13/04/2025
যারা একটি দ্বীন হিসেবে পূর্ণাঙ্গভাবে ইসলাম পালন করতে চান, তাদের উচিত বাংলা, ইংরেজি- সব ধরণের নববর্ষ উদযাপন স্পষ্টভাবে এবং শান্তিপূর্ণভাবে বর্জন করা।
একান্ত প্রয়োজন না হলে ঐ দিন বাইরে না যাওয়া। বাইরে গেলে এমন পোশাক পরা, যা নববর্ষ উদযাপনকারীদের রীতি ও সংস্কৃতির সাথে মিলবে না—যাতে এটা স্পষ্ট হয়, আপনি এই সংস্কৃতি, ধারা ও দৃষ্টিভঙ্গির শরিক নন।
একই সাথে এই বিষয়টি অন্যদের সামনেও তুলে ধরা জরুরী। তাই কুরআন, সুন্নাহ, ফকীহদের আলোচনা এবং ঐতিহাসিক বাস্তবতার আলোকে নিজের আশেপাশের মানুষকে দাওয়াহ করার দিকেও মনোযোগী হওয়া জরুরী।
adnan