
18/06/2025
হাজারো কষ্টের মাঝে মুখ লুকিয়ে
ভাল থাকার গল্প রচনা করাই
প্রবাস জীবন।
পেটে ক্ষুধার হাহাকার চেপে
অভিনয়ের ঢেকুর তুলে বলা-
তোমার শেখানো পদ্ধতিতে
রান্না করে আজ,
অনেক বেশি খেয়ে ফেলেছি।
এটাই প্রবাসীদের জীবন।