19/07/2025
তুমি চলে যাওয়া পর জেনেছি আমার পছন্দের রং মূলত সাদা।
তোমার চুল বাঁধার লাল ফিতে কিংবা কাজলের চেয়েও চমৎকার রং পৃথিবীতে আছে।
তুমি চলে যাওয়ার পর বুঝেছি কবিতাটবিতা আমার তেমন পছন্দ নয়। আমার পছন্দ মূলত নিৎসে, দস্তয়েভস্কির ভারি ভারি সব ফিলোসোফি।
তুমি চলে যাওয়া পর জেনেছি-
গানের ভেতর ডুব দিয়ে ক্লান্তি কাটিয়ে উঠা যায় সহজে-
জেনেছি দু চারটে সিগারেট খাওয়া খুব বেশি অপরাধ নয়।
যেকোনো দুশ্চিন্তায় ঘর ছেড়ে চলে যাওয়া যায় পাহাড় কিংবা সমুদ্রে-
মেঘদের প্রেমিকা ভেবে ঘরে ডেকে নেওয়া যায় নিশ্চিন্তে,
এক্ষেত্রে হৃদয় ভাঙার সম্ভাবনা সীমিত।
তুমি চলে যাওয়া পর আমি টের পেয়েছি
পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জোছনাটা মূলত দেখা মিলে আমার জানালায়।
তোমার চোখের মতো সব নক্ষত্রও ক্ষণস্থায়ী।