09/09/2024
সম্পর্ক যতোই ঘনিষ্ট হোক না কেন মানুষ যে কোন মুহূর্তে পরিবর্তন হতে পারে।মানুষ হিসেবে মানুষের থেকে দূরে থাকাই ভালো, কোন মানুষই আপন হয় না দিন শেষে সবাই সার্থপর।মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙ্গে!
চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়।
আর ঘী- তে মাছি পড়লে মাছি ফেলে দেয়। ভুল বসত করা ভুলগুলো মাফ করা যায়,তবে ইচ্ছাকৃত ভুলকারিকে ক্ষমা করতে নেই। সবচেয়ে খরাপ অনুভূতি হলো যখন আপনি কাউকে ছেড়ে দিতে চান না কিন্তু! আপনি জানেন যে আপনাকে ছেড়ে দিতেই হবে তার নিকৃষ্ট আচরণে।
শুধু পেয়ে নয় কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ,
আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক।