
12/07/2025
এই কি আমাদের বাংলাদেশ?
আজ শুধু চাঁদা না দেওয়ার অপরাধে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে! এটা কি কোনো সভ্য সমাজে হতে পারে? এই বর্বরতা, এই নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমি, রিপন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কাকে ভয় পাই? কাদের হাতে দেশটা পড়ে গেছে? মানুষ কি এখন নিজের পরিশ্রমের টাকা বাঁচিয়ে চলবে না?
চাঁদাবাজ, খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে – এখনই!
নিরব থাকলে, পরের বার তোমার পাশে বসা মানুষটাকেও হারাতে পারো। এখনই আওয়াজ তুলো।
#প্রতিবাদ_হোক_প্রতিরোধে
#বাংলাদেশ_চাঁদাবাজমুক্ত_হোক
#আমি_রিপন৪৪০_বলছি