আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,, 🫵
যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ🇧🇩

24/07/2025
🔴 দায়িত্ব নিয়ে বলছি — দেশে নির্বাচনের পরিস্থিতি নেই।🔫 একটা ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রদল ও যুবদল আজ অস্ত্রের ঝনঝ...
21/07/2025

🔴 দায়িত্ব নিয়ে বলছি — দেশে নির্বাচনের পরিস্থিতি নেই।

🔫 একটা ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রদল ও যুবদল আজ অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, দুইজনকে গুলিবিদ্ধ করেছে।

⚠️ কোনো একটি রাজনৈতিক দলের কাছে যদি অস্ত্র থাকে, তারা যেকোনো ঘটনায় অস্ত্র ব্যবহার করে পেশীশক্তি দেখাবে।

🗳️ নির্বাচন আসলে যেকোনো মূল্যে জেতার জন্য পাগল হয়ে যাবে — অস্ত্র দেখিয়ে কেন্দ্র দখল করবে, জিতলে প্রতিপক্ষের স্থাপনায় হামলা চালাবে, হারলেও হামলা চালাবে।

🚫 এখানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড-এর কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না।

🛑 কোনো দলের কাছে অস্ত্র থাকতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে।
🚔 অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে,
👮‍♂️ যারা বা যে গ্রুপ আজ অস্ত্র দেখিয়েছে, তাদের গ্রেফতার করতে হবে,
⚖️ দিতে হবে সর্বোচ্চ শাস্তি,
🏃‍♂️ অস্ত্র নিয়ে বাহাদুরি যেন আর কেউ না দেখায় — জনমের মতো ছুটিয়ে দিতে হবে।

📅 তারপর গিয়ে নির্বাচন।

🇧🇩 দেশ আগে, দল পরে।

প্রবাসীর কিসের ভোটাধিকার? তারা ভোট দিবে কেনো?লীগের লুঙ্গির নীচে থাকা হারুন সাহেবের স্ত্রী বিএনপি নেত্রী হাতী পাপিয়া।
18/07/2025

প্রবাসীর কিসের ভোটাধিকার? তারা ভোট দিবে কেনো?
লীগের লুঙ্গির নীচে থাকা হারুন সাহেবের স্ত্রী বিএনপি নেত্রী হাতী পাপিয়া।

17/07/2025

হাসনাত সার্জিস আলম দের বড় সফলতা হচ্ছে
গোপালগঞ্জ মাটিতে গিয়ে বলছে ,
মুজিব বাদ মুর্দাবাদ
ইনকিলাব জিন্দাবাদ ।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা, পথসভায় আওয়ামী লীগের হামলা। পুলিশ, আর্মির উপস্থিতিতে মহুর্রমুহু ককটেল, দা রামদা, পিস্তল, গ...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা, পথসভায় আওয়ামী লীগের হামলা। পুলিশ, আর্মির উপস্থিতিতে মহুর্রমুহু ককটেল, দা রামদা, পিস্তল, গুলি, ইট পাটকেল দিয়ে চারদিক থেকে ঘিরে আক্রমণ অব্যাহত রেখেছে। এখনও।

আজকে নিশ্চিত জানবেন, যুদ্ধ শেষ হয় নাই।

আমি এখানে না থাকলে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না এরা কতটা হিংস্র, নৃশংস এখনও। সকল রাজনৈতিক সমীকরণের উর্ধ্বে উঠে সারাদেশের সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলেন।

যতদিন এদের অস্তিত্বের প্রশ্নে আপোষ করবেন, নিশ্চিতভাবে আপনি আপনার নিজের দেশে নিরাপদ না। তা আপনি বা আপনারা রাজনীতি করেন বা না করেন।

আওয়ামী লীগ আর কোন রাজনৈতিক প্রশ্ন না।

টিভি দেখেন। আপনি বুঝবেন জুলাই ২৪ এখনও চলছে।

গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে ...
16/07/2025

গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। এনসিপি মাইরপিট করতে যায় নাই। সভা করতে গেছে। এন সিপির হাতে অস্ত্র ছিলোনা, ওদের হাতে ছিলো। পুলিশ আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে। কোন প্রাণ ঝড়ে নাই। এইটাই বিজয়। হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায়, কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মুল্য অনেক। এইগুলোই ছোট ছোট বিজয়।

গোপালগঞ্জের জনগন নামে নাই। নামছিলো বাকশালি গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন।

এইবার দেখেন কারা কারা ভয় দেখিয়েছিলো এই কর্মসূচী নিয়ে। তারা কি আসলেই রাজনীতি জানে ও বুঝে? তারা কি এই তারুণ্যের ক্ষমতা বুঝে? তারা কি এই তারুণ্যের হিম্মতকে সাপোর্ট দেয়ার মতো তালেবর? তথাকথিত স্ক্রিনশট ফাসের অনুসন্ধানী সাংবাদিকতা আর রাজনীতি এক জিনিস না।

আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকবো। ওরা হারুক বা জিতুক। আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই, আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি৷ থাকবো।

"অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর"

ইনকিলাব জিন্দাবাদ
মুজিবিবাদ মুর্দাবাদ

আমার ভোট টা আপনার দলকেই দিতাম। যদি—১️⃣ গত ১০ মাসে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নিউজ না আসতো 📰💰২️⃣ ড:...
14/07/2025

আমার ভোট টা আপনার দলকেই দিতাম। যদি—

১️⃣ গত ১০ মাসে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নিউজ না আসতো 📰💰

২️⃣ ড: ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়ে সংস্কারগুলো বাস্তবায়ন করতেন ⚖️✍️

৩️⃣ জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করতেন 🤦‍♂️🤷‍♀️

4️⃣ ক্ষমতার জোরে ইসরাক নগর ভবনের দরজায় তালা না মারতো 🚪🔒

5️⃣ ভারত প্রীতি বন্ধ করতেন 🇮🇳❌

6️⃣ “নির্বাচন চাই” বলা বাদ দিয়ে যদি বলতেন— চাঁদাবাজি, দখলদারি বন্ধ চাই ✊🚫

আমি কেন আপনাকে ভোট দেব? 🤔

গত ১০ মাসে আপনি আমার কোন বিশ্বাস টা অর্জন করতে পেরেছেন? 💔

গত দশ মাসে আপনার দলের একজন কর্মীকে দেখান, যিনি জনগণের ভাষায় কথা বলেছেন? 🗣️🫱

একটা ভালো কাজের উদাহরণ দেখাতে পারবেন? 🔎

বড়ই আফসোস লাগে 😔💔 ৫ই আগস্টের পর যে দলটা হতো জনগণের মাথার মুকুট 👑 সেই দলটার প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে… 😞👉🧭

👊👊
13/07/2025

👊👊

রেগে গেলেন তো হেরে গেলেন মনে রাখবেন কথাটি সবাই
13/07/2025

রেগে গেলেন তো হেরে গেলেন মনে রাখবেন কথাটি সবাই

দুটো বাচ্চা আছে শুধু সোহাগের। মেয়ের বয়স ১৩ ছেলের বয়স ৮। স্ত্রী নেই। এখন এদের কি হবে বা এরা কার কাছে দারাবে.....
12/07/2025

দুটো বাচ্চা আছে শুধু সোহাগের। মেয়ের বয়স ১৩ ছেলের বয়স ৮। স্ত্রী নেই। এখন এদের কি হবে বা এরা কার কাছে দারাবে.....

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম 😶
11/07/2025

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম 😶

২ মাস ধরে হুমকি দিয়েছে। 😡এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। 😭মাথায় পাথর মেরে খুন করেছে। 💔বাট লাশ লুকায়নি।বরং হাত পা ধরে লাশ ব...
11/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে। 😡

এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। 😭

মাথায় পাথর মেরে খুন করেছে। 💔

বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে। 😭

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে। 🤬💀

যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে। 😭

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে। 🤢😭

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। 😭💔 যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন। 😭

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন। 💀😭

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে। 🤬😭

তাদের কিছুই বলা যাবে না।

বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন। 😭

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান। 🤡😭

বাংলাদেশ জিন্দাবাদ!! 🇧🇩😭

Dirección

Americana

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando আমার সোনার বাংলা publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir