
17/03/2025
কিছু জিনিস হারিয়ে যায় অবহেলার কারণে আমরা তো ছোট্ট বেলাই দেখি কত আদর করে, আস্তে আস্তে বড় যখন হবো তখন বন্ধু বান্ধব আত্নীয় -স্বজন ও দূরে চলে যায় মানুষ যখন চিনতে পারবে তখন সব মানুষ পর হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে পৃথিবীতে মূল্য কী রয়েছে😭😭😭 সব দুংখকে হাসি দিয়ে শান্ত করতে শিখেছি