এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহোনায়

  • Home
  • Myanmar
  • Thongwa
  • এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহোনায়

এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহোনায় “আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।

১) যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো। ”
– আল হাদিস
(অর্থাৎ, যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না)

২) তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা
– মুসলিম

৩) তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ”
– ইবনে মাজাহ

৪) আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভা

ইকে সহযোগীতা করে।”
– সহীহ মুসলিম

৫) যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।
– সহীহ বুখারী

৬) আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। ”
– বুখারী

৭) অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ”
– তিরমিযী

৮) যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।
– তিরমিযী

৯) কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা।
– মিশকাত

১০) প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।”
– বুখারী

১১) তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো”
– বুখারী

১২) অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো”
– বুখারী

১৩. “এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না”
– আল হাদিস্


১৪. “একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল”
– মুসলিম

১৫. “সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ”

– বুখারী

১৬. “কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা”

– বুখারী

১৭. “তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে”

– তিরমিযী

১৮. “আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে”

– বুখারী ও মুসলিম

১৯. “যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্‌ও তাদের ওপর দয়া করবেন না”

– আবু দাউদ ও তিরমিযী


২০. “তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে”

– বুখারী



২১. “সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়”

– বায়হাকী


২২. “দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই”

– মুসলিম


২৩. “যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে”

– মুসলিম


২৪. “নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম”

– মুসলিম

২৫. “দয়ালুর প্রতি আল্লাহ্‌ও দয়াশীল হন। তাই, পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন – তিনি তোমার প্রতি দয়া দেখাবেন”

– আবু দাউদ, তিরমিযী

২৬. “অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন”

25/07/2025
রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়বেন সারারাত ইবাদত করার সওয়াব পাবেন।
23/07/2025

রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়বেন সারারাত ইবাদত করার সওয়াব পাবেন।

21/07/2025

রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য
নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।

-বুখারী, ৫০৯৬

উচ্চারণ:-রব্বি আন্নি মাস্তানিয়াদ্দুর ওয়া-আংতা আরহামুর রহিমিম...?رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاح...
20/07/2025

উচ্চারণ:-রব্বি আন্নি মাস্তানিয়াদ্দুর ওয়া-আংতা আরহামুর রহিমিম...?

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

অর্থ:-আল্লাহ আমি-দুঃখ কষ্টে পড়েছি আল্লাহ তুমি'তো-সর্বশ্রেষ্ট দয়ালু

15/07/2025

তুমি আল্লাহকে যেমন জানবে, তিনি তেমনই তোমার সাথে আচরণ করবেন।"

(তিরমিজি)

পৌঁছে দাও কালেমার দাওয়াতلَا إِلَهَالَّا اللهُمَحَمَّدُ رَسُولًا لله (ﷺ) وسلمলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লা...
13/07/2025

পৌঁছে দাও কালেমার দাওয়াত

لَا إِلَهَالَّا اللهُمَحَمَّدُ رَسُولًا لله (ﷺ) وسلم

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

12/07/2025

একদিনের মাহফিলের নাম ইসলাম নয়, প্রতিদিন ফজরের সালাত জামায়াতে পড়ার নাম ইসলাম!

আবু ত্বহা মোহাম্মদ আদনান -

07/07/2025

আপনি সব সময় সৎ থাকুন!

রাস্তা কঠিন হবে, তবে শান্তি পাবেন।

inshallah

"রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাঁও ওয়াকিনা আযাবান্নার"।অর্থঃ-হে আমাদের পালনকর্তা!আমাদেরকে ...
03/07/2025

"রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাঁও ওয়াকিনা আযাবান্নার"।

অর্থঃ-

হে আমাদের পালনকর্তা!

আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করুন।

[সূরাঃ আল বাক্বারা, আয়াত - ২০১]

রাসূল (সাঃ) বলেছেননা জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না এটা সবচেয়ে বড় গুনাহ..!!(বুখারী ৫১৪৩)
29/06/2025

রাসূল (সাঃ) বলেছেন

না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না এটা সবচেয়ে বড় গুনাহ..!!

(বুখারী ৫১৪৩)

Address

Thongwa

Alerts

Be the first to know and let us send you an email when এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহোনায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share