তিতে আছে তাই আমিও থাকবো এইসব চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন, দেশের বাইরে জীবন অন্যরকম একেকজন একেভাবে টিকে আছে তাই অমুক পারছে দেখে আপনিও পারবেন বিষয়টা এমন না। তাই চেষ্টা করবেন নিজের পছন্দের সাব্জেক্টে আসার এতে করে পড়ালেখায় মনবসবে। দেশ নির্বাচনে সাধারণত আমরা ৩ টা দিকে যাই একদিকে ইউ এস এ,কানাডা, অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, রাশিয়া,ইউ কে। আরেকদিকে রয়েছে ইউরোপ। আরেক দিকে জাপান,চায়না,কোরিয়া। আপনার সব দিক বিবেচনায় আপনার জন্য বেটার কোন দিক সেটা সিলেক্ট করুন।
দেশ নির্বাচন হয়ে গেলে মোটামোটি পূর্ব প্রস্তুতি ডান হয়ে যায়, ব্যাক্তিভেদে আরো কাজ থাকতে পারে সেটা আপনি এই রাস্তায় আগানো শুরু করলে নিজেই বুঝে যাবেন। পরবর্তী পর্বে আমি ভার্সিটি এপ্লিকেশন নিয়ে কথা বলবো।
ধন্যবাদ ❤️