Abm

Abm I never dreamed about success. I worked for it.

27/07/2025

সাধারণত একজন দলিল লেখক দিনে ৮/১০ টা বা কেউ কেউ আরো বেশি দলিল লেখে🪄

ফলে তাদের দ্বারা দলিল লিখার সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যেতে পারে।
আবার একজন সাব-রেজিস্ট্রার দৈনিক ৭০/৮০ টি দলিল রেজিস্ট্রি করেন। এতো সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয়না। জমির ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিলে সাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করতে নিম্নের বিষয়গুলো ভালোভাবে খেয়াল করা......

১) জমির এসএ এবং আরএস দাগ অঙ্কে ও কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলান।

২) দাগের কোন দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন।

৩) মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অংকে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোমতো খেয়াল করবেন।

৪) সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নিবেন।

৫) বিক্রেতার তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিচ্ছেন কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রিতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করা আছে তা দলিলের ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা আছ কিনা লক্ষ্য করবেন।

৬) দলিলে কোনো মামলার ডিক্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলা নম্বর নির্ভূলভাবে লিখেছে কিনা খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা খেয়াল করবেন।
মনে রাখবেন দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায়না। একটা দলিলের মেজর ভুল ঠিক করতে বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিষ্ট্রেশনের আগে উপরের বিষয়গুলো ভালোমতো খেয়াল করুন।

প্লিজ শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।

21/07/2025
21/07/2025

URGENT

জাতীয় বার্ন ইউনিটে প্রচুর ব্লাড প্রয়োজন, বিশেষত নেগেটিভ ব্লাড। নেগেটিভ ডোনার যারা আছেন তারা দয়া করে বার্ন ইউনিটে আসুন। বার্ন ইউনিটের ৮ তালায় আসুন।

09/07/2025

নিজের ভুল বুঝতে না পারা অযোগ্যতা।
ভুল বুঝেও স্বীকার না করা শয়তানী।
আর ভুল বুঝেও না বুঝার ভান করা মুনাফেকি🥲

20/06/2025

জীবনে শুধু ২ জনকে সন্তুষ্ট করো: আল্লাহ ও মা।
যে এই দুইজনকে রাজি রাখে, তার জন্য আসমান থেকে রহমত ঝড়ে।

21/04/2025

চরবংশী থেকে ৩ ধরনের ইনকাম বন্ধ হয়ে গেলে নোংরামি করা নেতারা ভিক্ষা করে খেতে হবে।
(১)চরের খাস জমি
(২)মাছের ঘাট
(৩)নদী থেকে ড্রেজারে বালু তোলা
কিছু কিছু নেতা মনে করে এগুলো তাদের বাপ-দাদার সম্পত্তি।🥲🥲🥲

23/03/2025

Alhamdulillah

24/02/2025

যাক ভালো লাগছে দেখে।
সরকার আমাদের কথা না শুনুক। জনগণ শুনছে তা প্রমাণিত।

গতকাল চারদিকে শুধুই ছিনতাইকারীদের দৌরাত্ম দেখেছি।

আজ দেখছি জনগণের দৌরাত্ম।

আজ সবখানেই ছিনতাইকারীদের ধরে ইচ্ছামতো ধোলাই চলছে। এখানেই প্রমানিত জনগণই সরকার, জনগণই শক্তি।

হে প্রিয় জনগন, প্লিজ দেখিয়ে দিন আপনারাই শক্তিশালী।
কসম, আপনাদের বাইরে গিয়ে আর কোনো শক্তি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেনা।

16/02/2025

ইউনূস কী জিনিস, ঐটা শুধু আওয়ামীলীগ বা ভারত না, বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই এখনও বুঝে নাই।

আজ ইউনূস কী বলছে, শুনছেন?

বলছে, কোন পার্টি কোন সংস্কার চান, আর কোনটা চান না, ঐটা বলেন। আমি ওয়েবসাইটে লিখে দেবো যে অমুক পার্টি চায় নাই, তাই হয় নাই।

যদি একটা সংস্কারও না চান, কোন অসুবিধা নাই। ওয়েবসাইটে দিয়ে দেবো। লুকোচুরির কিছু নাই। সবাই জানবে।

এইটুক শুনে আমি হাসতে হাসতে শেষ।

বুঝছেন তো? কোন চিপায় নিয়া ফেলছে দলগুলারে?

বিএনপি আর জামায়াত তলে তলে ভেটো দিয়ে আইসা উপরে উপরে সরকারের কাছে বল ঠেইলা দেয়, এইটা আর হবে না।

আবার সংস্কারে একমত হয়ে পরে পিছুটান নেওয়ার সুযোগ থাকবে না। কারণ ম্যাগনাকার্টার মতো জুলাই সনদ হবে। ওখানে সব দলকেই সাইন করতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ৯০ এর পরে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছিলো।

এবার ইউনূস সেইটা বন্ধ করেছেন।

এইবার কোন দল যদি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়, ঐটার লিখিত দলিল থাকবে। এবং ভবিষ্যতে এই লিখিত দলিল দিয়ে সেই দলের রাজনীতি পর্যন্ত শেষ করে দেওয়া যাবে।

ওয়েল ডান, ডক্টর ইউনূস।

আপনি আমাদের কল্পনার চেয়েও মেধাবী এবং বুদ্ধিমান মানুষ। ওয়েল ডান, স্যার।

- সাদিকুর রহমান খান ( copy)

24/01/2025

রাইত হইলে প্রফেসর ইউনুসসহ উনার পুরা মন্ত্রীসভা অফিস থিকা পলায়।

পরদিন সকাল নয়টায় আবার অফিসে জয়েন দ্যায়। এটাই বাস্তব।
হা হা 🤣🤣

21/01/2025

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

09/01/2025

প্রথম উপহার আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি।
দ্বিতীয় উপহার আমরা হযরত মুহাম্মদ (সাঃ) উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ্

Address

Male

Telephone

+9607260399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share