জনতার চোখ ; JanatarChokh Popular Online Newspaper Bangladesh
Janatar Chokh is one of the most popular Bangladesh newspapers of Bangladesh.
(1)
Our journey is to provide great experiences for our online news visitors, so that they can read all Bangla news.
12/07/2025
হাজী শরীয়ত উল্লাহ (রহঃ) এর প্রতিচ্ছবি
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়ত উল্লাহ (রহঃ) রাসুল (সাঃ) এর নির্দেশে বাংলায় এসেছিলেন ইসলাম প্রতিষ্ঠা করতে,মানুষদের কে দ্বীনের দাওয়াত দিতে,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে। তারই বংশের ৭ম পুরুষ পীরজাদা হাফেজ মাওলানা হানজালা সাহেব এমন একজন রাহবার যে মাটি ও মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চায়।
#এডমিনপোস্ট
16/06/2025
ইসলামের দলগুলির একতাই পারে বাংলাদেশ এ ইসলামের সরকার কায়েম করতে।
ঠিক তেমনিভাবেই সব মুসলিম দেশের একজোট হওয়াই পারে পৃথিবির বুকে ইসলামকে শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে।
27/10/2024
03/10/2024
মুসলিম খিলাফত পতনের ফলে মুসলমানদের কী ক্ষতি হয়েছে?
১৯২৪ সালের ৩ মার্চ পতন হয়েছে উসমানি খিলাফতের ।
আসুন, দেখি ! পঁচা নব্বই বছরে আমরা কী কী হারালাম ?
(মুসলিম বিশ্বে চালানো গণহত্যার ইতিহাস নির্ভর পরিসংখ্যানের ভিত্তিতে নিম্নোক্ত তথ্যাদি প্রদান করা হল)
– ১৯৪৮ সালে ফিলিস্তিন দখল করল সন্ত্রাসী ইহুদীরা । এতে এ যাবত আনুমানিক শহীদ হয়েছেন, ১৯ লক্ষ মুসলমান । উদ্ধাস্তু হয়েছেন প্রায়৫০ লক্ষ মুসলমান ।
– ১৯৪৭ সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন দাঙ্গায় উগ্র নিহত হয়েছিলেন প্রায় ১ কোটি মুসলমান ।
– ইটালী লিবিয়া আক্রমণের সময় শহীদ হন প্রায় ৫ লক্ষ মুসলমান ।
– চেচনিয়ায় এ যাবত শহীদ ৫ লক্ষ ।
-বসনিয়ায় ১০ লক্ষ ।
– বার্মায় ১৫ লক্ষ ।
-আফগানিস্তানে রাশিয়া-আমেরিকা
মিলে ২৫ লক্ষ ।
– ইরাকে ইরান- আমেরিকার সাথেকয়েকবারের লড়াইয়ে নিহতের সংখ্যা ১৫ লক্ষ ।
– জিংজিয়াংয়ে ১৫ লক্ষ ।
– ফিলিপাইনে ৫ লক্ষ ।
– আফ্রিকার বিভিন্ন দেশে ৩০ লক্ষ ।
-কাশ্মীরে ৫ লক্ষ ।
– ভারতে ১০ লক্ষ ।
– বুলগেরিয়া, কসাভো, আলবেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে আরো১০ লক্ষ ।
– সিরিয়ায় বাশারের বাপ হাফিজের আমল থেকে এখন পর্যন্ত ৩ লক্ষ ।
– তাছাড়া ইয়েমেন, লেবানন, তুর্কমেনিস্তান,
উজবেকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশে আরো ১০ লক্ষ ।
তাহলে বুঝা গেলো খিলাফত পতনের পর ৯০ বছরে মুসলমানদের নিহতের সংখ্যা হলো প্রায় আড়াই কোটি, উদ্ধাস্তু আনুমানিক ৫০ কোটি । হারানো মুসলিম ভূ-খন্ড হলো ফিলিস্তিন, পুর্বতুর্কিস্তা
ন (জিংজিয়াং), মিন্দানাও, দক্ষিণ সুদান, পুর্ব-তিমুরসহ আরো অনেকভূমি ।
আসুন, এবার দেখি খিলাফত থাকাকালে আমাদের অবস্থা কী ছিল ?
জেনে রাখা প্রয়োজন যে, নবীজীর ইন্তেকালের পর ধারাবাহিকভাবে প্রায় সোয়া তেরশ বছর পর্যন্ত খিলাফত ছিল । মধ্যখানে একবারতাতারীরা যখন বাগদাদে অবস্থিত আব্বাসি খিলাফত ধ্বংস করেছিল তখন ১২৫৮ – ৬১পর্যন্ত মুসলমানদের কোনো খলীফা ছিলেন না ।
এই সাড়ে তেরশ বছরে মুসলমানদের যেসব রক্তপাত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
খেলাফতে রাশেদার আমলে এবং উমাইয়া আমলে বিভিন্ন লড়াইয়ে অনুমানিক দেড় লক্ষ । ক্রুসেডাররা বায়তুল মুকাদ্দস দখলের সময় ১ লক্ষ এবং পরবর্তী লড়াইয়ে আরো ২ লক্ষ । তাতারী সয়লাবে বোখারা, সমরকন্দ, শীরাজ, বাগদাদ এবং দামেস্কে অনুমানিক ৫০লক্ষ । স্পেনে ২০ লক্ষ । আরো বিভিন্ন লড়াইয়ে অনুমানিক আরো ৫০ লক্ষ ।তাহলে বুঝা গেলো খিলাফত থাকাকালে সোয়া তেরশ বছরে মুসলমানদের নিহতের সংখ্যাহচ্ছে প্রায় ১ কোটি ২৫ লক্ষ ।
ভু-খন্ড হারিয়েছি স্পেন । আবার ইসলামের ছায়াতলে এসেছে স্পেন এবং ইউরোপের দানিয়ুব নদী পর্যন্ত এবং বর্তমান মুসলিমবিশ্ব ।
আর খিলাফতছাড়া মাত্র ৯০ বছরে আমাদের নিহতের সংখ্যা হলো আড়াইকোটি । বিজয় করেছিশূন্য (০) ভুমি । হারিয়েছি অসংখ্য মুসলিম ভূ-খন্ড ।
"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."
-বিল গেটস।
"আমি জুতা সেলাই করতাম...."
-আব্রাহাম লিংকন।
"আমি বাসের কন্ডাকটর ছিলাম"
-রজনী কান্ত।
"আমি পেট্রোল পাম্পে কাজ করতাম"
-ধীরু ভাই আম্বানী।
"ক্লাস টেন এ ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম"
-শচীন টেন্ডুলকার।
"আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং ২০ টাকা ধার নিয়ে ফিল্ম সিটি যেতাম.."
-শাহরুখ খান।
"আমি ফুটবল ট্রেইনিং এর ফিস যোগানোর জন্য দিন-রাত এক করে ঘাম ঝরাতাম"
-কিংবদন্তি ফুটবলার মেসি।
👉জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো..
জীবন তো সেটাই যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছো!!🖤🤍🫶
04/09/2024
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিলো কোটি কোটি টাকা! আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিষেশ কয়েকজন ...
৭৬ বছর বয়সেও যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তার নাম: কিলার হাসিনা।
#কিলার_হাসিনা
27/07/2024
The Supreme Court in Bangladesh has drastically scaled back a quota system for government jobs, that sparked weeks of unrest and led to dozens of deaths. Pre...
Be the first to know and let us send you an email when জনতার চোখ ; JanatarChokh Popular Online Newspaper Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to জনতার চোখ ; JanatarChokh Popular Online Newspaper Bangladesh:
Welcome to the জনতার চোখ page. জনতার চোখ is an Online News Portal of Bangladesh. Being one of the largest and most widely read Bangla language website in the world across all segments and categories. R97NEWS started its journey from 2016. Nowadays we are one of the most popular news portals in online. We achieve most popularity for our activity, positive news & honesty in a very short time. We focus on all important news. We also have Diligent, Neutral and Professional journalism.
Comment policy: জনতার চোখ reserves the right to remove any comment posted on its social media or website. We encourage readers to express their opinions and engage in debate. We try to accommodate differing points of view, but we do not tolerate hate speech.Therefore, we please note the following guidelines:
No profanity
No language that is offensive to any race, religion, ethnicity, gender or nationality
No personal attacks on other's comments
No advertising or spam
DISCLAIMERAny user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.